অনার্স প্রফেশনাল ভর্তি ২০২৩ (বিস্তারিত তথ্য)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রফেশনাল ভর্তি ২০২৩ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অনার্স প্রফেশনাল ভর্তির খুঁটিনাটি সকল তথ্য জানতে নিচের দিকে ক্রল করে যান।

যারা সাধারণ অনার্সে ভর্তি হতে পার নি অথবা যারা শক্তিশালী ক্যারিয়ার গড়তে চাও তাদের জন্যই অনার্স প্রফেশনালে ভর্তির সুবর্ণ সুযোগ রয়েছে। তাই কেউ অনার্সে পড়তে চাইলে নির্ধারিত সময়ে অনার্স প্রফেশনালে আবেদন করে ফেলবেন। বিজ্ঞপ্তি একেবারে নিম্নে দেখুন :

আবেদন শুরু১২ জুলাই ২০২৩ হতে
আবেদন চলবে৩০ জুলাই ২০২৩ পর্যন্ত

অনার্স প্রফেশনাল কোর্স কি এবং কেন?

অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত জাতীয় বিশ্ববিদ্যালয়েও প্রফেশনাল কোর্স চালু আছে। মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স কে ভেঙ্গে দুটি করা হয়েছে। যথা সাধারণ অনার্স ও প্রফেশনাল অনার্স। একই সাথে উভয়ের বিষয়ও আলাদা। অনার্স প্রফেশনালে ০৬ টি অনুষদের অধীনে ১৩ টি বিষয় রয়েছে। এটি সম্পূর্ণ (ইংলিশ ভার্সন) ইংরেজি মাধ্যম।

অনার্স প্রফেশনালের সার্টিফিকেটের মান (ডিমান্ড) খুব ভালো। পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরই অনার্স প্রফেশনালের ডিমান্ড রয়েছে। তাছাড়া কোর্স শেষ করার পর ০৩ মাসের ইন্টার্ণশীপ করার সুবিধা রয়েছে, যার ফলে চাকুরী বাজারে প্রবেশের আগেই চাকুরী সম্পর্কিত বাস্তব জ্ঞান লাভ করা যায়। আর ইংরেজি মাধ্যমে পঠিত হবার কারনে ইংরেজিতে সাবলিল ভাব থাকে, ফলে বিভিন্ন মাল্টি ন্যাশনাল জবে এগিয়ে থাকা যায়।

অনার্স প্রফেশনাল ১ম মেধাতালিকার ফলাফল

অনার্স প্রফেশনাল ভর্তি পদ্ধতি

এক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তি হতে হলে সর্বপ্রথম আবেদন করার যোগ্য হতে হবে। দুই : একজন যোগ্য প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে পরিপূর্ণভাবে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে। তিন : প্রাথমিক আবেদনের পর ১ম মেধাতালিকার ফলাফল প্রকাশ হবে। চার : ১ম মেধাতালিকায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে চূড়ান্ত ভর্তির ফরম পূরণ করতে হবে।

পাচ : ভর্তি ফরম পূরণ করা শেষ হলে আলাদাভাবে ভর্তি ফি প্রদান করতে হবে। ছয় : ফি প্রদান করার পর উক্ত ফরমের উপরে RB number এবং সাক্ষরের জায়গায় সাক্ষর দিতে হবে। সাত : এসব করা হয়ে গেলে সংশ্লিষ্ট কলেজে উক্ত ফরম সহ প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে।

  • ক) প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরী করে প্রার্থীদের পছন্দক্রম অনুযায়ী ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে কোর্স বরাদ্দ দেয়া হবে।
  • খ) একই প্রতিষ্ঠান/কলেজে একই কোর্সে দুই বা ততােধিক আবেদনকারীর মেধাক্রম এক হলে সেক্ষেত্রে পর্যায়ক্রমে এ সকল আবেদনকারীর) ৪র্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যথাক্রমে ৪০ % ও ৬০ % ii ) প্রয়ােজন হলে SSC ও HSC পরীক্ষার মােট প্রাপ্ত নম্বরের যথাক্রমে ৪০ % ও ৬০ % iii ) এর পরেও যদি দুই বা ততােধিক আবেদনকারীর মেধাক্রম এক হয়, তা হলে যার বয়স কম হবে। তাকে অগ্রাধিকার দিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে।
  • গ ) এ ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা , শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা, বিশেষ কোটা এবং রিলিজ স্লিপ এর (প্রয়ােজনে একাধিকবার তবে দুইয়ের অধিক নয়) মাধ্যমে সম্পন্ন করা হবে।

