ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি ২০১৯-২০২০

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অনার্স বা  স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তির জন্য ৮ টি অনুষদ এর ৩৪ টি বিভাগের ভর্তি পরীক্ষা ৪ টি ইউনিটে অনুষ্টিত হবে। নিম্নে ইউনিট ভিত্তিক বিভাগসমূহ দেওয়া আছে। এবার পোষ্য কোটা ব্যতীত ২৪৬৬ (মূল আসন ২৩০৫ + †কোটা ১৬১) জন শিক্ষার্থী ভর্তি করা হবে এবং এবছর ইবিতে ১২০ নম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিম্নে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষে ভর্তি তথ্য এবং ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যবলী দেওয়া হলোঃ-

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবেদন করার 

যোগ্যতা ২০১৯-২০:

 
২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত দাখিল বা মাধ্যমিক বা সমমান এবং ২০১৮, ২০১৯ সালের আলিম বা উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ইবি’র অধীনে ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষে আবেদন করতে পারবে। 

তবে এক্ষেত্রে আবেদনকারীকে ভর্তিচ্ছু ইউনিটের শর্ত পূরণ বা যোগ্য হতে হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবেদনের 

সময়সীমা:


 ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদনের সময়, ২ সেপ্টেম্বর ২০১৯ তারিখ হতে ১ অক্টোবর ২০১৯ তারিখ পর্যন্ত।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের ফলাফল আজ শনিবার(১৬/১১/২০১৯) সন্ধ্যা ৬ টার দিকে প্রকাশ করা হয়েছে। ফলাফলে পাসের হার ১১ শতাংশ। নিম্নে ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফলাফল দেখার পদ্ধতি দেখুন—

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-উর- রশিদ আসকারীর কাছে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল হস্তান্তর করেন ‘সি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. জাকারিয়া রহমান।

‘সি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. জাকারিয়া রহমান জানান, ‘সি’ ইউনিটে এ বছর ৪৫০টি আসনের বিপরীতে ৮ হাজার ৯৩০জন শিক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশ গ্রহণ করেন ৭ হাজার ৭২৬ জন। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮৩৬ জন শিক্ষর্থী।

C ইউনিটের ফলাফল দেখুন 

এখান থেকে

ফলাফল যেভাবে দেখবেন:

→প্রথমে উক্ত লিংকে গিয়ে Admission results -এ ক্লিক করুন।

→তারপর নিম্নোক্ত ছবির মত একটি পেইজ আসবে, সেখানে প্রথমে ইউনিট দিন। যেমন: C

→তারপর নিচে আপনার রোল নাম্বার দিন।

→এরপর সাবমিট এ ক্লিক করুন।

ফলাফলসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া:

  • c ইউনিটে আবেদনকারীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক/আলিম/সমমান শ্রেণির পঠিত শিক্ষা শাখা/ধারার ঘরটি পূরণ করতে হবে। যেমনঃ পঠিত বিষয়সমূহ Accounting, Finnance and Banking, ব্যবসায় শিক্ষা এবং Marketing থাকলে ব্যবসায় শিক্ষা বা Business Studies এর ঘরে ঠিক দিতে হবে। আর, পঠিত বিষয় অন্যান্য হলে Others এর ঘরে ঠিক দিতে হবে। C ইউনিটের ভর্তি পরীক্ষা দুইটি গ্রুপে যথা Business Studies এবং Others গ্রুপে অনুষ্টিত হবে।
  • উচ্চ মাধ্যমিক/আলিম/সমমান শ্রেণির পাঠ্যক্রম ইংরেজি মাধ্যম হলে বা ভর্তি পরীক্ষার প্রশ্ন ইংরেজি মাধ্যমে হতে চাইলে, আবেদন ফরমের সময় Question Type -এর ঘরটি পূরণ করতে হবে।
  • আবেদন ফরম পূরনের সময় প্রার্থীর কানসহ সম্পূর্ণ মুখমণ্ডল দেখা যায় এমন একটি পাসপোর্ট সাইযের সফট কপি আপলোড করতে হবে। ছবিটি JPG Format এবং ৮০ কিলো বাইটের নিচে হতে হবে।
  • Application ID NO. সম্বলিত ডকুমেন্টোটি প্রিন্ট করে রাখতে হবে। কেননা আবেদন ফি জমা দেওয়া এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের জন্য এটির প্রয়োজন হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক 

ইউনিটে আবেদন করার ন্যূনতম 

যোগ্যতা:



