জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার সংশোধিত রুটিন ২০২৩ গত ১৮ জুন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সংশোধিত সময়সূচী অনুযায়ী ডিগ্রি ২য় বর্ষের তত্ত্বীয় পরীক্ষা আগামী ১২ জুলাই ২০২৩ হতে শুরু হবে এবং চলবে ৩০ আগস্ট পর্যন্ত। এখানে আপনি পিডিএফ আকারে রুটিন ডাউনলোড করার পাশাপাশি কোন শিক্ষাবর্ষের পরীক্ষা হবে তার সঠিক দিক নির্দেশনা পাবেন।
আপনারা যদিও পোষ্টের টাইটেলে “ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার রুটিন ২০২৩” লেখা দেখছেন কিন্তু একাডেমিক নিয়মানুযায়ী এটি ২০২১ সালের ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার রুটিন। ২০১৯-২০২০ হচ্ছে নিয়মিত শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ। সেশনজট ও করোনা মহামারীর কারণে ২০২১ সালের পরীক্ষা ২০২৩ সালে অনুষ্ঠিত হবে।
ডিগ্রি ২য় বর্ষের | পরীক্ষার টাইমলাইন |
---|---|
পরীক্ষা শুরু | ১২ জুলাই ২০২৩ হতে |
পরীক্ষা শেষ | ৩০ আগস্ট ২০২৩ পর্যন্ত |
পরীক্ষা আরম্ভের সময় | সকাল ৯:০০ টা |
আরও পড়ুন : St Petersburg Motorcycle Accident Lawyer
ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার রুটিন ২০২৩
নিচে ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় পরীক্ষার সংশোধিত রুটিনের ছবি ও পিডিএফ ফাইল দেওয়া হয়েছে। ছবি ডাউনলোড করতে ছবির উপর চেপে ধরে সেইভ বাটনে ক্লিক করুন আর রুটিন pdf আকারে ডাউনলোড করতে নিচে দেওয়া পিডিএফ ফাইলের উপর ক্লিক করুন।


ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার রুটিন ২০২৩ pdf
ডিগ্রি ২য় বর্ষের রুটিন পিডিএফ আকারে ডাউনলোড করতে শুধুমাত্র নিম্নোক্ত লিংকে ক্লিক করুন। তবে অনুগ্রহ করে ১০ সেকেন্ড অপেক্ষা করবেন। নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর রুটিনটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। যাক! এবার আপনার নেট কানেকশন ঠিক থাকলে ডাউনলোড হয়ে যাবে।
পূর্বের রুটিন


আরও দেখুন
ডিগ্রি ২য় বর্ষের কেন্দ্র তালিকা ২০২৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা এখনও প্রকাশিত হয়নি। নিচের পিডিএফ লিংক থেকে ডিগ্রি ২য় বর্ষের কেন্দ্র তালিকা দেখুন ও ডাউনলোড করুন। যেহেতু পিডিএফ ফাইলের সাইয — mb তাই লোড হতে সময় নিবে। তাই অপেক্ষা করবেন লোডিং হতে।
Download from Here
যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে
যেসব পরীক্ষার্থী ২০২২ সালের ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তারা হচ্ছে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের নিয়মিত ও ২০১৯ সালের প্রাইভেট শিক্ষার্থী, ২০১৭-২০১৮, ২০১৬-২০১৭, ২০১৫-২০১৬ ও ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন শিক্ষার্থী।
এডমিট কার্ড নষ্ট বা হারিয়ে গেলে অথবা এখনো না পেয়ে থাকলে যা করবেন
আপনি যদি আপনার ডিগ্রি ২য় বর্ষের এডমিট কার্ড হারিয়ে ফেলেন অথবা এডমিট কার্ড টি নষ্ট হয়ে যায় অথবা এখনও এডমিট কার্ড না পেয়ে থাকেন তাহলে দ্রুত আপনার কলেজে যোগাযোগ করুন। এদমিট হারিয়ে বা নষ্ট হয়ে গেলে আপনার শ্রেণি শিক্ষক বা প্রধান শিক্ষকের সাথে অবিলম্বে যোগাযোগ করুন।
আর এডমিট কার্ড এখনও না পেয়ে থাকলে কলেজের প্রসাশনিক ভবনে দায়িত্বরত কর্মচারীদের সাথে যোগাযোগ করুন অথবা আপনার কোনো ক্লাসমেট এর সাথে যোগাযোগ করলে কে এডমিট দিচ্ছে তা জেনে যাবেন।
পরীক্ষা সংক্রান্ত বিশেষ নির্দেশনাবলি
(১) পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট সহ এখানে পাওয়া যাবে। পরীক্ষা সংক্রান্ত জরুরী তথ্যের জন্য পরীক্ষা চলাকালিন প্রতিদিন অন্তত ৩ বার (সকাল, দুপুর, রাত) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উল্লিখিত ওয়েব সাইট ভিজিট করার জন্য অনুরােধ করা হল।
(২) পরীক্ষার্থীরা প্রবেশপত্রে উল্লিখিত বিষয় কোড অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার রুটিন ২০২২

ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার রুটিন ২০২১


আরও দেখুন : ডিগ্রি ভর্তি তথ্য
ভাই ডিগ্রী ২ বষের কি প্রশ্নপএ পাওয়া যাবে,,,গেলে উওর দিয়েন ভাই, সাথে আপনার ফোন নাম্বার, ডিল হবে…
না
Great
Thanks!
vaiya amra pass korbo ki kore jodi pass na kore akhn taile to jibon niyea tana tani bajbe. amago pass koray dite bolen sir go plz?
esob cinta na kore ekhon ee porte bosun. ashakori proshno easy thakbe.
ভাই আমি ২য়বর্ষের পরিক্ষার জন্য ফরম ফিলাপ করতে পারিনি। এখন করনীয় কী??
নিজ কলেজের সাথে যোগাযোগ কর
degree dwitiya varsh Pariksha routine
ভাইয়া ১ বছর পিসে পড়ে গেছি পাস করাইয়া দিয়ে plz
এখন মন দিয়ে ইম্পর্টেন্ট বিষয় গুলো পড়ো। ইন-শা-আল্লাহ! পাশ করবে।
ভাই আমিত সমাজ কর্ম ৪থ পত্র পরীক্ষা দিতে পারিনাই। পরবর্তীতে শুধু এই একটা বিষয় দিলেই চলবে কি?
জ্বি হবে
ভাইয়া ১ বছর পিছিয়ে গেছি পাস করিয়া দিয়েও plz
এরকম ক্ষমতা কারোরই নেই। পরীক্ষা দিয়ে পাস করতে হবে।
ধন্যবাদ সঠিক তথ্য দেওয়ার জন্য।
আমি টঙ্গী গভমেন্ট কলেজের ছাত্র ডিগ্রি দ্বিতীয় বর্ষ 19 ফরম ফিলাপ করতে পারিনি ফরম ফিলাপের সময় বৃদ্ধি করেছে লাস্ট শেষ তারিখ কবে 20 সালের
ডিগ্রি ২য় বর্ষের ফরম ফিলাপ ২০২২ উক্ত পোষ্টে দেখুন
ডিগ্রি ২য় বর্ষ (২০১৯-২০) ফাইনাল পরীক্ষার রুটিন কবে প্রকাশ হবে?
জানুয়ারি-ফেব্রুয়ারি এর দিকে