অনার্স প্রফেশনাল ভর্তি যোগ্যতা

(১) বাংলাদেশে স্বীকৃত যেকোনো শিক্ষা বোর্ড অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মানবিক শাখা থেকে ২০১৮/২০১৯/২০২০ সালের SSC বা সমমান এবং ২০২০/২০২১/২০২২ সালের HSC বা সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) কমপক্ষে জিপিএ ২.৫০ পয়েন্ট প্রাপ্ত শিক্ষার্থীরা অনার্স প্রফেশনালে আবেদন করতে পারবে।

(২) বাংলাদেশে স্বীকৃত যেকোনো শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০১৮/২০১৯/২০২০ সালের SSC বা সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) জিপিএ ৩.০০ প্রাপ্ত এবং ২০২০/২০২১/২০২২ সালের HSC বা সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) কমপক্ষে জিপিএ ২.৫০ প্রাপ্ত শিক্ষার্থীরা অনার্স প্রফেশনালে আবেদন করতে পারবে।

৩) আবেদনকারীর HSC / সমমান শ্রেণির পঠিত বিষয়সমূহ থেকে ভর্তি যোগ্য (Eligible) বিষয় নির্ধারন করা হবে। উক্ত পঠিত বিষয়ে (২০০ নম্বরের মধ্যে) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.০০ থাকতে হবে।

শাখা / গ্রুপএসএসসি ২০১৮-২০২০এইচএসসি ২০২০-২০২২
মানবিক2.50 2.50
ব্যবসায় শিক্ষা3.00 2.50
বিজ্ঞান3.00 2.50

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের শুধুমাত্র ১)HSC ভোকেশনাল ২)HSC (বিজনেস ম্যানেজমেন্ট) ৩)ডিপ্লোমা-ইন-কমার্স কোর্স থেকে উত্তীর্ণ প্রার্থীরা, উপরিউক্ত শর্ত সাপেক্ষে এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে।

বিদেশী সার্টিফিকেটধারী আবেদনকারীদের ক্ষেত্রেও বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড কর্তৃক তাদের অর্জিত SSC ও HSC পর্যায়ের নম্বর পত্রের সমতা নিরুপণ করা হলে, তারাও ভর্তির জন্য প্রাথমিক আবেদন করতে পারবে। তবে, এক্ষেত্রে আবেদনকারীকে ভর্তি নির্দেশিকার সকল শর্ত পূরণ করতে হবে।

অনার্স প্রফেশনাল ভর্তির আবেদন ফি ও কলেজ চয়েজ

অনার্স প্রফেশনাল ১ম বর্ষে ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন ফি ৩০০/- টাকা। বি.দ্র. আবেদন ফরমে কোনো ভুল থাকলে, আবেদনকারী তা Cancel করে নতুন করে আবেদন করতে পারবে। তবে ১ বারের বেশি Cancel করা যাবেনা। আর, কলেজ কর্তৃক আবেদন ফরমটি নিশ্চিত হলে, তা আর Cancel করা যাবে না। অন্যদিকে প্রার্থী / আবেদনকারী শুধুমাত্র ১টি কলেজে আবেদন করতে পারবে।

অনার্স প্রফেশনাল ভর্তির বিষয় ও বিষয় ভিত্তিক ন্যূনতম যোগ্যতা

অনার্স প্রফেশনাল ভর্তির বিষয় ও বিষয় ভিত্তিক ন্যূনতম যোগ্যতা
অনার্স প্রফেশনাল ভর্তির বিষয় ও বিষয় ভিত্তিক ন্যূনতম যোগ্যতা

অনার্স প্রফেশনাল ভর্তির আবেদন নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রফেশনাল ১ম বর্ষে ভর্তির প্রাথমিক আবেদন পাচটি ধাপে সম্পন্ন করতে হয়। আবেদন করার আগে নিম্নোক্ত কাগজপত্র বা তথ্যাদি সাথে রাখুন। প্রাথমিক আবেদন করতে যা যা লাগবে নিম্নরুপ :

