অনার্স ২য় রিলিজ স্লিপ আবেদন ২০২৪ চলছে….

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ২য় রিলিজ স্লিপ আবেদন ২০২৪ শুরু হয়েছে। আপনি কি অনার্স ভর্তির ১ম রিলিজ স্লিপে চান্স পান নি? যদি তাই হয় তাহলে আপনার জন্য রয়েছে অনার্স ভর্তি সর্বশেষ ভর্তি কার্যক্রম তথা ২য় রিলিজ স্লিপে আবেদন করার সূবর্ণ সুযোগ।

কেননা আপনি অনার্স ২য় রিলিজ স্লিপ আবেদন ২০২৪ এ আবার নতুন করে দেশের যেকোনো ৫টি কলেজে (আসন খালি থাকা সাপেক্ষে) আবেদন করতে পারবেন। তো জাতীয় বিশ্ববিদ্যালয় ২য় রিলিজ স্লিপ ২০২৪ সংক্রান্ত বিস্তারিত তথ্য এখানে আমরা আলোচনা করব।

ডিগ্রি ভর্তি তথ্য

অনার্স ২য় রিলিজ স্লিপ আবেদন কবে শুরু ২০২৪

২য় পর্যায়ে আবেদনের প্লে-স্লিপ জমাদান১৮ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত
২য় রিলিজ স্লিপে আবেদন শুরু১১ সেপ্টেম্বর ২০২৪ হতে
২য় রিলিজ স্লিপে আবেদন শেষ২৩ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত
২য় রিলিজ স্লিপের ফলাফলঅনার্স ২য় রিলিজ স্লিপে ভর্তি ফলাফল

অনার্স ২য় রিলিজ স্লিপ আবেদন ২০২৪ যোগ্যতা

  • ২য় পর্যায়ে যারা আবেদন করেছেন এবং নিশ্চায়ন করেছে্ন।
  • যারা পূর্বে কোনো মেধাতালিকায় স্থান পান নি।
  • অথবা যারা স্থান পেয়েও কোনো মেধাতালিকায় ভর্তি হন নি।
  • অথবা যারা ভর্তি হয়ে ভর্তি বাতিল করেছেন।
  • তবে কলেজ কারোর প্রাথমিক আবেদন নিশ্চায়ন না করলে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।

যেভাবে ২য় রিলিজ স্লিপে চান্স হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ২য় রিলিজ স্লিপ আবেদন ২০২৪ করার আগে অবশ্যই এটা মনে রাখতে হবে যে, ২য় রিলিজ স্লিপ হচ্ছে অনার্স ভর্তির সর্বশেষ ভর্তি কার্যক্রম। কেননা এরপর অনার্সে ভর্তি হওয়ার আর কোনো সুযোগ নেই। সুতরাং আবেদন করার সময় খুভ সতর্কতা অবলম্বন করতে হবে। এবার আসো জেনে নেই ১ম রিলিজ স্লিপে চান্স না পেলে অথবা কোনো মেধাতালিকায় চান্স না পেলে যা করবেন।

আপনার পয়েন্ট যদি ৯.০০ এর উপরে থাকে তাহলে শহরের কলেজে আবেদন করতে পারেন। তবে এ ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে সিট সংখ্যা কেমন খালি আছে এবং (শহরের) কতটি কলেজে আবেদন করতে চাচ্ছেন? তাও আবার সরকারি কলেজ নাকি বেসরকারি কলেজ? এখন মনে করুন আপনি শহরের ৭ টি সরকারি কলেজে আবেদন করার সুযোগ পেলেন আবার প্রতিটি কলেজের সিট সংখ্যাও ৫ বা ৩ এর অধিক নয়। তখন আপনি কি করবেন?

