কামিল মাস্টার্স ফরম ফিলাপ ২০২১ – কামিল মাস্টার্স ফরম পূরণ ২০২১ – kamil masters form fillup 2021
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালে অনুষ্ঠিতব্য (১ বছর মেয়াদি) ২০১৭ সালের কামিল মাস্টার্স পরীক্ষার নিয়মিত, অনিয়মিত, রিটেইক এবং মান উন্নয়ন পরীক্ষার্থীদের ফরম পূরণের বিজ্ঞপ্তি ২৭/০১/২০২১ তারিখে প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম পূরণ প্রক্রিয়া শুরু হবে ১৫/০২/২০২১ তারিখ থেকে এবং (বিলম্ব ফি ব্যতীত) চলবে ২০/০২/২০২১ তারিখ পর্যন্ত। নিম্নে (১ বছর মেয়াদি) কামিল মাস্টার্স পরীক্ষার ফরম পূরণ ২০২১ সংক্রান্ত সকল তথ্য বিস্তারিতভাবে দেওয়া হলো :
কামিল মাস্টার্স পরীক্ষার ফরম ফিলাপ ২০২১
- ফরম পূরণের সময়সীমা : ১৫/০২/২০২১ তারিখ হতে ২৭/০২/২০২১ তারিখ পর্যন্ত।
- পরীক্ষা ও অন্যান্য ফি ব্যাংকে জমাদানের তারিখ : ২৮/০২/২০২১ তারিখ হতে ০১/০৩/২০২১ তারিখ পর্যন্ত।
- বিলম্ব সহ ফরম পূরণের সময়সীমা : ২৮/০২/২০২১ তারিখ হতে ০২/০৩/২০২১ তারিখ পর্যন্ত।
- বিলম্ব সহ পরীক্ষা ও অন্যান্য ফি ব্যাংকে জমাদানের তারিখ : ০৩/০৩/২০২১ তারিখ পর্যন্ত।
- বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কাগজপত্র জমাদানের তারিখ : ০৪/০৩/২০২১ তারিখ পর্যন্ত
- পরীক্ষা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ : ২৮/০৩/২০২১
- নিয়মিত : ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) শ্রেণিতে ভর্তি হওয়ার পর যে সকল শিক্ষার্থী রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়েছে তারা ২০২১ সালে অনুষ্ঠিতব্য কামিল মাস্টার্স পরীক্ষা- ২০১৭ তে অংশগ্রহণ করতে পারবে।
- অনিয়মিত : যে সকল শিক্ষার্থী ২০১৪-২০১৫ এবং ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়েছে কিন্তু কামিল মাস্টার্স পরীক্ষা- ২০১৫ এবং ২০১৬ তে অংশগ্রহণ করতে পারেনি তাদের রেজিস্ট্রেশন এর মেয়াদ থাকা সাপেক্ষে কামিল মাস্টার্স পরীক্ষা- ২০১৭ তে অংশগ্রহণ করতে পারবে।
- Retake : যে সকল শিক্ষার্থী ২০১৪-২০১৫ ও ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষা- ২০১৫ এবং ২০১৬ তে অংশগ্রহণ করে কোনাে বিষয়ে F গ্রেড প্রাপ্ত হয়েছে অথবা কোন বিষয় অনুপস্থিত থেকে F গ্রেড প্রাপ্ত হয়েছে, তারা ৫০০/- টাকা ব্যাংকে জমাদন সাপেক্ষে ২০২১ সালের কামিল মাস্টার্স পরীক্ষা- ২০১৭ তে উক্ত বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে এই সুযােগ পরীক্ষার্থী শুধুমাত্র একবারই পাবে।
- মান-উন্নয়ন : যে সকল শিক্ষার্থী ২০১৫-১৬ শিক্ষাবর্ষে কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষা- ২০১৬ তে অংশগ্রহণ করে কোনো বিষয়ে C বা D গ্রেড পেয়েছে, তারা ৫০০/- টাকা ব্যাংকে জমাদান সাপেক্ষে ২০২১ সালের কামিল মাস্টার্স পরীক্ষা তে উক্ত বিষয়ে মান-উন্নয়ন পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবে। তবে এই সুযােগ পরীক্ষার্থী শুধুমাত্র একবারই পাবে।
- মাদরাসার শিক্ষক কর্তৃক কামিল মাস্টার্স পরীক্ষার্থীদের অনলাইনে ফরম ফিলাপ করতে এখানে প্রবেশ করুন
