ডিগ্রি কোটা মেধাতালিকার ফলাফল ২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) ভর্তি কার্যক্রমের ২য় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও কোটার মেধা তালিকার ফলাফল আনুমানিক ১৫ থেকে ২০ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে প্রকাশ করা হবে।  উক্ত ফলাফল বিকাল ০৪:০০ টা হতে মেসেজ এর মাধ্যমে এবং রাত ০৯:০০ টা থেকে ওয়েব সাইট ফল পাওয়া যাবে। নিম্নে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) ভর্তি কার্যক্রমের কোটা মেধা তালিকার ফলাফল, চূড়ান্ত ভর্তিতথ্য সহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যবলী দেখুন

ডিগ্রি ১ম রিলিজ স্লিপ ২০২২ যখন দিবে এখানে দেখুন

ডিগ্রি ২য় মাইগ্রেশন ও কোটা মেধাতালিকার ফলাফল জানার পদ্ধতি

অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) ভর্তির ২য় মেধাতালিকার বিষয় পরিবর্তন ও কোটা মেধা তালিকার ফলাফল জানতে নিচের লিংকে গিয়ে রোল নম্বর ও পিন নম্বর টাইপ করে লগিন করুন। আপনি কোটা মেধা তালিকায় স্থান পেলে বা আপনি ২য় মেধাতালিকায় বিষয় পরিবর্তন হলে আপনার ফলাফল দেখতে পারবেন।

ফলাফল দেখার লিংকঃ এই লিঙ্কে ক্লিক করুন

—–এখানে (link), রোল নম্বর হচ্ছে= ভর্তির জন্য প্রাথমিক আবেদন করার সময়, ফরমের মধ্যে যে রোল নম্বর লেখা থাকে, ঐ রোল নম্বর।

আর, পিন নম্বর= অনলাইনে আবেদন করার পর, সাথে সাথে মোবাইলের মধ্যে আসা মেসেজের মধ্যে তা পেয়ে যাবেন। ঐ পিন নম্বর অথবা আবেদন ফরমের রোল নম্বরের পাশে পাবেন।

এসএমএস এর মাধ্যমে ফলাফল

NU ATDG Roll No এবং সেন্ড করুন ১৬২২২ নম্বরে।

এখানে  NU – National University ATDG – Admission Test Degree এবং Roll no – প্রাথমিক আবেদন ফরমে প্রাপ্ত রোল নম্বর।

ভর্তি রোল ও পিন নাম্বার পুনরুদ্ধার করুন এখান থেকে

জরুরি তথ্য: কোটার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের কোন শিক্ষা কার্যক্রমে পূূূূূর্বে ভর্তি হয়ে থাকলে, তাকে অবশ্যই — জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে।
 
 
ডিগ্রী (পাস) কোটা মেধাতালিকার ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ:


  • কোটা মেধাতালিকায় স্থান প্রাপ্তদের ভর্তির সময়সীমা: —/০১/২০২২ হতে –/০২/২০২২ তারিখ পর্যন্ত।
  • ভর্তি ফরম জমা দেওয়ার সময়রেজিস্ট্রেশন ফি ৪৮৫/- টাকাসহ চড়ান্ত ভর্তি ফরমসহ অন্যান্য কাগজপত্র –/–/২০২২ হতে –/–/২০২২ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।
  • কলেজ কর্তৃক নিশ্চয়নের তারিখ :  —/—/২০২২ হতে –/–/২০২২ তারিখ পর্যন্ত।
 

ডিগ্রী (পাস) ২য় মাইগ্রেশন -এ বিষয় পরিবর্তিত হলে করণীয়:

ডিগ্রি (পাস) ২য় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের বিষয় পরিবর্তন হবে তাদেরকে —/–/২০২২ তারিখের মধ্যে পরিবর্তিত বিষয়ের ফরম প্রিন্ট করে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

উল্লেখ্য যে, কোন শিক্ষার্থীর বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে। তবে কোন শিক্ষার্থীর বিষয় পরিবর্তন না হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বহাল থাকবে।

  • বিষয় পরিবর্তনের ফরম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না।
  • বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে কোন ফি প্রদান করতে হবে না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খবরাখবর পেতে আমাদের গ্রুপে যুক্ত হোন।
 গ্রুপের নাম: Edu Masail (Edu Informer)


ডিগ্রি (পাস) কোটা মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের করণীয় 

কোটা মেধা তালিকায় স্থানপ্রাপ্ত হলে, তাদেরকে চড়ান্ত ভর্তি ফরম প্রিন্ট করে সংশ্লিষ্ট কলেজে —/–/২০২২ হতে –/–/২০২২ তারিখের মধ্যে জমা দিতে হবে। চূড়ান্ত ভর্তি ফরম পূরন করার নিয়মাবলি নিম্নে দেখুন–

ডিগ্রি কোটা মেধাতালিকার চূড়ান্ত ভর্তি পদ্ধতি  

 

২০২০-২০২১ শিক্ষাবর্ষের ডিগ্রী (পাস) ১ম বর্ষের চূড়ান্ত ভর্তির জন্য প্রার্থীকে এখান থেকে প্রার্থীর রােল নম্বর ও পিন সঠিকভাবে এন্ট্রি দিয়ে Login করুন।

এরপর Admission Information নামে একটি পেইজ তথা আপনি যে কলেজে নির্বাচিত হয়েছেন, তা দেখতে পাবেন। এবং একইসাথে Application Form নামে একটি অপশন থাকবে, চূড়ান্ত ভর্তির জন্য সেটাতে ক্লিক করতে হবে।

তারপর, যে পেজ আসবে তাতে আপনার নাম, পিতার সহ আপনি যে বিষয়ে চান্স পেয়েছেন তা সম্বলিত একটি পেজ আসবে।

সেখানে আপনাকে Nationality এর বক্সে Bangladeshi লিখবেন। তারপর, নিজ ধর্ম select করবেন। এরপর, একজন গার্জিয়ান এর নাম দিবেন। তারপর, গার্জিয়ান এর ফোন নম্বর এবং তার বার্ষিক আয় দিবেন।

এরপর, নিচের দিকে (বাম পাশে) আপনার স্বায়ী এবং(ডান পাশে) বর্তমান ঠিকানা দিবেন। তারপর সবকিছু সঠিক হলে Save Information এ ক্লিক করুন।

তারপর যে পেজ আসবে, সেখান থাকা Download অপশনে ক্লিক করে, ভর্তি ফরম ডাউনলোড করে প্রিন্ট করুন। একটি থাকবে কলেজ কপি এবং একটি থাকবে স্টুডেন্ট কপি।

এরপর কলেজে উপরিউক্ত প্রয়োজনীয় কাগজপত্র সহ ফরমটি জমা দিবেন। তারপর কলেজ কর্তৃপক্ষ অনলাইনে আপনাকে নিশ্চায়ন করলে আপনার ভর্তির প্রক্রিয়া শেষ হবে।

ডিগ্রি (পাস) কোটা মেধা তালিকায় ভর্তি হতে যেসব কাগজপত্র লাগবে

  1. চূড়ান্ত ভর্তি ফরম – ২ কপি ( ১ টি কলেজ এবং অন্যটি স্টুডেন্ট কপি)
  2. পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
  3. SSC ও HSC বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র বা মার্কশিট- ১টি করে ২ টি।
  4. SSC ও HSC বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি – ১টি করে ২ কপি।
  5. SSC ও HSC বা সমমান পরীক্ষার প্রসংশাপত্র — ১টি করে ২ কপি।
  6. কোটার সনদ পত্র – ২ কপি
 
 
 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!