  • SSC বা সমমান পরীক্ষার রোল নম্বর।
  • SSC বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর।
  • HSC বা সমমান পরীক্ষার রোল নম্বর।
  • HSC বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর।
  • এক কপি পাসপোর্ট সাইয রঙ্গিন ছবি।
  • একটি ইমেইল এড্রেস ও একটি মোবাইল নম্বর।

অনার্স ১ম বর্ষে ভর্তির জন্য প্রাথমিক আবেদন করতে এখানে ক্লিক করুন . এবার SSC ও HSC পরীক্ষার রোল নম্বর, রেজিঃ নম্বর, বোর্ড ও পাসের সন দিয়ে Next বাটনে ক্লিক করুন।

ফরমটি প্রিন্ট করার পর আবেদনকারী ফরমটিতে সাক্ষর দিয়ে নিম্নোক্ত কাগজপত্রসহ আবেদন ফি বাবত ৩০০ টাকা দিয়ে ভর্তিচ্ছু কলেজে জমা দিতে হবে। জমা দেওয়ার পর যদি আপনার মোবাইলে মেসেজ আসে যে, ফরমটি জমা (সাবমিট) হয়েছে। তাহলে এই পর্যায়ে প্রথমিক আবেদন করা শেষ হলো।

আর, যদি না আসে তাহলে কলেজের সাথে যোগাযোগ করতে হবে অথবা এই লিংক থেকেও জানতে পারবেন।

আবেদনকারীকে এবার শুধু কলেজ কর্তৃক নির্ধারিত মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। কোনো কাগজপত্র কলেজে জমা দিতে হবে না। আবেদন ফি বাবত ৩০০/- টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। 

প্রাথমিক আবেদন করার পর করণীয়

 আবেদন ফরম জমা দেওয়ার কয়েকদিনের মধ্যে আবেদনকারীকে তার মোবাইল নম্বরে ফলাফল জানিয়ে দেওয়া হবে। আবেদনকারী ভর্তির জন্য নির্বাচিত হলে, সংশ্লিষ্ট কলেজ আবেদনকারীর প্রাথমিক আবেদন Online -এ নিশ্চায়ন করবে। তবে সে সকল আবেদনকারীর মোবাইল নম্বরে SMS -এর মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য যে, প্রাথমিক আবেদন নিশ্চায়ন ব্যতীত কোন প্রার্থীই ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না। কলেজে আবেদন পত্র জমা দেওয়ার পরে প্রার্থী তার মোবাইল ফোনে SMS না পেলে বুঝতে হবে যে, তার আবেদন ফরম কলেজ কর্তৃক নিশ্চায়ন করা হয়নি। এক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে নতুবা অনার্সে ভর্তি হতে পারবে না। 

কলেজ কর্তৃক আবেদন নিশ্চায়ন হয়েছে কিনা জানবেন যেভাবে

অনার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদন করে কলেজে ফরম জমা দেওয়ার পর, SMS না আসলে, যেভাবে জানতে পারবেন তা কলেজে জমা হয়েছে। তা দেখতে এখানে ক্লিক করুন

অনার্স প্রফেশনাল ভর্তি খরচ ২০২২

প্রফেশনাল অনার্স শুধুমাত্র বেসরকারি ও প্রাইভেট প্রতিষ্ঠানে করা যায় এবং কোর্স ভেদে এর ব্যায় বহুল।সাধারণত ১,৩০,০০০ টাকা হতে ৪,৮০,০০০ টাকা পর্যন্ত খরচ হবে, যা নির্ভর করে কোর্স ও প্রতিষ্ঠানের উপর। নিম্নে শুধু BBA প্রোগ্রামের (ফরম ফিলাপের ফি ছাড়া) খরচ নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা আরও চাইলে কমেন্টে বলবেন। পরে আরও দিব। ইন-শা-আল্লাহ!

