ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর অধীনে দেশের সকল ফাজিল ও কামিল মাদরাসায় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ফাজিল (পাস) (৩ বছর মেয়াদি) ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি আজ (১২/০৯/২০১৯ তারিখ) প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ফাজিল ভর্তি প্রক্রিয়া শুরু হবে ১২-০৯-২০১৯ তারিখ হতে এবং চলবে ৩১-১০-২০১৯ তারিখ পর্যন্ত।
ফাজিল (পাস) ভর্তি ২০১৯-২০২০
ফাজিল (পাস) ১ম বর্ষে ভর্তির যোগ্যতা ২০১৯-২০২০
- ২০১৮/২০১৯ সালের আলিম/সমমান চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ফাযিল (পাস) ১ম বর্ষে ভর্তি হতে পারবে। তবে, ২০১৮ সালে উত্তীর্ণ ছাত্র /ছাত্রীদের শিক্ষাবিরতি ফি দিতে হবে।
- প্রাথমিক পাঠদানের অনুমতিবিহীন অথবা অধিভূক্তি বাতিল মাদরাসাসমূহে ছাত্র-ছাত্রী ভর্তি করা যাবে না ।
- দাখিল ও আলিম পরীক্ষা পাশের নম্বরপত্র ও মাদরাসা প্রধান কর্তৃক ইস্যুকৃত প্রশংসাপত্রের মূল কপি সংরক্ষণ না করে। কোনক্রমেই শিক্ষার্থী ভর্তি করা যাবে না।
ফাযিল ভর্তি সংক্রান্ত তারিখসমূহ ২০১৯-২০২০
- ভর্তির সময়: ১২-০৯-২০১৯ থেকে ৩১-১০-২০১৯ তারিখ পর্যন্ত।
- শিক্ষার্থীদের ফি জমা দেওয়ার শেষ তারিখ: ০৩-১১-২০১৯
- বিলম্ব ফি সহ ভর্তির সময়: ০২-১১-২০১৯ থেকে ১৪-১১-২০১৯ তারিখ পর্যন্ত।
- বিলম্ব ফি সহ শিক্ষার্থীদের ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১৭-১১-২০১৯ তারিখ পর্যন্ত।
- ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম।
- দাখিল ও আলিম বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র।
- মাদরাসার অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত মূল প্রশংসাপত্র।
- সদ্য উঠানাে অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত পাসপাের্ট সাইজের ২ (দুই) কপি (টুপি/ওড়না পরিহিত রঙিন) ছবি।
ফাযিল (পাস) ১ম বর্ষে ভর্তি পদ্ধতি:
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ফাযিল ১ম বর্ষে ভর্তি হতে, উপরিউক্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ভর্তিচ্ছু মাদরাসায় সরাসরি যেতে হবে। কেননা ফাযিল ১ম বর্ষে ভর্তি হতে কোনো ভর্তি পরীক্ষা দিতে হয় না। নিম্নে ভর্তি ফিও রেজিস্ট্রেশন সহ অন্যান্য ফি দেওয়া হলো:
ফাজিল ভর্তির জন্য যত টাকা লাগবে ২০১৯-২০২০ঃ
২০১৯-২০ শিক্ষাবর্ষে ফাযিল পাস ১ম বর্ষে ভর্তির জন্য যত টাকা লাগবে লাগবে নিম্নরুুপ:-
বিলম্ব ফি ব্যতীত ভর্তি ফি
- আবেদন ফরম ফি- ৫০ টাকা
- ভর্তি ফি- ২৫০ টাকা
- রেজিঃ ফি- ২৫০ টাকা
- ক্রীড়া ফি- ৫০/- টাকা এবং
- রোভার স্কাউটস ফি- ২৫/- টাকা।
সর্বমোট ভর্তি ফি = ৬২৫/- টাকা। আর, শিক্ষা বিরতি ফিঃ ১৫০/- টাকা (যদি কেউ ২০১৮ সালে আলিম/সমমান শ্রেণি পাস করে)
এবং বিলম্ব ফি সহ ভর্তি ফি আসবে
- আবেদন ফরম ফি- ৫০ টাকা
- ভর্তি ফি- ৪০০ টাকা
- রেজিঃ ফি- ৩৫০ টাকা
- ক্রীড়া ফি- ৫০/- টাকা এবং
- রোভার স্কাউটস ফি- ২৫/- টাকা।
সর্বমোট বিলম্ব সহ ভর্তি ফি ৮৭৫/- টাকা। আর, শিক্ষা বিরতি ফিঃ ১৫০/- টাকা (যদি কেউ ২০১৮ সালে আলিম/সমমান শ্রেণি পাস করে)
উল্লেখ্য, উপরে উল্লিখিত ফি’র পরিমাণ ব্যতীত সংশ্লিষ্ট মাদরসার বেতন ও আনুষঙ্গিক অন্যান্য ফি সহ আরও বেশি টাকা লাগতে পারে।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ফাযিল পাস ১ম বর্ষের ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যবলী দেখুন এখান থেকে
কেউ যদি ১২/১৩ সালে আলিম পাশ করে সে কিভাবে ভর্তি হ??
সে কোনোভাবে উক্ত ফাযিলের ভর্তি কার্যক্রমে কোনোভাবে ভর্তি হতে পারবে না। তবে ফাযিল প্রাইভেটে ভর্তি হতে পারবে।
2018 সালে আলিম পরীক্ষায় পাস করলে সে কি 21 সালে ফাজিলে ভর্তি হতে পারবে
দুঃখিত! এবারই আপনার জন্য ফাজিল (পাস) এ ভর্তি হওয়ার শেষ সুযোগ ছিল। তবে ফাজিল (প্রাইভেট) এ ভর্তি হতে পারবেন।