ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট ২০২৩ আজ রাত ৮ টায় প্রকাশিত হবে

ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট ২০২৩ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট ২০২২ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার রেজাল্ট ২০২২ : আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম জানতে চান তাহলে আপনি সঠিক পেজে এসেছেন। এখানে আপনি ফলাফল জানার বিভিন্ন পদ্ধতি এবং কোন শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে তা সহ ফল সংশ্লিষ্ট তথ্যাদি বিশদভাবে জানতে পারবেন।

ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষায় সারা দেশে ৭১১ টি কেন্দ্রে ১৮৭৩ টি কলেজের সর্বমোট ১৬৩২২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তন্মধ্যে ৫৭.৮৫% শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। যা গতবারের তুলনায় ৮.৩৫% বেশি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ২০২০ সালের ডিগ্রি বর্ষ পরীক্ষার ফলাফল ০৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ রাত ০৮:০০ টায় প্রকাশিত প্রকাশিত হবে। ওয়েবসাইটেও ফলাফল দেখা যাবে রাত ৮:০০ টা হতে। নিম্নে ২০২০ সালের ডিগ্রি ৩য় বর্ষের ফলাফল দেখার পদ্ধতি দেখুন –

ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট দেখার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট প্রধানত দুইভাবে দেখা যায়। এক : অনলাইন মাধ্যম দুই : এসএমএস মাধ্যম। তবে অনলাইন মাধ্যমে আবার দুইভাবে ফলাফল দেখা যায়। তাই ১ম লিংকে ফলাফল দেখতে সমস্যা হলে দ্বিতীয় লিংকে দ্রুত এবং খুভ সহজে দেখতে পারবেন। চলুন সকল সকল পদ্ধতির নিয়মাবলি জেনে নেয়া যাক :

অনলাইনে ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট দেখার নিয়ম

অনলাইন পদ্ধতিতে আবার দুইভাবে ফলাফল দেখা যায়। নিম্নে উভয় পদ্ধতির লিংক সহ নিয়মাবলি তুলে ধরা হয়েছে। তবে এ ক্ষেত্রে ১ম লিংকের চেয়ে ২য় লিংকে দ্রুত ফলাফল দেখা যাবে।

লিংকে ক্লিক করার পর, প্রথমে Degree তে ক্লিক করুন। 

তারপর third year সেলেক্ট করুন।

তারপর বক্সের মধ্যে প্রথমে পরীক্ষার রোল। তারপর রেজিস্ট্রেশন নম্বর এবং এরপরে পরীক্ষার সন দিন।

এরপর ক্যাপচা পূরণ করে search result -এ ক্লিক করুন।

রেজাল্ট দেখার ২য় লিংক : শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দ্রুত ও খুভ সহজে ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার রেজাল্ট দেখতে নিম্নোক্ত লিংকে ক্লিক করে চেক করুন।

বি.দ্র. এখন উক্ত লিংকে ক্লিক করলে পূর্বের বর্ষের রেজাল্ট মেনু আসলেও ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট দেখার ২য় লিংক এটাই। তবে সার্ভার আপডেট না দেওয়ার জন্য পূর্বের বর্ষের রেজাল্ট মেনু শো করছে। তাই অপেক্ষা করুন।

লিংকে ক্লিক করার পর, প্রথমে ইয়ার সেলেক্ট করুন।

তারপর, বক্সের মধ্যে প্রথমে রেজিস্ট্রেশন নম্বর দিন। 

এবং এরপরে পরীক্ষার সন দিয়ে search result -এ ক্লিক করুন।

আরও দেখুন : ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট ২০২২

মোবাইলে ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট দেখার নিয়ম

SMS এর মাধ্যমে- SMS এর মাধ্যমে ফলাফল দেখতে চাইলে, মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন

NU,  তারপর DEG, এরপর রোল নাম্বার।

উদাহরণঃ-   NU DEG 8201087
এর পর পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট কবে দিবে

আপনারা জানেন যে ডিগ্রি ৩য় বর্ষের ব্যবহারিক পরীক্ষা নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত চলছিল। এদিকে গত বছর ডিসেম্বরের ২০ তারিখ পর্যন্ত চললেও ফেব্রুয়ারির ২য় সাপ্তাহে রেজাল্ট দিয়েছিল। তাছাড়া সাধারণত কোনো পরীক্ষার রেজাল্ট প্রকাশ হতে ৩ মাস সময় লাগে। তাই সব মিলিয়ে আগামী মাসেই রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা বেশি। সে হিসেবে আমরা বলতে পারি আনুমানিক ফেব্রুয়ারির ১৫ তারিখের ভিতর রেজাল্ট দিয়ে দিবে।

প্রসঙ্গত গতবার সারা দেশে ৭০১ টি কেন্দ্রে ১৮৫৯ টি কলেজের সর্বমোট ১৯৯০৯১ জন শিক্ষার্থী ২০১৯ খ্রিষ্টাব্দের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষায় ৪৯.৫০% শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।

ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট ২০২৩ বিজ্ঞপ্তি

ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট ২০২৩ (degree 3rd year result 2023)
ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট ২০২২
ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট ২০২২

1 thought on “ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট ২০২৩ আজ রাত ৮ টায় প্রকাশিত হবে”

  1. SSC Routine 2020 (Secondary School Certificate Exam Routine 2020) has been publish on the last month 2019! That’s Attractive and Great news for all SSC Examinee and Their Guardians. The Education Board of Bangladesh and all Education Board chairman has announced the SSC New Routine 2020 on last month. A large Number of SSC Examine and other People don’t know how to check SSC Routine 2020 Fast. The Education Board authority also published HSC Routine 2020 on their official website. Now you can see the HSC New Routine 2020 quickly.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!