- eFF -এর Login Password -এর ক্ষেত্রে eSIF এর Login Password ব্যবহার করতে হবে। প্রদর্শিত সম্ভাব্য তালিকায় টিক চিহ্ন দিয়ে শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী ব্যাংকের নিজস্ব জমা রশিদের মাধ্যমে সমপরিমাণ টাকা ব্যাংকে জমা দিতে হবে এবং উক্ত মূল রশিদটি অবশ্যই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষ নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে।
- অসম্পূর্ণ আবেদন কোনরূপ যােগাযোেগ ছাড়াই বাতিল বলে গণ্য হবে এবং এর দায়িত্ব সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষ বহন করবেন।
- প্রথম ধাপ : পরীক্ষার্থীদের ফরম পূরনের ফি আনলাইনে প্রদান করতে এখানে প্রবেশ করুন।
- দ্বিতীয় ধাপ : EIIN ও Password দিয়ে Login করুন।
- তৃতীয় ধাপ : Payment Information এ ক্লিক করুন।
- চতুর্থ ধাপ : সংশ্লিষ্ট পরীক্ষার Payslip Download করে অগ্রণী ব্যাংক লিঃ এর যে কোন শাখায় টাকা জমা দিন। Payslip Download করতে কোন সমস্যা হলে ০১৯৭৬-৫৪২০১২ এই নাম্বারে যােগাযােগ করুন।
- নিয়মিত : কামিল মাস্টার্স পরীক্ষার নিয়মিত শিক্ষার্থীদের ফরম পুরণের ফি সর্বমোট ২৬১৫/- টাকা এবং বিলম্ব ফি সহ ৩১১৫/- টাকা।
- অনিয়মিত : কামিল মাস্টার্স পরীক্ষার অনিয়মিত শিক্ষার্থীদের ফরম পুরণের ফি সর্বমোট ২৬১৫/- টাকা এবং বিলম্ব ফি সহ ৩১১৫/- টাকা।
- মান-উন্নয়ন ও Retake : কামিল মাস্টার্স পরীক্ষার মান-উন্নয়ন ও Retake শিক্ষার্থীদের ফরম পুরণের ফি সর্বমোট ৫০০/- টাকা এবং বিলম্ব ফি সহ ৫০০/- টাকা।
- ক) কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষা- ২০১৭ এর প্রতি পরীক্ষার্থীর কেন্দ্র ফি ৪৫০/- টাকা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দিতে হবে।
- খ) কেন্দ্র ফি বাবদ আদায়কৃত অর্থ থেকে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষার যাবতীয় ব্যয় নির্বাহ করবেন। বিশ্ববিদ্যালয় হতে অলিখিত উত্তরপত্র ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সরঞ্জামাদি সংগ্রহ এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করার জন্য প্রয়ােজনীয় ব্যয় কেন্দ্র ফি হতে বহন করতে হবে। পরীক্ষা কেন্দ্রের যাবতীয় ব্যয় কেন্দ্র ফি হতে সংকুলান করতে হবে।
কামিল মাস্টার্স পরীক্ষার সিলেবাস ২০২১
পরীক্ষার্থীদেরকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা এর প্রচলিত কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) শ্রেণির জন্য প্রণীত পাঠক্রম পাঠ্যসূচী অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
- ক) রেজিস্ট্রেশন নম্বর ছাড়া আবেদন ফরম কোনরূপ যােগাযােগ ছাড়াই বাতিল বলে গণ্য হবে। সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষ সকল পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডের নম্বর ও বিষয় কোড সম্পর্কে নিশ্চিত হয়ে ফরম পূরণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
