ফাজিল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ (সময় বর্ধিত)

ফাজিল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩Fazil Admission 2023 : আপনি যদি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩ বছর মেয়াদি ফাজিল (পাস) শ্রেণিতে ভর্তি হতে চান এবং ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যবলি জানতে চান তাহলে সঠিক যায়গায় অবস্থান করছেন। দেশের সকল ফাযিল মাদ্রাসা এখন ইসিলামি আরবি বিশ্ববিস্যালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। তাই সব জায়গায় ফাযিল ভর্তি কার্যক্রম একই ধরনের হয়ে থাকে।

ফাজিল ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

ফাজিল পাসভর্তির সময়
ভর্তি শুরু২৯ মে ২০২৩ হতে
ভর্তি চলবে (সময় বর্ধিত)২৪ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত
বিলম্বে ভর্তি২৫/০৯/২০২৩ হতে
১৭/১০/২০২৩ পর্যন্ত
ক্লাস শুরু২৯/১০/২০২৩ হতে

ফাজিল ভর্তির যোগ্যতা

২০২১ ও ২০২২ সালের আলিম অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বা পাশকৃত শিক্ষার্থী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ফাযিল (পাস) ১ম বর্ষে ভর্তি হতে পারবে। তবে ২০২১ সালে উত্তীর্ণ ছাত্র / ছাত্রীদের শিক্ষা বিরতি ফি দিতে হবে।

আপনি কি ২০২১ সালের আগে আলিম বা এইচএসসি সমমান পাশ করেছেন? এবং ফাজিলে ভর্তি হতে চাচ্ছেন তাহলে নিম্নের পোস্টটি আপনার জন্য।

আরও পড়ুন : ফাজিল প্রাইভেট ভর্তি তথ্য

ফাজিল ভর্তি হতে যেসব কাগজপত্র লাগবে

দাখিল ও আলিম পরীক্ষা পাশের নম্বরপত্র ও মাদরাসা প্রধান কর্তৃক ইস্যুকৃত প্রশংসাপত্রের মূল কপি সংরক্ষণ না করে। কোনক্রমেই শিক্ষার্থী ভর্তি করা যাবে না।

  1. ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম। এখান থেকে ডাউনলোড করুন।
  2. আলিম বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র (মার্কশীট)
  3. মাদরাসার অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত মূল প্রশংসাপত্র (টেস্টিমোনিয়াল)
  4. সদ্য উঠানাে পাসপাের্ট সাইজের ২ কপি (টুপি/ওড়না পরিহিত রঙিন) ছবি।

ফাজিল (পাস) ভর্তি পদ্ধতি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ফাজিল ১ম বর্ষে ভর্তি হতে উপরিউক্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্দিষ্ট তারিখের মধ্যে ভর্তিচ্ছু মাদরাসায় সরাসরি যেতে হবে। কেননা ফাযিল ১ম বর্ষে ভর্তি হতে কোনো ভর্তি পরীক্ষা দিতে হয় না এবং অনলাইনে ভর্তি হওয়ার পদ্ধতি চালু হয় নি। নিম্নে ভর্তি ফিও রেজিস্ট্রেশন সহ অন্যান্য ফি দেওয়া হলো:

ফাজিল ভর্তি ফি

বিবরণফির পরিমাণ
আবেদন ফরম ফি৫০/- টাকা
ভর্তি ফি২৫০/- টাকা
রেজিঃ ফি২৫০/- টাকা
ক্রীড়া ফি৫০/- টাকা
রোভার স্কাউটস ফি২৫/- টাকা
শিক্ষা বিরতি ফি১৫০/- টাকা
মোট৬২৫ / ৭৭৫ টাকা

উল্লেখ্য, উপরিউক্ত ফি’র পরিমাণ ব্যতীত সংশ্লিষ্ট মাদরসার ১ মাসের বেতন ও আনুষঙ্গিক অন্যান্য ফি সহ ১৬০০ থেকে ২ হাজার সর্বমোট ভর্তি ফি হতে পারে।

আর যারা বিলম্বে ভর্তি হবে তাদেরকে অতিরিক্ত ২৫০ থেকে ৫০০ টাকা দিতে হবে।

ফাজিল (পাস) শ্রেণীর কোর্স সমূহ ও পাঠ্য বিষয়

বিটিআইএস (BTIS)বিএ (BA) : ১ম বর্ষ — ১। তাফসীরে জালালাইন ২। মিশকাতুল মাসাবীহ ৩। আল আকাইদ আল ইসলামিয়াহ ৪। বাংলা (আবশ্যিক) ২য় বর্ষ —- ১। আল আরাবিয়াতুত তাতবিকিয়াহ (আরবী) ২। আল ফিকহ (হেদায়া) ৩। উসুলে ফিকহ ৪। ENGLISH (আবশ্যিক) ৩য় বর্ষ — ঐচ্ছিক বিষয়ের মধ্যে যে কোন দুটি বিষয় (তিন পত্র বিশিষ্ট / ১ম, ২য় ও ৩য় পত্র)

