ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের সকল ফাযিল ও কামিল মাদরাসায় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে (১ বছর মেয়াদি) কামিল মাস্টার্স (শেষ পর্ব) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি (০৪/০২/২০২১) তারিখে প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিলম্ব ভর্তি প্রক্রিয়া শুরু হবে ০৭/০২/২০২১ তারিখ হতে এবং চলবে ২১/০৩/২০২১ তারিখ পর্যন্ত।নিম্নে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে কামিল মাস্টার্স (শেষ পর্ব) শ্রেণিতে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো :
কামিল মাস্টার্স (শেষ পর্ব) ভর্তি ২০২১
কামিল মাস্টার্স (শেষ পর্ব) ভর্তির যোগ্যতা ২০২১
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে শুধুমাত্র ২০১৯ সালের ফাজিল অনার্স চূড়ান্ত পরীক্ষায় আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে উত্তীর্ণ ছাত্র-ছাত্রী কামিল মাস্টার্স (১ বছর মেয়াদি) শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
- ভর্তির সময়সীমা : ০৭/১২/২০১৯ তারিখ হতে ১৬/০১/২০২০ তারিখ পর্যন্ত
- ফি জমা দেয়ার সময় : ভর্তিকৃত শিক্ষার্থীদের ফি জমা দেওয়ার শেষ সময় ২২/০৩/২০২১
- বিলম্বে ভর্তির সময় : ২২/০৩/২০২১ তারিখ হতে ২৮/০৩/২০২১ তারিখ পর্যন্ত
- বিলম্বে ফি জমা দেয়ার সময় : শিক্ষার্থীদের বিলম্বে ফি জমা দেয়ার শেষ সময় ০১/০৪/২০২১
- অনলাইন রেজিস্ট্রেশনের সময় : ০২/০৫/২০২১ তারিখ হতে ১৬/০৫/২০২১ তারিখ পর্যন্ত
- Final Submit এর সময় : ১৬/০৫/২০২১ তারিখ হতে ১৮/০৫/২০২১ তারিখ পর্যন্ত।
- ক্লাশ শুরু: কামিল মাস্টার্স (১ বছর মেয়াদি) শ্রেণির ক্লাশ শুরু হবে ২৫-০১-২০১৯ তারিখ হতে।
- ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম।
- ফাজিল অনার্সের মূল মার্কশিট বা নম্বরপত্র। ২০১৯ সালের ফাজিল অনার্স পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা মূল মার্কশিটের পরিবর্তে টেবুলেশন শীটের সত্যায়িত কপি দিয়ে ভর্তি হতে পারবে। তবে এ ক্ষেত্রে পরবর্তীতে মূল মার্কশিট বা নম্বরপত্র পাওয়ার পর জমা দিতে হবে।
- মাদরাসার অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত ফাজিল অনার্সের মূল প্রশংসাপত্র।
- সদ্য উঠানাে অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত পাসপাের্ট সাইজের ২ (দুই) কপি (টুপি/ওড়না পরিহিত রঙিন) ছবি।
কামিল মাস্টার্স (শেষ পর্ব) শ্রেণিতে ভর্তি পদ্ধতি:
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে কামিল মাস্টার্স (১ বছর মেয়াদি) শ্রেণিতে ভর্তি হতে, উপরিউক্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ভর্তিচ্ছু মাদরাসায় সরাসরি যেতে হবে। কেননা কামিল মাস্টার্স (শেষ পর্ব) ভর্তি হতে কোনো ভর্তি পরীক্ষা দিতে হয় না। নিম্নে ভর্তি ফি ও রেজিস্ট্রেশন সহ অন্যান্য ফি দেওয়া হলো:
- আবেদন ফরম ফি- ২০০ টাকা
- ভর্তি ফি- ৩০০ টাকা
- রেজিঃ ফি- ৩০০ টাকা
- ক্রীড়া ফি- ৫০/- টাকা এবং
- রোভার স্কাউটস ফি- ২৫/- টাকা।
- সর্বমোট ভর্তি ফি = ৮৭৫৫/- টাকা।
বিলম্ব ফি সহ ভর্তি ফি আসবে
- আবেদন ফরম ফি- ২০০ টাকা
- ভর্তি ফি- ৪০০ টাকা
- রেজিঃ ফি- ৪০০ টাকা
- ক্রীড়া ফি- ৫০/- টাকা এবং
- রোভার স্কাউটস ফি- ২৫/- টাকা।
- সর্বমোট বিলম্ব সহ ভর্তি ফি ১,০৭৫/- টাকা।
উল্লেখ্য উপরে উল্লিখিত ফি’র পরিমাণ ব্যতীত সংশ্লিষ্ট মাদরসার বেতন ও আনুষঙ্গিক অন্যান্য ফি সহ আরও বেশি টাকা লাগতে পারে।