কামিল (মাস্টার্স) মৌখিক পরীক্ষার রুটিন ২০২১
২০২১ সালের কামিল মাস্টার্স পরীক্ষার মৌখিক (টিউটোরিয়াল) পরীক্ষা আগামী ০১/০৯/২০২১ থেকে ০৭/০৯/২০২১ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষা-২০১৭ এর সকল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরীক্ষক ও ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, আগামী ০১/০৯/২০২১ হতে ০৭/০৯/২০২১ খ্রি. তারিখের মধ্যে কামিল মাস্টার্স (১বছর মেয়াদী) পরীক্ষা-২০১৭ এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষায় মনােনীত পরীক্ষকদের বিশ্ববিদ্যালয় হতে পত্র প্রেরণ ও মােবাইল মারফত জানানাে হবে। মনােনীত পরীক্ষকগণ নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যােগাযােগ করে উক্ত সময়ের মধ্যে পরীক্ষার তারিখ নির্ধারণ করবেন।
অতএব, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ ০৭/০৯/২০২১ খ্রি. তারিখের মধ্যে পরীক্ষা সম্পন্ন করে মৌখিক পরীক্ষার নম্বর তাৎক্ষণিক ওয়েবসাইটের মাধ্যমে সফটওয়্যারে ইনপুট দেয়ার ব্যবস্থা গ্রহণ করবেন।
সফটওয়্যার থেকে প্রাপ্ত প্রিন্ট কপিতে পরীক্ষক ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর ও সীলমােহর গ্রহণপূর্বক সংরক্ষণ করবেন এবং এক কপি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়-এর পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পৌছানাের জন্য অনুরােধ করা হলাে।
প্রয়ােজনীয় নির্দেশনা
- center.iau.edu.bd লিংকে প্রবেশ করুন।
- প্রবেশ করার পর অবশ্যই “তথ্য লিপিবদ্ধকরণের নির্দেশিকা” বাটনে ক্লিক করুন এবং নির্দেশিকা অনুসরণ করুন।
- login করার জন্য প্রত্যেক কেন্দ্র তার নিজস্ব মাদরাসার EIIN ও Password ব্যবহার করুন।
- পরীক্ষা শেষ হওয়ার ০৩ দিনের মধ্যে অবশ্যই মৌখিক এবং টিউটরিয়াল পরীক্ষার্থীদের তালিকা লিপিবদ্ধ করতে হবে।
- লিপিবদ্ধ করা শেষ হলে Final Lock বাটনে ক্লিক করে Print করুন।
কামিল মাস্টার্স টিউটোরিয়াল মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২১