ফাজিল অনার্স ফরম ফিলাপ ২০২৪ বিজ্ঞপ্তি প্রকাশ

ফাজিল অনার্স ফরম ফিলাপ ২০২৪ : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ এবং ৪র্থ বর্ষ পরীক্ষা- ২০২২ এর ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফাজিল অনার্স পরীক্ষার যোগ্যতা সহ ফাজিল অনার্স পরীক্ষার ফরম ফিলাপ সংক্রান্ত যাবতীয় তথ্য নিম্নে দেয়া হলো :

ফাজিল অনার্স ফরম ফিলাপ ২০২৪

সুপ্রিয় বন্ধুরা! যদিও টাইটেলে ফাজিল অনার্স ফরম ফিলাপ ২০২৪ দেওয়া কিন্তু প্রকৃতপক্ষে এটি ২০২২ সালের ফাজিল অনার্স পরীক্ষার ফরম ফিলাপ। করোনা মাহামারি ও সেশনজট এর কারণে ২০২২ সালের ফাজিল অনার্স পরীক্ষা ২০২৪ সালে অনুষ্ঠিত হবে ইন-শা-আল্লাহ! আসুন নিম্নে বিস্তারিত জেনে নেই :

ফরম পূরণ শুরু০১ ফেব্রুয়ারি ২০২৪ হতে
ফরম পূরণ চলবে১৫ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত
পরীক্ষা শুরুপরবর্তীতে জানানো হবে।

ফরম ফিলাপ সংক্রান্ত যেকোন প্রশ্ন করতে ফেসবুক গ্রুপে যুক্ত হোন : Islamic University Helpline

যেভাবে ফরম ফিলাপ করবেন

ফরম পূরণের জন্য এখানে প্রবেশ করুন এবং eFF -এর Login Password -এর ক্ষেত্রে eSIF এর Login Password ব্যবহার করতে হবে। প্রদর্শিত সম্ভাব্য তালিকায় টিক চিহ্ন দিয়ে শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী ব্যাংকের নিজস্ব জমা রশিদের মাধ্যমে সমপরিমাণ টাকা ব্যাংকে জমা দিতে হবে এবং উক্ত মূল রশিদটি অবশ্যই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষ নিয়ন্ত্রক দফতরে জমা দিতে হবে।

বি.দ্র. অসম্পূর্ণ আবেদন কোনরুপ যোগাযোগ ছাড়াই বাতিল বলে গণ্য হবে এবং এর দায়িত্ব সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষকে বহন করতে হবে।

ফাজিল অনার্স ফরম ফিলাপ ফি ২০২৪

বর্ষনিয়মিতইম্প্রুভমেন্ট
(সকল বর্ষ)
১ম ও ২য় বর্ষ২৩৯৫/- টাকা৯০০/- টাকা (১ বিষয়)
৩য় বর্ষ২৬৬৫/- টাকা১৩০০/- টাকা (২ বিষয়)
৪র্থ বর্ষ৩৭৮৫/- টাকা১৭০০/- টাকা (৩ বিষয়)
৪র্থ বর্ষ (পুরাতন)৪৩২৫/- টাকা২১০০/- টাকা (৪ বিষয়)

বি.দ্র. : উপরিউক্ত ফির সাথে মাদ্রাসার বেতন সংযুক্ত নয়।

ফাজিল অনার্স ফরম ফিলাপ ২০২৪ বিজ্ঞপ্তি

ফাজিল অনার্স ফরম ফিলাপ ২০২৪ বিজ্ঞপ্তি
ফাজিল অনার্স ফরম ফিলাপ ২০২৪ বিজ্ঞপ্তি
ফাজিল অনার্স ফরম ফিলাপ ২০২৪ বিজ্ঞপ্তি
ফাজিল অনার্স ফরম ফিলাপ ২০২৪ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

ফাজিল অনার্স ফরম ফিলাপ ২০২৩ বিজ্ঞপ্তি

ফাজিল অনার্স ফরম ফিলাপ ২০২৩ (1)
ফাজিল অনার্স ফরম ফিলাপ ২০২৩ (2)
ফাজিল অনার্স ফরম ফিলাপ ২০২৩ (3)

11 thoughts on “ফাজিল অনার্স ফরম ফিলাপ ২০২৪ বিজ্ঞপ্তি প্রকাশ”

      1. হ্যা, এখন ফাজিল (পাস) ও ফাজিল অনার্সের ফরম ফিলাপ একসাথে চলছে। তবে এই পোষ্টে শুধু ফাজিল অনার্সের বিবরণ দেওয়া

  1. md HabiburRahman

    ঢাকা আলিয়া ফাযিল ভর্তি ২০২১ শুরু হয়েছে কি?

    1. না, এখনও শুরু হয় নি। শুরু হলে আমাদের ওয়েবসাইট থেকে অথবা গুগলে “ফাজিল ভর্তি ২০২১” লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটের পোষ্ট পেয়ে যাবেন।

  2. তানভীরুল আলম নাইম

    ফাজিল তৃতীয় বর্ষ আমার ফরম ফিলাপ হচ্ছে কিনা আমি জানিনা প্লিজ হেল্প। মাদ্রাসা ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা। রেজিস্ট্রেশন ১৭২০০২১৬৭

    1. অনেক দেরি হয়ে গেছে। যাইহোক নিজ মাদ্রাসায় সরাসরি গিয়ে যোগাযোগ করুন। তারা বোর্ড কে বলবে আর বোর্ড চাইলে আবার ফরম ফিলাপের সময় দিতে পারে!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!