ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন নিয়ম ২০১৯

২০১৮ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের বিজ্ঞপ্তি আজ (০২/১০/২০১৯) প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নিম্নে ২০১৮ সালের ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করার নিয়ম বিস্তারিতভাবে দেখুন।

ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদনের করার সময় সময়ঃ ০২/১০/২০১৯ তারিখের সকাল ১০.০০ থেকে ২৭/১০/২০১৯ তারিখের বিকাল ২.০০ পর্যন্ত online এ আবেদন করা যাবে।

টাকা প্রেরণের শেষ সময়ঃ ২৭/১০/২০১৯ তারিখের বিকাল ৪.০০ টা পর্যন্ত।

ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদনের করার নিয়ম: পরীক্ষার্থী নিজেই নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে পারবে।

★★আবেদন করুন এই লিংক থেকে

  •  লিংকে প্রবেশ করার পর, টাইটেল বার এর Student Fee অপশনে ক্লিক করুন। তারপর Re-scrutiny তে যান। 
  • তারপর কাঙ্খিত বর্ষ এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে Search ক্লিক করুন। 
  •  এরপর, রেজিঃ সঠিক আপনার নাম সহ পত্র কোড আসবে। যে যে বিষয় পুন;নিরীক্ষণ করতে চান, তা সেলেক্ট করে Submit এ ক্লিক করুন। 
  • এরপর Download statement এ ক্লিক করুন।
  • এখন ফরমটি বা Pay slip টি পিডিএফ আকারে ডাউনলোড হবে। Pay slip- এ সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর০২১৮১০০০০০১৩৫ উল্লেখপুর্বক টাকার অংক লেখা থাকবে
  •  তারপর, এটি প্রিন্ট করে, আপনার সাক্ষর দিয়ে, প্রিন্ট কপিটি নিয়ে নিকটস্থ সনালী ব্যাংকের যে কনো শাখায় যান। তারপর টাকা জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। এবং নাম্বার সঠিক থাকতে টাকা জমাদানের কনফার্মেশন এমসএমএস আসবে।
  • এই পর্যায়ে আবেদন করার কাজ শেষ।

আবেদন ফিঃ- পুনঃনিরীক্ষণের জন্য  পত্র প্রতি ৫০০/-টাকা।

বি.দ্র. আবেদনের সময় সঠিকভাবে মোবাইল নম্বর প্রদান করলে ব্যাংক কর্তৃক সফলভাবে টাকা জমাদানের SMS Check status option- গিয়ে আবেদনের Payment status দেখা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!