ফাজিল পরীক্ষার রুটিন 2024 । ফাজিল পরীক্ষার রুটিন 2023 । Fazil exam routine 2024 : এখান থেকে আপনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ফাজিল (পাস) ১ম, ২য় এবং ৩য় বর্ষ পরীক্ষার রুটিন দেখতে ও পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন খুভ সহজে। তাছাড়া ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষা সংক্রান্ত খুটিনাটি সকল তথ্য জানতে পারবেন।
ফাজিল পরীক্ষার রুটিন ২০২৪
আপনারা যদিও টাইটেলে ২০২৪ লেখা দেখছেন কিন্তু একাডেমিক নিয়মানুযায়ী এটি ২০২২ সালের পরীক্ষার রুটিন। করোনার কারণে এত পিছিয়েছে। যাক! রুটিন ডাউনলোড করতে নিম্নে স্ক্রল (টেনে) করে যান।
বিগত কয়েক বছর থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় দেশের সকল ফাজিল ও কামিল মাদ্রাসা পরিচালনা করে আসছে। জাতীয় বিশ্ববিদ্যালয় যেভাবে দেশের সকল ডিগ্রি, অনার্স ও মাস্টার্স কলেজ পরিচালনা করে থাকে, ঠিক তেমনিভাবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ও দেশের সকল ফাজিল ও কামিল মাদরাসা পরিচালনা করে।
ফাজিল পরীক্ষা শুরু | ১৫ ফেব্রুয়ারি ২০২৪ হতে |
ফাজিল পরীক্ষা চলবে | ১০ মার্চ ২০২৪ পর্যন্ত |
পরীক্ষা আরম্ভের সময় | দুপুর ০২ : ০০ টা |
যারা ২০২৪ সালে ফাজিল পরীক্ষা দিবে
২০২১-২০২২ শিক্ষাবর্ষের ফাজিল পাস ১ম বর্ষ, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ফাজিল ২য় বর্ষ ও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ফাজিল ৩য় বর্ষের নিয়মিত এবং অন্যান্য শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করবে।
আরও পড়ুন ঃ ১ বছরে ৩ বার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল IAU
ফাজিল পরীক্ষার রুটিন 2024
ফাজিল রুটিন পিডিএফ আকারে ডাউনলোড
২০২৩ সালের ফাজিল পরীক্ষার রুটিন পিডিএফ ডাউনলোড করতে হলে নিম্নে দেয়া pdf লিংকের উপর শুধুমাত্র ক্লিক করুন। বেস! কিছুক্ষণের মধ্যে রুটিন পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। তবে আপনার নেট স্লো হলে বা ব্রাইজার অথবা মোবাইলের কোনো সমস্যা হলে ডাউনলোড হতে দেরি হতে পারে।
Download from here
ফাজিল রুটিন ছবি আকারে ডাউনলোড
২০২০ সালের ফাজিল পরীক্ষার রুটিন (সময়সূচী) ছবি (ইমেইজ) আকারে ডাইনলোড করতে হলে উপরে দেয়া রুটিন উপর আঙ্গুল দিয়ে কিছুক্ষণ চেপে ধরুন। তারপর save বা download অপশন সেলেক্ট করুন। বেস সাথে সাথে রুটিন ছবি আকারে ডাউনলোড হয়ে যাবে।
কোন কিছু জানতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। Islamic University Helpline
ফাজিল পরীক্ষার সংশোধিত রুটিন ২০২৩
ফাজিল পরীক্ষার রুটিন 2023
আরও দেখুন : ফাজিল অনার্স রুটিন আরও দেখুন : ফাজিল ভর্তি
ফাজিল পরীক্ষার রুটিন ২০২২ সংশোধিত
নিম্নে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর অধীনে ২০২০ সালের ফাজিল (পাস) ১ম, ২য় এবং ৩য় বর্ষ পরীক্ষার রুটিন ছবি আকারে দেওয়ার পাশাপাশি পিডিএফ লিংক যুক্ত করে দেয়া হলো দেওয়া হলো। তাছাড়া আপনারা চাইলে শুধু রুটিনের ছবিও ডাউনলোড করতে পারবেন। নিম্নে উভয় পদ্ধতিতে রুটিন ডাউনলোড করার নিয়ম বলে দেয়া হবে।
খুব খুশি হলাম পরিক্ষার খবর শুনে কিন্তু চিন্তায় আছি তারিখ আবার পরিবর্তন হয় কিনা সেজন্য
hmmm!