এমতাবস্থায় আপনি আপনার পছন্দের ও বেশি সিট খালি আছে এমন ৩টি শহরের সরকারি কলেজে আবেদন করবেন। তারপর বাকি দুটি কলেজ শহরের বেসরকারি কলেজ অথবা উপজেলা কেন্দ্রিক কোনো কলেজে আবেদন করবেন। আপনি চাইলে শহরের ২ টি আর উপজেলার ৩টি কলেজেও আবেদন করতে পারেন। তবে গ্রুপ পরিবর্তন করে আবেদন করতে চাইলে শহরের সরকারি কলেজে আবেদন করা যাবে না।

আর আপনার পয়েন্ট যদি ৮.০০ এর উপরে থাকে তাহলেও শহরের কলেজে আবেদন করতে পারেন। তবে ২ এর অধিক শহরের সরকারি কলেজে আবেদন করতে পারবেন না। আর অবশ্যই ২-৩ সিট খালি থাকা কলেজে আবেদন করবেন না। অর্থাৎ ১ম ও ২য় চয়েজে শহরের সরকারি কলেজ দিলেও এ ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে সিট সংখ্যা কত খালি আছে? তবে আপনি চাইলে এই পয়েন্ট দিয়ে শহরের ৫ টি বেসরকারি কলেজে আবেদন করতে পারবেন।

আর আপনার পয়েন্ট যদি ৭.০০ এর উপরে থাকে তাহলে শহরের কলেজে আবেদন করতে পারবেন না। তবে ২ টি শহরের বেসরকারি কলেজে আবেদন করতে পারবেন। অবশ্যই ২-৩ সিট খালি থাকা কলেজে আবেদন করবেন। আর ৭ পয়েন্ট এর নিচে হলে কখনও শহরের কোনো কলেজে আবেদন করতে যাবেন না। এইভাবে আপনারা ভালো করে হিসাব নিকাশ করে আবেদন করবেন, যদি আপনি ভালো কলেজ ও শহরে পড়তে চান।

অনার্স ২য় রিলিজ স্লিপ আবেদন ২০২৪ সংক্রান্ত প্রশ্নোত্তর

  • ০১) প্রশ্ন:- ২য় রিলিজ স্লিপের মাধ্যমে কি পূর্বের কলেজে পূনরায় আবেদন করা যাবে?
  • →উত্তর:  হ্যাঁ, আবেদন করা যাবে। আপনি পূর্বের কলেজ সহ মােট ৫টি কলেজে নতুন করে বিষয় নির্বাচন করে আবেদন করতে পারবেন।
  • ২) প্রশ্ন:- কোন পাচটি কলেজ নির্বাচন করতে হবে?
  • →উত্তরঃ আপনার পছন্দ অনুযায়ী বাংলাদেশের যে কোন প্রান্তের সর্বোচ্চ পাচটি কলেজ নির্বাচন করতে পারবেন।
  • ৩) প্রশ্ন:- রিলিজ স্লিপে আবেদনের সময় বেসরকারি কোন কলেজ চয়েজ দেওয়া যাবে?
  • →উত্তরঃ হ্যা, আপনি সরকারি-বেসরকারি মিলিয়ে মােট ৫টা (সর্বোচ্চ) কলেজ নির্বাচন করতে পারেন।
  • ৪) প্রশ্ন:- অনার্স ২য় রিলিজ স্লিপ আবেদন ২০২৪ করার জন্য কি কি লাগবে?
  • →উত্তর: শুধু রােল নম্বর ও পিন নম্বর লাগবে।
  • ৫) প্রশ্ন:- ২য় রিলিজ স্লিপে আবেদন করতে কোনো ফি বা ফরম জমা দিতে হবে?
  • →উত্তরঃ না, আবেদন করতে কোনো দি দেওয়া লাগবে না এবং আবেদন করার পর কোথাও ফরমও জমা দিতে হবে না।
  • ৬) প্রশ্ন:- কোন কলেজে কোন বিষয়ে কতগুলাে সিট আসন খালি আছে তা কিভাবে জানবাে?
  • →উত্তরঃ যখন অনলাইনে রিলিজ স্লিপ ফরম পূরণ করবেন, তখন কলেজের নাম সিলেক্ট করার সাথে সাথে, ডান পাশের বক্সে বিষয়সহ কয়টা করে আসন খালি আছে, তা দেখাবে।
  • ৮) প্রশ্ন: রিলিজ স্লিপের মাধ্যমে যে বিষয় পাবাে তা কি পরিবর্তন করা যাবে?
  • →উত্তরঃ না, রিলিজ স্লিপে যে বিষয় পাবেন, সে বিষয়েই আপনাকে ভর্তি হতে হবে।
  • ৯) প্রশ্ন:- ২য় রিলিজ স্লিপের ফলাফল কখন প্রকাশিত হয়?
  • →উত্তরঃ অনলাইনে আবেদন শেষ হওয়ার এক সপ্তাহ এর মধ্যেই রিলিজ স্লিপের ফলাফল প্রকাশিত হয়।
  • ১০) প্রশ্ন:- ২য় রিলিজ স্লিপের আবেদন সংশোধন বা বাতিল করা যাবে?
  • →উত্তরঃ হ্যা, যাবে। তবে সর্বোচ্চ একবার। আবেদন বাতিল বা সংশোধন করার নিয়ম নিম্নে দেখুন।