BBA Programme

InstitutionsAdmissionPer monthPer SemesterTotal Cost
Dhaka commerce college16,78514,0002,25,000
Dhaka city college21,00022,0002,64,000
Institute of science and technology10,000300080002,30,000
Institute of science, trade and technology10,500200080001,70,500
Lalmatia Mohila College15,42015,1701,24,000
Shaikh burhanuddin post graduate college15,00022,5001,95,000
Tejgaon College dhaka15,00020002,00,000

অনার্স প্রফেশনাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

অনার্স প্রফেশনাল ভর্তি ২০২৩ (1)

অনার্স প্রফেশনাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

অনার্স প্রফেশনাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

ভর্তি হতে যেসব কাগজপত্র লাগবে

  1. অললাইন থেকে মূল আবেদন ফরম– ২ কপি (অবশ্যই A4 অফসেট সাদা কাগজে কালার প্রিন্ট করতে হবে) একটি কলেজ কপি আর অন্যটি স্টুডেন্ট কপি।
  2. পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)। 
  3. SSC বা সমমান ও HSC বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র বা মার্কশিট -১টি করে ২ টি।
  4. SSC বা সমমান ও HSC বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি – ১ করে ২ কপি।
  5. পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র। (২০১৮ সালে এইচএসসি পাশ করছে শুধু তাদের জন্য প্রযোজ্য)
  6. কোটার সনদপত্র যারা মুক্তিযোদ্ধা, পোষ্য কোটায় আবেদন করছেন তাদের জন্য প্রযোজ্য।

অনার্স প্রফেশনাল চূড়ান্ত ভর্তি

অনার্স প্রফেশনাল চূড়ান্ত ভর্তি পদ্ধতি এখানে ক্লিক করে নিচের দিকে দেখুন।

আরও পড়ুন

46 thoughts on “অনার্স প্রফেশনাল ভর্তি ২০২৩ (বিস্তারিত তথ্য)”

  1. Rahmatullah

    আমার এসএসসি পাশের বছর ২০১৬ এবং এইচএসসি ২০২০ মানবিক বিভাগ, পয়েন্ট ৮.১৩ / আমি প্রফেশনাল অনার্স কোর্সে (বিবিএ) ভর্তি হতে ইচ্ছুক। যেহেতু একটি মাত্র কলেজে অ্যাপ্লাই করা যাবে, সেহেতু একটু ভয় থেকেই যায় ভর্তি যোগ্য বলে বিবেচ্য হবো কিনা। তাই একটা প্রশ্ন, কোন কলেজে অ্যপ্লাই করলে ভর্তি যোগ্য এবং মান সম্মত কোর্স নিশ্চিত পেতে পারি?

    1. আপনি শহর কেন্দ্রিক কোনো কলেজে নিশ্চিত আবেদন করতে পারবেন। ইন-শা-আল্লাহ! ৯৯% চান্স পাবেন।

      1. রাইসা

        আমার এসএসসি 2016 বিজ্ঞান থেকে এবং এইচএসসি 2021. মানবিক থেকে আমি কি অনার্স প্রফেশনাল কোর্স করতে পারবো?

        1. cse কোর্সের খরচ কত হবে বলবেন একটু প্লিজ।

          1. কলেজ ভেদে ভিন্ন। তবে রেঞ্জ টা হচ্ছে ১ লক্ষ ৮০ থেকে ২ লক্ষ ৫০ (শুধু একাডেমিক খরচ)

      2. মাহি

        ২০১৮ সালে প্রফেশনাল কোর্স শেষ করি। আমাদের রেজাল্ট আগে অনলাইনে পাওয়া গেলেও এখন আর পাওয়া যাচ্ছে না কেন? এক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে রেজাল্ট বা সার্টিফিকেট ভেরিফিকেশন কিভাবে হবে?

  2. অনার্স প্রফেশনাল ভর্তি 2021 আবেদনের সময় কি শেষ?

    1. না, এখনও দেয় নাই। অনার্স ১ম মেধাতালিকা প্রকাশের সাথে সাথে হয়তো দিয়ে দিবে।

      1. sirojum munira

        প্রফেশনা কোর্সে আবেদন ডেট কি শেষ?

        1. না, এখনও আবেদন শুরু হয়নি। অনার্স ১ম মেধাতালিকা প্রকাশের দুই-এক দিন আগ-পিছে শুরু হতে পারে।

          1. আমি ইংলিস মিডিয়ামের ছাত্র না তাই ইংলিশে বেশী দক্ষ না দক্ষ হতে কয়েক মাস সময় লাগবে আমার মোট জিপিএ ৯.৮৩ আমার আবেদন করা কী ঠিক হবে?