বিটিআইএস এর ঐচ্ছিক বিষয় গুলো হলঃ ১। ইসলামিক স্টাডিজ (১ম,২য় ও ৩য় পত্র ২। ইসলামী দর্শন ও তাসাউফ (১ম,২য় ও ৩য় পত্র) ৩। আদ দাওয়াহ আল ইসলামিয়াহ (১ম,২য় ও ৩য় পত্র) ৪। তুলনামূলক ধর্মতত্ত্ব (১ম,২য় ও ৩য় পত্র) ৫। ইসলামের ইতিহাস (১ম,২য় ও ৩য় পত্র) ৬। ইসলামী অর্থনীতি (১ম,২য় ও ৩য় পত্র) ৭। উচ্চতর আরবী (১ম,২য় ও ৩য় পত্র)

বিএ এর ঐচ্ছিক বিষয় : ১। ইতিহাস (১ম,২য় ও ৩য় পত্র) ২। উচ্চতর বাংলা (১ম,২য় ও ৩য় পত্র) ৩। উচ্চতর ইংরেজি (১ম,২য় ও ৩য় পত্র) ৪। উচ্চতর আরবী (১ম,২য় ও ৩য় পত্র) ৫। ইসলামী দর্শন ও তাসাউফ (১ম,২য় ও ৩য় পত্র) ৬। গার্হস্থ্য অর্থনীতি (১ম,২য় ও ৩য় পত্র) ৭। ইসলামী অর্থনীতি (১ম,২য় ও ৩য় পত্র) ৮। ইসলামের ইতিহাস (১ম,২য় ও ৩য় পত্র) ৯। কৃষিবিজ্ঞান (১ম,২য় ও ৩য় পত্র)

বিবিএস (BBS)বিএসএস (BSS) : ১ম বর্ষ —- ১।তাফসিরুল কুরআন (তাফসিরে জালালাইন) ২। আল হাদীস ও আরবী (৫০+৫০) ৩। আল আকাইদ ও ফিকহ (৫০+৫০) ৪। বাংলা (আবশ্যিক) ২য় বর্ষ —- ১। তিন পত্র বিশিষ্ট ৩টি ঐচ্ছিক বিষয়ের ১ম পত্র ২। ENGLISH (COMPULSORY) ৩য় বর্ষ —- তিন পত্র বিশিষ্ট তিনটি ঐচ্ছিক বিষয়ের ২য় ও তৃতীয় পত্র।

ঐচ্ছিক বিষয় সমূহঃ বিএসএসঃ ১। অর্থনীতি (১ম, ২য় ও ৩য় পত্র) ২। রাষ্ট্রবিজ্ঞান (১ম, ২য় ও ৩য় পত্র) ৩। সমাজবিজ্ঞান (১ম, ২য় ও ৩য় পত্র) ৪। সমাজকর্ম (১ম, ২য় ও ৩য় পত্র) ৫। লোক প্রশাসন (১ম, ২য় ও ৩য় পত্র) বিবিএস : ১। হিসাববিজ্ঞান (১ম, ২য় ও ৩য় পত্র) ২। ব্যবস্থাপনা (১ম, ২য় ও ৩য় পত্র) ৩। মার্কেটিং (১ম, ২য় ও ৩য় পত্র) ৪। ফিন্যান্স এ্যান্ড ব্যংকিং (১ম, ২য় ও ৩য় পত্র)

বিএসসি (Bsc) : ১ম বর্ষ — ১। তাফসিরুল কুরআন (তাফসিরে জালালাইন) ২। আল হাদিস ও আরবী (৫০+৫০) ৩। আকাইদ ও আল ফিকহ (৫০+৫০) ৪। বাংলা (আবশ্যিক) ২য় বর্ষ — ১। তিন পত্র বিশিষ্ট তিনটি ঐচ্ছিক বিষয়ের ১ম পত্র ২। ENGLISH (COMPULSORY) ৩য় বর্ষ —-তিন পত্র বিশিষ্ট তিনটি ঐচ্ছিক বিষয়ের ২য় ও ৩য় পত্র

বিএসসি এর ঐচ্ছিক বিষয় : গ্রুপ-A ১। পদার্থ (১ম,২য় ও ৩য় পত্র) ২। রসায়ন বিদ্যা (১ম, ২য় ও ৩য় পত্র) ৩। গণিত/পরিসংখ্যান/ভূগোল ও পরিবেশ বিজ্ঞান (১ম, ২য় ও ৩য় পত্র) = গ্রুপ-B ১। উদ্ভিদ বিজ্ঞান (১ম, ২য় ও ৩য় পত্র) ২। প্রাণী বিজ্ঞান (১ম,২য় ও ৩য় পত্র) ৩। রসায়ন /পরিসংখ্যান /ভূগোল ও পরিবেশ বিজ্ঞান (১ম, ২য় ও ৩য় পত্র)