- খ) পরীক্ষার্থীদের প্রয়ােজনীয় ফি Online Banking- এর মাধ্যমে অগ্রণী ব্যাংক লিঃ এর যে কোন শাখায় জমা দিতে হবে। টাকা জমা দেয়ার মূল রশিদ ও আনুষঙ্গিক কাগজপত্রসহ উপরে বর্ণিত সময়সূচি অনুযায়ী ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অফিস চলাকালীন সময়ে জমা দিয়ে রিসিভ কপি সংগ্রহ করতে হবে। অন্যথায় এর দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষ বহন করবেন।
- গ) ব্যাংকে টাকা জমার পর মাদরাসার অধ্যক্ষ টাকা জমা রশিদের বিপরীত পৃষ্ঠায় মাদরাসার সীলমােহরসহ স্বাক্ষর করবেন।
- ঘ) কোন ক্রমেই নগদ টাকা, পে-অর্ডার, পােস্টাল অর্ডার, মানি অর্ডার, সিকিউরিটি ডিপােজিট রিসিট অথবা ট্রেজারী চালান ইত্যাদি বিশ্ববিদ্যালয়ের ফি হিসেবে গ্রহণ করা হবে না।
- ঙ) বিজ্ঞপ্তিতে বর্ণিত তারিখের পর কোন ক্রমেই পরীক্ষার ফি- এর টাকা জমার রশিদ গ্রহণ করা হবে না।
- চ) পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে প্রয়ােজনীয় কাগজপত্র জমা দেয়ার সময় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ অধিভুক্তি নবায়ন কপি এবং গভর্নিং বডির অনুমােদন কপি অবশ্যই জমা দিতে হবে। অন্যথায় পরীক্ষা সংক্রান্ত কোন কাগজপত্র গ্রহণ করা হবে না।
- ছ) অবৈধ রেজিস্ট্রেশন, বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া অবৈধভাবে মাদরাসা বদলি হওয়ার কারণে কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষা -২০১৭ এর জন্য অযােগ্য ও অন্য যে কোন ধরণের অবৈধ ছাত্র-ছাত্রীকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দিলে সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষ দায়ী থাকবেন এবং ঐ সমস্ত পরীক্ষার ফলাফল বাতিল বলে গণ্য হবে।
- জ) বিজ্ঞপ্তিতে উল্লিখিত ২০২১ সালে অনুষ্ঠেয় কামিল মাস্টার্স ( ১ বছর মেয়াদী ) পরীক্ষা -২০১৭ এর পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী সঠিকভাবে অনুসরণ করে প্রয়ােজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মাদরাসা অধ্যক্ষগণকে বিশেষভাবে অনুরােধ করা।
- ঝ) অন-লাইনে ফরম পূরণের www.iau.edu.bd এ কোন সমস্যা হলে হেল্প ডে নং -০১৭০৯৩৮৯০০৭ (আইসিটি শাখা) , ০১৭১৩৫৫৬১৭৮ মােবাইল নম্বরে বা ই – মেইল iau.exam@gmail.com যােগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
- ফাজিল অনার্স ফরম পূরণ বিস্তারিত তথ্য এখানে দেখুন
- কামিল ১ম পর্ব ও ২য় পর্ব পরীক্ষার রুটিন ২০১৯ দেখুন এখান থেকে
১৫,১৬ শিক্ষাবর্ষে ফাযিল পাস ২০১৮। এখন আমি কামিল প্রাইভেট পরিক্ষা দিতে ইচ্ছুক। আমি কোন সালে পরিক্ষা দিতে পারবো।
প্রথমত প্রশ্নের উত্তর আমার জানা ছিল না এবং দ্বিতীয়ত ব্যস্ততা। তাই ঘাটাঘাটি করে উত্তর দিতে দেরি হয়েছে। তাই দুঃখিত!
→আপনি যদি কামিল প্রাইভেটে এখনও ভর্তি না হয়ে থাকেন, তাহলে এবার আপনাকে কামিল প্রাইভেটে ভর্তি তথা রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আগামী বছর কামিল (নিয়মিত) পরীক্ষার্থীদের সাথে আপনি কামিল প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে কামিল প্রাইভেট ১ম পর্বের পরীক্ষা দিতে পারবেন।