ইউনিট
উচ্চ মাধ্যমিক/
সমমান শ্রেণির শাখা বা ধারা
SSC বা HSC/সমমান পরিক্ষায় পৃথকভাবে ন্যূনতম GPA
(৪র্থ বিষয়সহ)
উভয় পরীক্ষার ন্যূনতম GPA (৪র্থ বিষয়সহ)
A
মানবিক
৩.০০
৬.৫০
ব্যবসায় শিক্ষা
৩.২৫
৬.৭৫
বিজ্ঞান
৩.২৫
৭.০০
কারিগরি শিক্ষা
৩.২৫
৬.৭৫
B
মানবিক
৩.০০
৬.৫০
ব্যবসায় শিক্ষা
৩.২৫
৬.৭৫
বিজ্ঞান
৩.২৫
৭.০০
কারিগরি শিক্ষা
৩.২৫
৬.৭৫
Edited by Tanvir Ahmed, the admin of www.edumasail.com
C
মানবিক  
৩.২৫
৬.৭৫
ব্যবসায় শিক্ষা
৩.২৫
৬.৭৫
বিজ্ঞান
৩.৫০
৭.২৫
কারিগরি শিক্ষা
৩.২৫
৬.৭৫
D
বিজ্ঞান
৩.৫০
৭.৫০
কারিগরি শিক্ষা
৩.৫০ সহ রসায়ন, গণিত এবং পদার্থবিজ্ঞান পঠিত বিষয় থাকতে হবে
৭.৫০

 

ইউনিট ভিত্তিক বিভাগসমূহ ও আসন সংখ্যাঃ

ইউনিট
অনুষদ
বিভাগ বা বিষয়
আসন সংখ্যা
A
থিওলজি এন্ড ইসলামিক স্টাডীজ
আল-কুরআন
৮০
দাওয়াহ
৮০
আল-হাদিস
৮০
B
কলা অনুষদ
আরবী ভাষা ও সাহিত্য
৮০
বাংলা
৮০
ইংরেজি
৮০
ইসলামের ইতিহাস
১০০
ফাইন আর্টস
৩০
সামাজিক বিজ্ঞান
অনুষদ
অর্থনীতি
৭৫
লোক প্রশাসন
৭৫
রাস্ট্রবিজ্ঞান
৭৫
ডেভেলপমেন্ট স্টাডিজ
৭৫
সোস্যাল ওয়েলফেয়ার
৭৫
ফোকলোর স্টাডিজ
৮০
আইন ও শরীয়াহ
আইন
৮০
আল-ফিকহ
৮০
ল’ এন্ড ল্যান্ড ম্যানেজঃ
৮০
Edited by Tanvir Ahmed, the admin of www.edumasail.com
C
ব্যবসায় প্রশাসন
অনুষদ
হিসাব বিজ্ঞান
৭৫
ব্যবস্থাপনা
৭৫
ফিন্যান্স এন্ড ব্যাংকিং
৭৫
মার্কেটিং
৭৫
হিউম্যান রিসোর্স ম্যানঃ
৭৫
ট্যুরিজম এন্ড হসপিটাঃ
৭৫
D
বিজ্ঞান অনুষধদ
গণিত
৫০
পরিসংখ্যান
৫০
এনভায়রনমেন্টাল সায়েন্স
৫০
জিববিজ্ঞান
অনুষদ
ফলিত পুষ্টি ও খাদ্য প্রঃ
৫০
বায়টেকনোলজি
৫০
ফার্মেসি
৫০
ইঞ্জিনিয়ারিং ও
টেকনোলজি
অনুষদ
ইলেক্ট্রেনিক্স এন্ড ইলেক্ট্রঃ
৫০
ফলিত রসায়ন
৫০
কম্পিউটার সায়েন্স
৫০
ICT
৫০
বায়োডেমিক্যাল ইঞ্জিনিঃ
৫০

বি.দ্র. GCE (General Certificate of Education) ও লেভেল (Ordinary Level) পরীক্ষায় কমপক্ষে ৫ টি বিষয়ে এবং এ লেভেল (Advanced Level) পরীক্ষায় কমপক্ষে ২ টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। এবং উভয় লেভেলের ৭ টি বিষয়ের মধ্যে ৪ টি বিষয়ে কমপক্ষে B গ্রেড এবং ৩ টি বিষয়ে C গ্রেড থাকতে হবে।

  •  ভর্তি পরীক্ষা পদ্ধতি ও মানবন্টন: এ বছর ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতিতে ৬০ নম্বর, লিখিত ২০ নম্বর এবং এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে (২০+২০) ৪০ নম্বর।

 ভর্তি পরীক্ষার সময়সূচী  

 
 

 

২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে

২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি নির্দেশিকা দেখুন এখান থেকেএছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যদি
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) ছাড়াও এই ওয়েবসাইট থেকেও জানা যাবে।





Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!