অনার্স ২য় রিলিজ স্লিপ আবেদন ২০২৪ করার নিয়ম

♥→প্রার্থী নিজেই ঘরে বসে অনার্স ২য় রিলিজ স্লিপ আবেদন ২০২৪ করতে পারবে। এ জন্য তাকে যেমন কোথাও যেতে হবে না, তেমনি আবেদন করার পর কলেজে কোনো কিছু জমা দেওয়া লাগবে না।
♥→এছাড়া প্রাথমিক আবেদনের জন্য কোনো ফি’ দেওয়াও লাগবে না এবং সর্বনিম্ন ৫টি কলেজে আবেদন করতে হবে। নিম্নে ২য় রিলিজ স্লিপে আবেদন করার নিয়ম দেওয়া হলো:

  • ২য় রিলিজ স্লিপে প্রাথমিক আবেদন করতে হলে প্রার্থীকে প্রথমে এখান থেকে আবেদন ফরমের রোল নম্বর ও পিন নম্বর দিয়ে এন্ট্রি দিতে হবে। সঠিকভাবে রোল ও পিন নম্বর এন্ট্রি দিলে নিম্নোক্ত ছবির মত একটা পেইজ ওপেন হবে।
  • এখন সেখান থেকে Release Slip অপশন এ ক্লিক করুন। তারপর নিম্নোক্ত ছবির মত একটি পেইজ ওপেন হবে।
  • এরপর College Selection থেকে প্রথমে Division দিন (অর্থাৎ আপনি যে কলেজ চয়েজ দিতে চাচ্ছেন, সেটা যে জেলায় অবস্থিত, সেই জেলা সিলেক্ট করুন)।
  • তারপর, District select করুন। এরপর কলেজের নাম দিন। কলেজ সিলেক্ট করার সাথে সাথে নিম্নোক্তভাবে ডান পাশে সাব্জেক্ট লিস্ট এসে উঠবে।
  • এখানে লক্ষ্যনীয় যে, সাবজেক্টের সাথে সিট সংখ্যা উল্লেখ থাকবে। তাই, যদি কোনো কলেজ সিলেক্ট করার পর, উক্ত কলেজের সিট কম থাকে  বা উক্ত কলেজের বিষয় আপনার পছন্দ হয় নি। তাহলে, সেটা বাদ দিয়ে অন্য কলেজে সিলেক্ট করবেন। যেটাতে সিট বেশি আছে সেটা দিতে পারেন। এভাবে আপনার ইচ্ছানুযায়ী কলেজ সিলেক্ট করতে পারবেন।
  • তারপর পছন্দ অনুযায়ী সাব্জেক্ট আসলে, সাব্জেক্টটি Select করবেন। একটি সাব্জেক্ট সিলেক্ট করলে নিম্নোক্তভাবে আসবে। এরপর নিচের দিকে Next অপশনে ক্লিক করবেন।
  • এখন পর্যন্ত আপনার একটি কলেজ চয়েজ দেওয়া হলো। এভাবে উপরিউক্ত নিয়মানুযায়ী আবার কলেজ ও সাব্জেক্ট চয়েজ দিয়ে Next এ ক্লিক করবেন।
  • এভাবে আপনাকে সর্বনিম্ন ৫টি কলেজে আবেদন করতে হবে। ৫ টি কলেজ চয়েজ দেওয়া হলে নিচের দিকে থাকা Next অপশন এর পাশে Preview Application এ ক্লিক করুন। এরপর তা নিম্নোক্ত ছবির মত প্রদর্শিত হবে।