উল্লেখ থাকে যে, বিএসসি পাস কোর্সের শিক্ষার্থীরা ঐচ্ছিক বিষয়ের গ্রুপ A অথবা গ্রুপ B হতে (১) নং ও (২) নং সহ (৩) নং হতে যে কোন একটি বিষয় গ্রহণ করতে পারবে।

ব্যবহারিক সংবলিত বিষয়ের মানবন্টন হবে নিম্নরূপঃ
তত্ত্বীয়ঃ ৭৫+৭৫ = ১৫০, ব্যবহারিক: ২৫+২৫ = ৫০ তত্ত্বীয় + ব্যবহারিক

আরও দেখুন

ফাজিল ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

ফাজিল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ (1)
ফাজিল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ (2)

পূর্বের বিজ্ঞপ্তি

ফাজিল ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
ফাজিল ভর্তি বিজ্ঞপ্তি ২০২১
ফাজিল ভর্তি বিজ্ঞপ্তি ২০২১

67 thoughts on “ফাজিল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ (সময় বর্ধিত)”

  1. Md Tariqul Islam

    আসসালামু আলাইকুম। আমি তারিকুল ইসলাম। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে কুড়িগ্রাম আলিয়া মাদ্রসায় আমার মামা আমাকে ফাজিলে ভর্তি করায় যেখানে আমার পড়ার ইচ্ছা ছিল না। এখন আমি কি ঐ মাদ্রাসার রেজিস্ট্রেশন বাতিল করতে পারবো?

    1. ওয়ালাইকুমুস সালাম। হ্যা, পারবে। তবে সরাসরি উক্ত মাদ্রাসায় যেতে হবে। গিয়ে শিক্ষকের সাথে আলাপ করে বাতিল করতে হবে।

  2. মাহবুব

    আসসালামু আলাইকুম! আমি এস এস সি ২০১৩ সালে এবং এর পর ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ করি, আমি ফাজিল পড়তে চাই প্রাইভেট এ সুযোগ আছে কি? দয়া করে জানাবেন।

    1. ওয়ালাইকুমুস সালাম। ২০১৮ সালে বা তার আগে ডিপ্লোমা পাশ করে থাকলে ফাজিল প্রাইভেটে আবেদন করতে পারবে।

  3. md.Shakib hossen

    আমি ২০১৮ সালে একবার ফাজিল রেজি. ফরম ফিলাপ করছি কিন্তু পরীক্ষা দেই নাই। এখন আবার অন্য একটা মাদরাসায় (আগেরটা বাদ) ভর্তি হয়ে আবার নতুন করে রেজি ও ফরম ফিলাপ করছি এতে আমার কোন সমস্যা হবে?

    1. আগের মাদ্রাসায় রেজিস্ট্রেশন করে ফেললে টিসি নিতে হবে নতুবা সমস্যা হবে।

  4. Nahid Sultana

    আসসালামু আলাইকুম। ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের আলিম ও সমমানের শিক্ষার্থীদের ফাযিলেে ভর্তির সুযোগ আছে?

      1. Nahid Sultana

        জেনারেল লাইনে এইচএসসি পাশ করে ফাজিল প্রাইভেটে ভর্তি হওয়া যাবে?

        1. দুঃখিত! পারবে না। তবে তোমার ইসলামি শিক্ষা অর্জন করার খুভ ইচ্ছা থাকলে ডিগ্রিতে আবেদন করে নৈর্বাচনিক বিষয় হিসেবে “ইসলামের ইতিহাস ও ইসলামী শিক্ষা” নিতে পারো। তবে এ বছর ডিগ্রিতে আবেদন না করে থাকলে আগামী বছর আবেদন করতে পারবে। তাছাড়া চাইলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ নিয়ে অনার্স করতে পারবে।

          1. আসসালামু আলাইকুম, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০ শিক্ষা বর্ষে বিবিএস ডিগ্রিতে ভর্তি আছি, আমার খুব ইচ্ছা আমি ইসলাম শিক্ষার উপর পড়ার, আমি কী ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারব কিনা যদিও পারি কত সাল থেকে কত সালে পারব আর মোট জিপিএ কত লাগবে? জানালে উপকৃত হতাম, আমি আরবি মোটামুটি ভালো পারি।