            1. দেখেন ভালো কোনোকিছু করতে হলে অবশ্যই পরিশ্রমের দরকার। আর আপনার যেহেতু পয়েন্ট ভালো আছে। তাই এটা বুঝা যায় আপনি ভালো ছাত্র। তবে ইংরেজিতে তেমন দক্ষ না এই আর কি কিন্তু আপনি চাইলে অসাধ্য কে সাধন করতে পারেন। আর পরিণামে পাবেন উজ্জ্বল ভবিষ্যৎ। এখন আপনি নিজেকে প্রশ্ন করুন কি করবেন? আর হ্যা, আপনি যদি IELTS করে ফেলেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। তো সবেশেষে বলি আপনি পড়াশুনা করে যদি ভালো কিছু করতে চান তাহলে আবেদন করুন। অবশ্য খরচ লাগবে বেশি।

  3. sirojum munira

    আমি ২০১৬ এসএসসি এবং ২০২০ এইচএসসি পাশ করেছি বিজ্ঞান বিভাগ থেকে ২ টায় মোট পয়েন্ট ৭.৮৯ আমি কি প্রফশনাল কোর্সে ভর্তি হতে পারবো?

        1. হ্যা, মোটামোটি। তবে সাবজেক্ট আলাদা। তবে ভালো ভালো সাবজেক্ট আছে। এটাকে যদি ডিপ্লোমা বলি মন্দ হবে না। কারন এখানে কারিগরি সাবজেক্ট থাকে আর এটাতে স্নাতক সম্মান এর মান থাকবে।

          1. একই বর্ষের কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তা বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে বিষয়টি যদি বুঝিয়ে বলতেন ? আমি ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি একটি পলিটেকনিকে ডিপ্লোমা জন্য ভর্তি হয়ে আছি এটার জন্য কি কোনো সমস্যা হতে পারে?

            1. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেকোনো দুই কোর্সে ভর্তি হলে তাকে দ্বৈত বলে। পলিটেকনিক যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনোকিছু না, তাই কোনো সমস্যা হবে না।

      1. শরীফ

        আমি এসএসসি দিয়েছি ২০১৫ তে এইসএসসি দিয়েছি ২০১৮ তে আমি কি আবেদন করতে পারব?

        1. উফ! অল্পের জন্য। এসএসসি পাশ ২০১৬ হলে পারতেন। আপনি এবার সাধারণ ডিগ্রিতেও আবেদন করতে পারবেন না। তবে ডিগ্রি প্রাইভেটে আবেদন করতে পারবেন।

      2. প্রাইভেটের চেয়ে যেহেতু কম খরচে সি এস ই বা ই সি ই পড়া যাবে তাহলে এখানে প্রতিযোগিতা বেশী হওয়ার কথা না আর যদি না হয় তার মানে কী লেখাপড়ার মান খারাপ
        একটু বিস্তারিত বলবেন

        1. যতটুকু ঘাটাঘাটি করে বুঝলাম তা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোর্স করলে মান সবচেয়ে বেশি তা হচ্ছে অনার্স প্রফেশনাল কোর্স। তাছাড়া চাকরির বেলায় যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনার্স প্রফেশনাল কোর্স এর স্থান রয়েছে। তাছাড়া এই কোর্স করলে বিদেশে এর মান অনেক আছে।
          আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রফেশনাল কোর্স করলে তুলনামূলক খরচ কম হবে। কারন আপনি যদি অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি যেমন ঢাকা বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ঐ একই কোর্স করেন, তাহলে দেড় লাখ থেকে ৪ লাখ পর্যন্ত লাগতে পারে। সেই হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এত টাকা লাগবে না। ১ লাখের মধ্যেই কাভার হয়ে যাবে আশাকরি।

          আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কোনো কলেজে যেহেতু অনার্স প্রফেশনাল কোর্স চালু নেই, তাই পড়ার মান ভালো থাকবে। কারন আমরা সবাই জানি যে বেসরকারি কলেজে পড়ার মান ভালো। এই তো! আরও বিস্তারিত জানতে গুগলে খুজলেই পাবেন।

  4. আচ্ছা আমি যদি এখানে ভর্তি হই তারপর যদি আমার ভালো কোনো ভার্সিটিতে চান্স হয় তখন ভর্তি বাতিল করাতে খরচ কত পড়বে জানলে একটু সাহায্য করিয়েন ভাইয়া।

    1. জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরকারি কলেজে ভর্তি বাতিল করাতে ৭০০-১০০০ টাকার মত লাগে। কিন্তু অনার্স প্রফেশনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হলেও বেসরকারি, তাই আরও বেশি লাগতে পারে। তবে ভর্তি ফির চেয়ে কম লাগবে তা সহজে অনুমেয়।