  • তারপর দেখে নিন, আপনি যে যে কলেজে চয়েজ দিয়েছেন তা সঠিক আছে কি না। যদি ভুল হয়, তাহলে সম্পূর্ণ কেনসেল করে, আবার প্রথম থেকে রোল ও পিন দিয়ে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে। আর, যদি সঠিক হয়, তাহলে নিচে থাকা submit অপশনে ক্লিক করুন।
  • তারপর নিম্নোক্ত ছবির মত একটি পেইজ ওপেন হবে।
  • তারপর সেখান থেকে Download pdf অপশনে ক্লিক করুন। এরপর pdf ডাউনলোড হবে। সেটা প্রিন্ট করুন। এরপর সেটা নিজ দায়িত্বে সংরক্ষন করে রাখুন।

আবেদন করার পর করণীয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ২য় রিলিজ স্লিপ আবেদন ২০২৪ করার পর আবেদন ফরম টা ডাউনলোড করে নিজের কাছে রাখতে হবে। চাইলে পরে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। তবে উক্ত ফরম কলেজে জমা দিতে হবে না এবং এই আবেদনের সময় কোনো ফি দেওয়াও লাগবে না। সবশেষে ২য় রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

অনার্স ২য় রিলিজ স্লিপ আবেদন ২০২৪ বিজ্ঞপ্তি

অনার্স ২য় রিলিজ স্লিপ আবেদন ২০২৪ বিজ্ঞপ্তি

অনার্স ২য় রিলিজ স্লিপ আবেদন ২০২৩
অনার্স ২য় রিলিজ স্লিপের সময় বর্ধিত ২০২২
অনার্স ২য় রিলিজ স্লিপের আবেদন ২০২২

56 thoughts on “অনার্স ২য় রিলিজ স্লিপ আবেদন ২০২৪ চলছে….”

  1. Sagor molla

    ভাই আমি বছর এর প্রথম এ জাতীয় কলেজে আবেদন করেছিলাম এবং সিলেক্ট ও হয়েছিলাম। আমি শুধু স্বাভাবিক কিছু কাগজ জমা দিয়েছিলাম কিন্তু ভর্তির সময় ভর্তি হয়নি আমি কী ২য় রিলিজ স্লিপে আবেদন করতে পারব?
    আার একটা কথা আমার মার্ক এস এস৷ সি তে ৫.০০ এবং এইচ এচ সি তে ৫.০০ আমি কী ঢাকার কোন সরকারি কলেজে চান্স পেতে পারি? একটু জানাবেন দয়াকরে। ধন্যবাদ,

  2. Bijoy Chandra

    আমি ২য় রিলিজ স্লিপে আবেদন করেছি কিন্তু একটা কলেজ ভুল দিয়েছি। এখন রিলিজ স্লিপটি বাতিল করার অপশন আছে। আমি যদি আবেদনটি বাতিল করি তাহলে কি আবার নতুন করে রিলিজ স্লিপের আবেদন করতে পারব? দয়া করে এই বিষয়ে আমাকে সাহায্য করুন।

    1. Bijoy Chandra

      ধন্যবাদ ভাইয়া। আপনার ওযেব সাইটে আমার কাঙ্খিত উত্তর পেয়েছি।

  3. ভাইয়া আমি ২৯ নভেম্বর ২য় রিলিজে আবেদন করছি। এখন তো সময় বাড়ানো হয়েছে তাহলে কি আমার আবার আবেদন করতে হবে?