          2. জি, আমি ২০১৯ সালে এইচএসসি পাস করেছি

            1. আপনাকে নিয়মিত প্রোগ্রামে ভর্তি হতে হলে এখনই আবেদন করতে হবে। আর আরবি বিষয় ছাড়া অন্যান্য বিষয় বা কোর্সে ভর্তি হতে পারবেন। ফাজিল অনার্সের ক্ষেত্রে শুধু ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় এবং ফাজিল পাসের ক্ষেত্রে বিটিআইএস ব্যতীত বাকি সকল কোর্স তথা বিএ, বিবিএস, বিএসএস ও বিএসসি কোর্সে ভর্তির সুযোগ পাবেন।

  5. Mohammad Imran

    আসসালামু আলাইকুম,
    আমি গত নভেম্বরে ২০২০/২১ শিক্ষাবর্ষে ফাজিল পাসে ভর্তি হয়েছিলাম একটা মাদ্রাসায়, এখন সেখানে পড়তে ইচ্ছে করছেনা। আমি কি ভর্তি বাতিল করে অন্য মাদ্রাসায় ভর্তি হতে পারব?

      1. Nurul islam

        আসসালামু আলাইকুম
        আমি জেনারেলে এইচ এসসি
        পরীক্ষা দিয়ে ফাযিলে ভর্তি হতে পারব?

  6. ইউসুফ ইমতিয়াজ

    ২০২০/২১ ফাযিলে (পাস) কি ফরম ফিলাপের আগ পর্যন্ত ভর্তি বাতিল করে অন্য মাদরাসায় ভর্তির সুযোগ আছে?

  7. জাকারিয়া

    বর্তমানে ১ম বর্ষের রেজাল্টের অপেক্ষায় আছি। রেজিঃ হওয়ার পরে তৃতীয় বর্ষের ঐচ্ছিক বিষয় ইংরেজি হয়ে গেছে এটা কি পরিবর্তন করা যায়?

  8. হোছাইন

    ২৫/১১/২২ বিলম্বে ভর্তির সুযোগ আছে কিনা?

  9. আসসালামু আলাইকুম, আমি ১৭ তে দাখিল পরীক্ষা দিয়েছি তারপর ৪ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছি আমি কি ফাজিলে ভর্তি হতে পারব?

  10. Shahriar Tarek

    আসসালামু আলাইকুম
    কেমন আছেন প্রিয় ভাইয়েরা ?
    আমি একান্ত দুঃখের সাথে জানাচ্ছি যে , আমি ২০১৩ সালে
    আলিম পাশ করেছি ।
    ২০১৪ সালে ফাযিলে ভর্তি হয়েছিলাম কিন্তু , পারিবারিক সমস্যার
    কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারে নি ।
    কিন্তু , ইসলামি শিক্ষার প্রতি রয়েছে প্রবল আগ্রহ ।
    এখন আমার কি করার আছে প্রিয় ভাই ???

    1. ওয়ালাইকুমুস সালাম। ফাজিল প্রাইভেটে ভর্তি হতে পারবেন।

  11. Amzad Hossen Fahim

    আসসালামু আলাইকুম। আমি ২০১২ সালে দাখিল পাস করেছি। তারপর কলেজ থেকে এইচএসসি করে ১ টা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করেছি। আমি কি এখন ফাজিলে ভর্তি হতে পারব? আর প্রাইভেট ফাজিল কি ঢাকা আলিয়ায় রয়েছে? আমি মূলত মাদ্রাসা দিয়েই ইংরেজিতে অনার্স করতে চাই, এটা কি পসিবল?কিভাবে? একটু ডিটেইলস বললে কৃতজ্ঞ থাকব, Kindly reply দিবেন।

    1. ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজিতে অনার্স করার কোনো সুযোগ নেই। তাই কোনো মাদ্রাসাতেই ইংরেজিতে ফাজিল অনার্স বা পাস করতে পারবে না।

  12. আবুবকর জামালী

    দাখিল ২০১০ এইচএসসি কলেজ থেকে ২০১২ . আপনি কি ফাজিল প্রাইভেট পড়তে পারবো?

      1. আব্দুর রহমান

        এ বছর ফাজিলের ভর্তির শেষ সময় কখন?

    1. আব্দুর রহমান

      আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ২০২২ সালে যারা আলিম পরীক্ষা দিয়েছেন তাদের ফাজিলের ভর্তির শেষ সময় কত?
      অর্থাৎ এ বছর ফাজিলের ভর্তির শেষ সময় কত?

  13. সালমা আক্তার

    আসসালামু আলাইকুম আমি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দেউলি মাদ্রাসা থেকে ২০১৮ আলিম পাশ করেছি পরবর্তীতে কওমি মাদ্রাসায় পড়াশোনা করি। এখন একটি মহিলা মাদ্রাসায় চাকরিরত। আমি কি ফাজিল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারব ২০২৪ শে পরীক্ষা দিতে আমাকে সহযোগিতা করুন।

    1. ওয়ালাইকুমুস সালাম। আপনি ফাজিল প্রাইভেটে ভর্তি হতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!