কামিল মাস্টার্স ফরম ফিলাপ ২০২২

কামিল মাস্টার্স ফরম ফিলাপ ২০২২ | কামিল মাস্টার্স ফরম পূরণ ২০২২ | kamil masters form fillup 2022

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালে অনুষ্ঠিতব্য (১ বছর মেয়াদি) ২০২০ সালের কামিল মাস্টার্স পরীক্ষার নিয়মিত, অনিয়মিত, রিটেইক এবং মান উন্নয়ন পরীক্ষার্থীদের ফরম পূরণের বিজ্ঞপ্তি ০৩/০৭/২০২২ তারিখে প্রকাশিত হয়েছে। নিম্নে (১ বছর মেয়াদি) কামিল মাস্টার্স পরীক্ষার ফরম পূরণ ২০২২ সংক্রান্ত সকল তথ্য বিস্তারিতভাবে দেওয়া হলো :

kamil masters form fillup - edu masail

কামিল মাস্টার্স পরীক্ষার ফরম ফিলাপ ২০২২

সুপ্রিয় বন্ধুরা! আপনারা এডু মাসাইল (Edu Masail) ওয়েবসাইটের এই পোষ্ট থেকে জানতে পারবেন, ২০২২ সালের কামিল মাস্টার্স পরীক্ষার ফরম সংক্রান্ত বিস্তারিত তথ্যবলি। কামিল মাস্টার্স পরীক্ষার কারা ফরম পূরন করতে পারবে, কিভাবে অনলাইনে আবেদন করবে ও ফরম ফিলাপের ফি, তারিখ সহ বিস্তারিত তথ্যবলি। চলুন শুরু করি :

কামিল মাস্টার্স ফরম ফিলাপ সময় ২০২২

  • ফরম পূরণের সময় :  ১৯/০৭/২০২২ তারিখ হতে ২৪/০৭/২০২২ তারিখ পর্যন্ত।
  • পরীক্ষা ও অন্যান্য ফি ব্যাংকে জমাদানের তারিখ :  ২৫/০৭/২০২২ তারিখ হতে ২৭/০৭/২০২২ তারিখ পর্যন্ত।
  • বিলম্ব সহ ফরম পূরণের সময় : ২৫/০৭/২০২২ তারিখ হতে ৩১/০৭/২০২২ তারিখ পর্যন্ত।
  • বিলম্ব সহ পরীক্ষা ও অন্যান্য ফি ব্যাংকে জমাদানের তারিখ :  ০৩/০৩/২০২১ তারিখ পর্যন্ত।
  • বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কাগজপত্র জমাদানের তারিখ :  –/–/২০২২ তারিখ পর্যন্ত
  • পরীক্ষা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ :  –/–/২০২২

কামিল মাস্টার্স পরীক্ষার ফরম পূরণ যোগ্যতা ২০২২

নিয়মিত : ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) শ্রেণিতে ভর্তি হওয়ার পর যে সকল শিক্ষার্থী রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়েছে তারা ২০২২ সালে অনুষ্ঠিতব্য কামিল মাস্টার্স পরীক্ষা- ২০২০ তে অংশগ্রহণ করতে পারবে।

অনিয়মিত : যে সকল শিক্ষার্থী ২০১৪-২০১৫ এবং ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়েছে কিন্তু কামিল মাস্টার্স পরীক্ষা- ২০১৫ এবং ২০১৬ তে অংশগ্রহণ করতে পারেনি তাদের রেজিস্ট্রেশন এর মেয়াদ থাকা সাপেক্ষে কামিল মাস্টার্স পরীক্ষা- ২০১৭ তে অংশগ্রহণ করতে পারবে।

Retake : যে সকল শিক্ষার্থী ২০১৪-২০১৫ ও ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষা- ২০১৫ এবং ২০১৬ তে অংশগ্রহণ করে কোনাে বিষয়ে F গ্রেড প্রাপ্ত হয়েছে অথবা কোন বিষয় অনুপস্থিত থেকে F গ্রেড প্রাপ্ত হয়েছে, তারা ৫০০/- টাকা ব্যাংকে জমাদন সাপেক্ষে ২০২১ সালের কামিল মাস্টার্স পরীক্ষা- ২০১৭ তে উক্ত বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।  তবে এই সুযােগ পরীক্ষার্থী শুধুমাত্র একবারই পাবে।

মান-উন্নয়ন : যে সকল শিক্ষার্থী ২০১৫-১৬ শিক্ষাবর্ষে কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষা- ২০১৬ তে অংশগ্রহণ করে কোনো বিষয়ে C বা D গ্রেড পেয়েছে, তারা ৫০০/- টাকা ব্যাংকে জমাদান সাপেক্ষে ২০২১ সালের কামিল মাস্টার্স পরীক্ষা তে উক্ত বিষয়ে মান-উন্নয়ন পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবে। তবে এই সুযােগ পরীক্ষার্থী শুধুমাত্র একবারই পাবে।

  1. ফাজিল অনার্স ফরম পূরণ বিস্তারিত তথ্য এখানে দেখুন
  2. কামিল ১ম পর্ব ও ২য় পর্ব পরীক্ষার রুটিন দেখুন এখান থেকে

কামিল মাস্টার্স ফরম ফিলাপ বিজ্ঞপ্তি ২০২২

কামিল মাস্টার্স ফরম ফিলাপ বিজ্ঞপ্তি ২০২২
কামিল মাস্টার্স ফরম ফিলাপ ২০২২

2 thoughts on “কামিল মাস্টার্স ফরম ফিলাপ ২০২২”

  1. ১৫,১৬ শিক্ষাবর্ষে ফাযিল পাস ২০১৮। এখন আমি কামিল প্রাইভেট পরিক্ষা দিতে ইচ্ছুক। আমি কোন সালে পরিক্ষা দিতে পারবো।

  2. প্রথমত প্রশ্নের উত্তর আমার জানা ছিল না এবং দ্বিতীয়ত ব্যস্ততা। তাই ঘাটাঘাটি করে উত্তর দিতে দেরি হয়েছে। তাই দুঃখিত!
    →আপনি যদি কামিল প্রাইভেটে এখনও ভর্তি না হয়ে থাকেন, তাহলে এবার আপনাকে কামিল প্রাইভেটে ভর্তি তথা রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আগামী বছর কামিল (নিয়মিত) পরীক্ষার্থীদের সাথে আপনি কামিল প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে কামিল প্রাইভেট ১ম পর্বের পরীক্ষা দিতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!