  4. Shameem Ahsan

    আমার পয়েন্ট ৭.৮৬ ২০১৯ এর পরিক্ষার্থী। এবার দুইটা রিলিজ স্লিপেই আবেদন করেছি কিন্তু কলেজ পাইনি। এখন করনীয় কি?

    1. উপজেলা কেন্দ্রিক কোনো কলেজে আবেদন করো নাই? যাক! এখন তাড়াতাড়ি ডিগ্রিতে আবেদন করো। কেননা তোমার জন্য জাতীয় বিশ্ববিদ্যালের অধীনে অনার্সে পড়ার আর সুযোগ নাই।

  5. কলেজ কতৃক আমাকে নিশ্চয়ন করা হয়নি কারণ আমি কলেজ এ ফরম জমা দেয়নি, ফরম জমা দিতে হয় সেটা আমি জানতাম না। এখন কি আমার আর ভর্তির কোনো সুযোগ আছে?

  6. আমি ১ম মেরিট এ চান্স পাইছি। কিন্তু ভর্তি হতে পারি নাই কোন এক সমস্যার কারনে। ১ ম রিলিজ স্লিপে আবেদন করছি কিন্তু চান্স পাই নাই এখন কী আর চান্স পাব☹️

    1. হ্যা, এখনও তুলনামূলক কম ডিমান্ডের কলেজে আবেদন করলে চান্স পাবে

  7. Rakib Ahammed

    আমি ১ম রিলিজ স্লিপে আবেদন করে চান্স পাইচি এবং ভর্তি হয়ে গেছি কিন্তু আমি আবার ২য় রিলিজ স্লিপে আবেদন করতে চাই। এখন আমার করনিয় কি আমি কি আবার আবেদন করতে পারবো

  8. Maimuna islam

    আমি ডিগ্রি ১ম রিলিজ স্লিপে ভর্তি হতে চাই সেক্ষেত্রে সাবজেক্ট কি কলেজ কর্তৃপক্ষ আমাকে দিবে নাকি আমি যে এপ্লাই করার সময় কোর্স/সাবজেক্ট চয়েস করবো ওইটাই আসবে?

    1. আপনি হয়ত অনার্সের রিলিজ স্লিপের কথা বলছেন। যাক সেই হিসেবে উত্তর দিচ্ছি : আপনার পয়েন্ট বা যোগ্যতা অনুযায়ী কলেজ বিষয় নির্ধারণ করবে। তাই অবশ্যই ৫ টা বিষয় নির্বাচন করে দিবেন। যেটাতে পড়তে চান সেটা প্রথমে দিবেন।

  9. Naimul islam

    আমার অনার্স ২য় রিলিজ স্লিপে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আসছে। আমি ১৩ তারিখের মধ্যে অনলাইনে ফরম পূরণ করি নাই। আমি কি এখন ১৬ তারিখে ভর্তি হতে পারবো।

    1. দুঃখিত! পারবেন না। তবে যে কলেজে চান্স পাইছেন ঐ কলেজে সরাসরি গিয়ে যোগাযোগ করুন। হয়ত তারা কিছু একটা করতে পারবে।

  10. মির্জা মবিন

    আমি রিলিজ স্লিপে আবেদন করতে পারি নাই এখন কি করা যায় ভাই জানাবেন প্লিজ কেউ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!