      1. অনন্যা

        ভাইয়া, মানবিক শাখায় থেকে পড়ে কেউ যদি প্রফেশনাল অনার্স করতে চায় সেক্ষেত্রে সে কি করতে পারবে? আর কি কি বিষয় নিয়ে প্রফেশনাল অনার্স পড়া যেতে মানবিক শাখার শিক্ষার্থী হয়ে এবং কোনো শিক্ষার্থী যদি মানবিক শাখার হয়েও কমার্স এর বিষয় গুলোর যেকোনো একটিতে প্রফেশনাল অনার্স কোর্সটা করতে চায় তাহলে কি সেটা করতে পারবে? আর ভাইয়া, অনার্স ও প্রফেশনাল অনার্স কোর্সে কেউ যদি দুটোতেই আবেদন করতে চায় তাহলে কি করা যাবে সেটা?? ভাইয়া আমাকে একটু বুঝিয়ে বলেন

        1. .১) হ্যা, মানবিক শাখা থেকে কেউ যদি প্রফেশনাল অনার্স করতে চায় তাহলে অবশ্যই পারবে। এমনকি কমার্সের বিষয়েও পড়তে পারবে। ২) আর যে যে বিষয় নিয়ে অনার্স প্রফেশনালে পড়া যাবে তা পোষ্টের মধ্যে ন্যূনতম যোগ্যতা সহ দেয়া আছে। ৩) হ্যা, অনার্স ও প্রফেশনাল অনার্স কোর্সে কেউ যদি দুটোতেই আবেদন করতে চায় তাহলে করতে পারবে। তবে যেকোনো একটিতে ভর্তি হতে পারবে। তবে এখন অনার্সে ভর্তি হয়ে গেলে, পরে অনার্স প্রফেশনালে ভর্তি হতে চাইলে, আগের ভর্তি বাতিল করতে হবে।

          1. অনন্যা

            প্রফেশনাল অনার্সে কি সব সাবজেক্টই ইংরেজিতে পড়ানো হয়ে থাকে? আর কোনো শিক্ষার্থী প্রফেশনাল অনার্স পড়তে ইচ্ছুক কিন্তূ ইংলিশে মোটামুটি ভালো তাহলে কি পড়তে পারবে?

            1. হ্যা, সব কোর্স ইংরেজিতে। আর ইংরেজিতে একটু দুর্বল হলেও সমস্যা নেই। তবে সে জন্য IELTS টাও করে নিবে।

  5. এখন কি সু্যোগ রয়েছে পড়বার? প্লিজ জানাবেন।

  6. Asmaul Husna

    অনার্স প্রফেশনাল কোর্স এর রিলিজ স্লিপ আবেদন কি শুরু হয়েছে? কোনো ওয়েবসাইটে এ তো দেখতে পাচ্ছি না। কিভাবে ইনফরমেশন পেতে পারি?

      1. রিয়াজুল হক ইফতি

        ভাইয়া 2017 তে এসএসসি তে 4.00 এবং এইচএসসি 2020 সালে 4.80 এখন আমি কি 2022 সালে প্রফেশনাল অনার্স করার জন্য আবেদন করতে পারব?

  7. তেজগাঁও কলেজে সিএসসি করতে কত খরচ হবে?

  8. ভাইয়া প্রফেশনাল অনার্স করতে গেলে ভর্তি হতে কত টাকা লাগবে আর কোর্স শেষ করতে কত টাকা লাগবে প্লিজ বলেন?

    1. দুঃখিত! দেরীতে উত্তর দেয়ার জন্য, আসলে খরচের ব্যাপারটা কোর্স আর কলেজের উপর নির্ভর করে। তাও পোষ্টে বলা হয়েছে দেখে নিন

  9. sahida akter

    ভর্তি ফি ৩০০/- কীভাবে জমা দিতে হবে? (চট্টগ্রাম বিজিএমইএ ইনস্টিটিউট)

    1. উক্ত কলেজের অনার্স প্রফেশনাল ভর্তির নোটিশ খুজে বের করুন। সেখানেই দেখতে পারবেন কিভাবে ফি জমা দিতে হবে। কারন একেক কলেজের নিয়ম একেক রকম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!