Apnader registration fee kto nisse 🙄🙄
ফাজিল ২য় বর্ষের পরিক্ষা কি ১ তারিখ থেকে শুরু হবে নাকি নতুন কোনো রুটিন আছে? থাকলে জানাবেন প্লিজ
না, ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ফাজিল সকল বর্ষের স্থগিত করা হয়েছে। এরপরে যে তারিখে পরীক্ষা আছে সেদিন থেকে পরীক্ষা শুরু হবে। তবে স্থগিত পরীক্ষার রুটিন এখনও প্রকাশিত হয়নি। প্রকাশিত হলে সেগুলো শেষের দিকে থাকবে।
পরিক্ষা শুরু ৮ তারিখ দেয়ার কারণ কি??
রুটিন অনুযায়ি পরীক্ষা ৩০ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়। তাই রুটিন অনুযায়ি ৮ তারিখ থেকে ফাজিলের পরীক্ষা শুরু হবে। তবে সকল বর্ষের একসাথে পরীক্ষা শুরু হবে না বরং যে যে বর্ষের যে তারিখে পরীক্ষা সেই তারিখে সেই বর্ষের পরীক্ষা হবে। যেহেতু ৭ তারিখ কোনো বর্ষের পরীক্ষা নেই এবং ৩০ জামুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে তাই ৮ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। আর স্থগিত বিষয়ের পরীক্ষার রুটিন পরে জানানো হবে। আশাকরি বুঝেছেন!!
এখন তো ২১/০২/২০২২ পর্যন্ত ছুটি বৃদ্ধি করা হয়েছে, তো পরীক্ষা ০৮ তারিখে হওয়ার সম্ভাবনা কতটুকু?
১০০% ০৮ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ালেও সমস্যা নেই। যদিও প্রথমে এ জন্য ০৬ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা স্থগিত করেছিল কিন্তু এখন ছুটি বাড়ালেও কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে নাই। তাই ০৮ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে।
ফাজিল ৩য় বর্ষের পরিক্ষাও কি ৮ তারিকে হবে?
না, ০৯ তারিখ থেকে শুরু হবে। একদম নিচের কমেন্টে আমার উত্তরটি দেখো তাহলে বুঝে যাবে।
ফাজিল পরিক্ষা কি আট তারিখ থেকে হবে? যদি হয় তবে ফাজিল ১ম বর্ষের পরিক্ষা কত তারিখ থেকে? আর প্রথম পরিক্ষা কি? একটু জানাবেন প্লিজ। ধন্যবাদ।
০৮ তারিখ থেকে ফাজিল (পাস) পরীক্ষা শুরু হবে। এটা দ্বারা সাধারণভাবে ফাজিলের পরীক্ষা শুরু হওয়ার কথা বুঝানো হয়েছে। কিন্তু (গত ৫ জানুয়ারি তে প্রকাশিত) রুটিন অনুযায়ি যে বর্ষের পরীক্ষা যে তারিখে আছে সে বর্ষের পরীক্ষা সেই তারিখে হবে। এদিকে যেহেতু প্রকাশিত রুটিন অনুযায়ি ফাজিল ১ম ও ৩য় বর্ষের পরীক্ষা ০৯ তারিখে আছে তাই ফাজিল ১ম ও ৩য় বর্ষের পরীক্ষা ০৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আর ফাজিল ২য় বর্ষের পরীক্ষা ০৮ তারিখ থেকে শুরু হবে।
ধন্যবাদ প্রিয়ভাই! অনেকেই বলতেছে ৮ তারিখেই হবে সবার তাই জিজ্ঞাসা করছিলাম.
ঠিক আছে সমস্যা না।
স্থগিত পরিক্ষার রুটিন কি ঘোষনা করা হয়েছে?
না, প্রকাশিত হলে সাথে সাথেই এখানে দেয়া হবে।
14/3/22 honors fazil akshatha change hoba ki?
জানিনা ভাই!
স্থগিত পরীক্ষার রুটিন কি বের হইছে?
না, বের হলে Update অংশে (প্যারাতে) বলে দেয়া হবে। পাশাপাশি সংশোধিত রুটিনও দেয়া হবে। শুধু তাই না, পরীক্ষার রুটিন সম্পর্কিত গুরুত্বপূর্ণ যেকোনো তথ্য ঐ Update অংশে বলা হবে।
স্নাতক ফাজিল পাস প্রথম বর্ষের 14 তারিখের পরে বাকি বিষয়গুলি কবে অনুষ্ঠিত হবে?
নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে হয় অন্যান্য বর্ষের পরীক্ষার মাঝে মাঝে নিবে অথবা একেবারে ফাজিল ৩য় বর্ষের পরীক্ষা শেষ হওয়ার পর নিবে।
fazil result gusona kobe hobe?
ফাজিল পরিক্ষা ২০২২ কি শেষ হয়েছে কি?
একাডেমিক নিয়মানুযায়ী ২০২০ সালের পরীক্ষা শেষ হয়েছে এবং তা ২০২২ সালের প্রথম দিকে হয়েছে।