২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে (২ বছর মেয়াদী) কামিল প্রাইভেট ১ম পর্ব পরীক্ষা- ২০১৮ এর রেজিস্ট্রেশন (ভর্তি) ও (ভর্তি) ফি’ জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিম্নে ২০১৮ সালের কামিল ১ম পর্ব প্রাইভেটে ভর্তি যোগ্যতা এবং রেজিস্ট্রেশন বা ভর্তির শর্তাবলীসহ রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেয়া হলো:-
কামিল প্রাইভেট ১ম পর্বে ভর্তির সময় :
- ভর্তি তথা রেজিস্ট্রেশনের সময় : ১৯/১০/২০১৯ হতে ০৫/১১/২০১৯ পর্যন্ত।
- আদায়কৃত ফি’ জমাদানের তারিখঃ ০৬/১১/২০১৯ হতে ০৭/১১/২০১৯
- অনলাইনে রেজিস্ট্রেশনের তারিখঃ ০৯/১১/২০১৯ হতে ১৪ / ১১ / ২০১৯ রেজিস্ট্রেশন সম্পন্ন করে।
- পরবর্তীতে ১৭/১১/২০১১৯ ও ১৮/১১/২০১৯ ফাইনাল সাবমিট দিতে হবে
২০১৮-১৯ শিক্ষাবর্ষে কামিল প্রাইভেটে যারা রেজিস্ট্রেশন করতে পারবেঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অধীনে ২০১৪ সাল পর্যন্ত (৩ বছর মেয়াদী) ফাজিল পাস পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে (২ বছর মেয়াদী) কামিল প্রাইভেট প্রোগ্রামে রেজিস্ট্রেশন করে “কামিল ১ম পর্ব পরীক্ষা- ২০১৮” তে অংশগ্রহণ পারবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অধীনে ২০১৪ সাল পর্যন্ত (৩০০ নম্বরের) ফাজিল বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে (২ বছর মেয়াদী) কামিল প্রাইভেট প্রোগ্রামে রেজিস্ট্রেশন করে “কামিল ১ম পর্ব পরীক্ষা- ২০১৮” তে অংশগ্রহণ পারবে।
ইসামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া কর্তৃক কামিল (২ বছর মেয়াদি) ১ম পর্ব প্রাইভেট কোর্সের জন্য প্রণীত একাডেমিক ও পরীক্ষা সংক্রান্ত অর্ডিন্যান্স এবং পাঠ্যসুচী অনুযায়ী (অন্তবর্তীকালীন সময়ের জন্য) পরীক্ষার্থীদের কার্যক্রম পরিচালিত হবে।
এ লক্ষ্যে কামিল (২ বছর মেয়াদী) ১ম পর্ব প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে কামিল (২ বছর মেয়াদী) ১ম পর্ব পরীক্ষা- ২০১৮ (নিয়মিত ও প্রাইভেট) অংশগ্রহণ করে ৫০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। ১ম পর্ব পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে ২য় পর্বে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
কামিল প্রাইভেট ১ম পর্ব রেজিস্ট্রেশন এর ফিঃ–
- রেজিস্ট্রেশন ফি (প্রতি ছাত্র-ছাত্রী) ৮০০/- টাকা।
- তালিকাভুক্তি ২০০/- টাকা
- এবং তন্মধ্য থেকে সংশ্লিষ্ট মাদ্রাসার রাখবে ১০০/-
- তাই সর্বমোট রেজিস্ট্রেশন ফি ১,০০০/- টাকা।
কামিল প্রাইভেট ১ম পর্বে রেজিস্ট্রেশনের অন্যান্য শর্তাবলীঃ
- প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আবেদনের সাথে দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষার পাসের মূল সনদ বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট সংশ্লিষ্ট মাদরাসাকে সংরক্ষণ করতে হবে।
- মাদরাসায় কামিল পর্যায়ে যে বিভাগ চালু আছে শিক্ষার্থীণণকে শুধুমাত্র ঐ সকল বিষয়ে রেজিস্ট্রেশন ও পরীক্ষায় অংশ করতে পারবে।
- অর্ডিন্যান্স অনুযায়ী কামিল পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ ৩ বছর পর্যন্ত বহাল থাকবে।
- কামিল প্রাইভেটে রেজিস্ট্রেশনকৃত শিক্ষর্থীদেরকে নিয়মিত পরীক্ষার্থীদের সাথে একই সিলেবাস ও একই বিধি অনুযায়ী পরীক্ষা দিতে হবে।
- চাকুরীরত প্রার্থীদের বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত ঠিক থাকলে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
২০১১ ফাজিল করি। এখন কী কামিল অনিয়মিতভাবে করা যাবে?
হ্যা, অবশ্যই। তবে কামিল অনিয়মিতভাবে নয়, বরং কামিল প্রাইভেটে ভর্তি হতে পারবেন।