জেডিসি ও জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ – মার্কশীট সহ দেখুন

২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ২ঃ০০ টায় প্রকাশ করা হবে। ওই দিন সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফল হস্তান্তর করবেন। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশ করা হবে।শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান। এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ শিক্ষার্থী অংশ নেয়।



জেডিসি ও জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ দেখার পদ্ধতি:

জেডিসি ও জেএসসি পরীক্ষার ফলাফল দুই ভাবে দেখায যায়। যথাঃ অনলাইন এবং এসএমএস । নিম্নে উভয় পদ্ধতিতে ফলাফল দেখার নিয়মাবলি বর্ণনা করা হলোঃ-


    —–লিংক এক এ ক্লিক করার পর, উপরিউক্ত ছবির মত একটি পেইজ ওপেন হবে। যাইহোক, অনলাইনে লিংক এক থেকে রেজাল্ট দেখতে চাইলে বোর্ড, রোল ও রেজি নম্বর লাগবে।

    লিংক এক হতে ফলাফল দেখার নিয়মঃ

    • প্রথমে উপরে দেওয়া ওয়েবসাইটের লিংকে প্রবেশ করুন। তারপর, রেজাল্ট দেখার যে মেনু আসবে, সেটার উপরের বক্সে/অপশনে ক্লিক করে JDC / JSC সেলেক্ট করুন।
    • তারপর দ্বিতীয় বক্সে/অপশনে ২০১৯ লিখুন। তারপর নিম্নের বক্সে আপনার  বোর্ডের নাম দিন। এরপর নিম্নের বক্সে রোল নাম্বার দিন ।তারপর নিম্নের বক্সে রেজিস্ট্রেশন নাম্বার দিন। 
    • এবং সর্বশেষ অপশনে যোগফল বসান (অর্থাৎ; ঐ বক্সের বাম পাশে যে যোগ অংক দেওয়াখবে, তার উত্তর/সমষ্টি বসাবেন) । সর্বশেষে নিচে দেওয়া submit ক্লিক করুন। বেস তথ্য সঠিক হলে আপনার ফলাফল দেখাবে।

    —–লিংক দুই এ ক্লিক করার পর, উপরিউক্ত ছবির মত একটি পেইজ ওপেন হবে। লিংক দুই থেকে মার্কশীট সহ ফলাফল দেখতে পারবে। যাইহোক, অনলাইনে লিংক দুই থেকে রেজাল্ট দেখতে চাইলে বোর্ড, রোল ও রেজি নম্বর লাগবে। আর সম্পূর্ণ প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে চাইলে সেটার EIN Number লাগবে।

    লিংক দুই হতে ফলাফল দেখার নিয়মঃ

    • প্রথমে উপরে দেওয়া ওয়েবসাইটের লিংকে প্রবেশ করুন। তারপর, রেজাল্ট দেখার যে মেনু আসবে, সেটার উপরের বক্সে/অপশনে ক্লিক করে JDC / JSC সেলেক্ট করুন।
    • তারপর দ্বিতীয় বক্সে/অপশনে ২০১৯ লিখুন। তারপর নিম্নের বক্সে আপনার  বোর্ডের নাম দিন। 
    • এরপর Result Type থেকে Individual Result সিলেক্ট করুন। এটা সিলেক্ট করলে আরও দুটি অপশন আসবে।
    • তারপর  রোল নাম্বার দিন এবং নিম্নের বক্সে রেজিস্ট্রেশন নাম্বার দিন। 
    • এবং এরপর নিম্নের অপশনে ক্যাপচা পূরণ করুন। (অর্থাৎ; ঐ বক্সের বাম পাশে যে ছবি দেওয়াখবে, তার মধ্যে থাকা ছোট / বড় অক্ষরের বর্ণ দেখে দেখে ঐ ক্যাপচার ঘরে বসান)। 
    • সর্বশেষে নিচে দেওয়া submit ক্লিক করুন। বেস তথ্য সঠিক হলে আপনার ফলাফল দেখাবে।

    • SMS এর মাধ্যমে ফলাফল দেখার পদ্ধতি: 
    —SMS এর মাধ্যমে ফলাফল দেখতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নক্তভাবে টাইপ করুন। প্রতি এসএমএস এ চার্জ ২.৫৫ টাকা কেটে নিবে।

    SMS এর মাধ্যমে ফলাফল দেখার পদ্ধতিঃ


    • প্রথমে যে কোন মোবাইল অপারেটর এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে JDC / JSC 
    • এরপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখতে হবে
    • এরপর, একটি স্পেস দিন এবং আপনার রোল নম্বরটি লিখুন
    •  এবার একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার সাল অর্থাৎ 2019 লিখুন
    • এবার মেসেজ টি পাঠাতে হবে 16222 নম্বরে।

    উদাহরনস্বরুপঃ 

    • JSC পরীক্ষার ফল:
    JSC BOARD ROLL YEAR & SEND TO 16222

    Example: JSC DHA 123456 2019 & SEND TO 16222

    • JDC পরীক্ষার ফল:

    JDC MAD ROLL YEAR & SEND TO 16222

    Example: JDC MAD 123456 2019 & SEND TO 16222




    Leave a Comment

    Your email address will not be published. Required fields are marked *

    error: Content is protected !!