ফাজিল উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন নিয়ম ২০২২

ফাজিল উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন নিয়ম ২০২২ । ফাজিল বোর্ড চ্যালেঞ্জ ২০২২ :

২০২০ সালের ফাজিল (পাস) ১ম বর্ষ, ২য় বর্ষ এবং ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় গত ১৭ অক্টোবর ২০২২ তারিখে। তো যারা কাঙ্ক্ষিত বা আশানুরুপ ফলাফল পান নি, তারা তাদের ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। সে লক্ষ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ফাজিল (পাস) ১ম বর্ষ, ২য় বর্ষ এবং ৩য় বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলুন নিম্নে জেনে নেওয়া যাক ফাজিল (পাস) সকল বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন নিয়ম সহ বিস্তারিত তথ্য :

ফাজিল উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন ২০২২

আবেদনের সময় :  ২৪/১০/২০২২ তারিখ থেকে ২২/১১/২০২২ তারিখ পর্যন্ত online -এ আবেদন করা যাবে।

টাকা জমার শেষ সময় : ২২/১১/২০২২ তারিখ বিকাল ৪.০০ টা পর্যন্ত।

আবেদন ফি : পুনঃনিরীক্ষণের জন্য পত্র প্রতি ৫০০ টাকা।

ফাজিল উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন নিয়ম

এবার (২০২০ সাল) থেকে নতুন পদ্ধতিতে একজন পরীক্ষার্থী নিজেই ঘরে বসে ফাজিল (পাস) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবে। চলুন আবেদন করার নিয়ম দেখা যাক :

আবেদন লিংক : অনলাইনে ফরম পুরণ করুন এই লিংক থেকে

  • প্রথমে উপরিউক্ত লিংকে ক্লিক করে প্রবেশ করুন।
  • তারপর ‘Exam Name’ অপশন থেকে বর্ষ সিলেক্ট করুন।
  • এরপর নিম্নের বক্সে আপনার ফাজিল পাসের রেজিস্ট্রেশন নাম্বার দিন।
  • এখন নিম্নে থাকা ‘Search’ অপশনেক্লিক করুন।
  • এবার আপনার রেজিস্ট্রেশন নম্বর সঠিক থাকলে আপনার নাম সহ সকল বিষয়ের পত্র কোড আসবে।
  • এখন আপনাকে ‘Contact Number’ অপশনে আপনার মোবাইল নম্বর দিতে হবে।
  • এবং ‘Paper Code’ অপশন থেকে আপনি যে যে বিষয়ের উত্তরপত্র পুন;নিরীক্ষণ করাতে চান, সেগুলো সিলেক্ট করুন।
  • এবার আপনি নিচের দিকে লক্ষ্য করলে ‘Payment Amount’ অপশনে আবেদন ফি দেখতে পারবেন। আপনি যত বেশি বিষয় সিলেক্ট করবেন, তত বেশি amount দেখাবে। উল্লেখ্য প্রতি পত্র আবেদন ফি ৫০০/- টাকা।
  • এবার ‘Submit’ অপশনে ক্লিক করে ‘Download statement’ অপশনে ক্লিক করুন।

এখন আপনার Pay slip বা আবেদন ফরম টি পিডিএফ আকারে ডাউনলোড হবে। উল্লেখ্য যে, Pay slip -এ সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর 0200009082341 উল্লেখ পুর্বক টাকার অংক লেখা থাকবে।

  • তারপর এটি (পিডিএফ ফাইলটি) কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বের করবেন।
  • এবার আপনার সাক্ষর এর জায়গায় সাক্ষর দিয়ে, আবেদন ফি সহ উক্ত প্রিন্ট কপিটি নিয়ে নিকটস্থ ‘অগ্রণী ব্যাংক লিঃ’ এর যেকোনো শাখায় যান এবং ফি জমা দিন।
  • এখন জমাকৃত অনলাইন ব্যাংকিংকের ‘ডিপোজিট স্লিপ’ ফি জমাদানের পরবর্তী ০৭ কর্ম দিবসের মধ্যে ইসলামি আরবি বিশ্ববিস্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর সরাসরি / ডাকযোগ / কুরিয়ার সার্ভিস এর মাধ্যেম জমা দিতে হবে।
  • এই পর্যায়ে আবেদন করার কাজ শেষ এবং নাম্বার সঠিক থাকলে টাকা জমাদানের কনফার্মেশন এমসএমএস মোবাইলে আসবে।

ফাজিল পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের বিজ্ঞপ্তি ২০২২

ফাজিল পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের বিজ্ঞপ্তি ২০২২

4 thoughts on “ফাজিল উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন নিয়ম ২০২২”

  1. ওইথহেলদ দেখানোর কারণ ও সমাদান কি দয়াকরে জানাবেন

  2. অনেক কারন থাকতে পারে। যেমন: সাক্ষর না দেওয়া, রেজিস্ট্রেশন ভুল হওয়া অথবা বৃত্ত বরাটে ভুল হওয়া। এ জন্য অবশ্যই আপনার নিজ মাদরাদায় গিয়ে সমস্যাটি জানাতে হবে। তারপর বিশ্ববিদ্যালয় ফল প্রকাশের ৪৫ দিনের মধ্যে withheld ফলাফল দিবে।

  3. ধন্যবাদ। যথেষ্ট উপকৃত হয়েছি। আরো একটা হেল্পের প্রয়োজন ছিল! ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের ঠিকানা অর্থাৎ যে ঠিকানায় পেমেন্ট রশিদ যাবে সে ঠিকানাটা দিলে আরো উপকৃত হতাম। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।

  4. ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর।

    ওয়েস্ট ধানমন্ডি, বছিলা, মোহাম্মদপুর, ঢাকা- ১২৩২

    উক্ত ঠিকানায় প্রেরণ করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!