জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি ফলাফল ২০২২ । ডিগ্রি ভর্তির ১ম মেধাতালিকা ফলাফল : আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ডিগ্রি ১ম বর্ষ (পাস) শ্রেণিতে ভর্তির বিষয় ভিত্তিক ১ম মেধা তালিকার রেজাল্ট সম্বন্ধে জানতে চান তাহলে সঠিক জায়গায় এসেছেন। এখানে আপনি ডিগ্রি ১ম মেধাতালিকার ফলাফল জানার নিয়ম সহ ফলাফল পরবর্তী করণীয় সম্বন্ধ্যে জানতে পারবেন। তাছাড়া ফলাফল প্রকাশের আপডেট সাথে সাথে জানিয়ে দেয়া হবে।
ডিগ্রি ভর্তির ২য় মেধাতালিকার রেজাল্ট এখান থেকে দেখুন
Update : ডিগ্রি ১ম বর্ষে ভর্তির রেজাল্ট কিছুক্ষণ আগে ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এখন থেকে দেখতে পারবেন।
ডিগ্রি প্রাইভেট ভর্তি যখন শুরু হবে
ডিগ্রি ১ম মেধা | তালিকার ফলাফল |
---|---|
ফল প্রকাশ | ১৪ নভেম্বর ২০২২ |
১ম পর্যায়ে ভর্তি শুরু | ১৪ নভেম্বর হতে |
ভর্তি চলবে | ২৪ নভেম্বর পর্যন্ত |
ভর্তি ফি প্রদান | ২৭ নভেম্বর পর্যন্ত |
উল্লেখ্য যে, ডিগ্রি ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী ২০১৯-২০২০ বা ২০২০-২০২১ শিক্ষাবর্ষের কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২২ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চুড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে নতুবা তার উভয় ভর্তি বাতিল হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি ফলাফল দেখার নিয়ম
২০২১-২০২২ শিক্ষাবর্ষে ডিগ্রি ভর্তির ১ম মেধাতালিকার ফলাফল ১৪ নভেম্বর ২০২২ তারিখ, বিকাল ০৪:০০ ঘটিকার সময় প্রকাশ করা হবে। একইদিন উক্ত ফলাফল SMS -এর মাধ্যমে বিকাল ৪টা থেকে এবং ওয়েবসাইট থেকে রাত ৯ টার পর হতে পাওয়া যাবে। নিম্নে ১ম মেধাতালিকার ফলাফল দেখার পদ্ধতি এবং চূড়ান্ত ভর্তি পদ্ধতি দেখুন।
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি ফলাফল সাধারণত দুইভাবে দেখা যায়। যথা : অনলাইন ও এসএমএস এর মাধ্যমে। অনলাইনে মেধাতালিকার ফলাফল জানতে নিচের লিংকে গিয়ে রোল নম্বর ও পিন নম্বর টাইপ করে লগিন করুন। আপনি ভর্তির জন্য নির্বাচিত হলে বা আপনি ১ম মেধাতালিকায় স্থান পেলে আপনি আপনার ফলাফল দেখতে পারবেন।
ফলাফল দেখার নিয়ম : লিংকে ক্লিক করার পর রোল নম্বর ও পিন নম্বর দিন। রোল নম্বরটি হচ্ছে প্রাথমিক আবেদন করার সময় ফরমের মধ্যে যে রোল নম্বর লেখা থাকে ঐ রোল নম্বর। আর পিন নম্বর হচ্ছে অনলাইনে আবেদন করার পর সাথে সাথে মোবাইলের মধ্যে আসা মেসেজের মধ্যে তা পেয়ে যাবেন। উল্লেখ্য মেসেজের মাধ্যমে রোল ও পিন নম্বর জানিয়ে দেয়া হয়।
বি. দ্র. রেজাল্ট প্রকাশের দিন সবাই একসাথে চেষ্টা করার কারনে সার্ভার ডাউন হয়ে যায়। ফলে লিংকে ঢুকতে সময় লাগতে পারে।
ভর্তি রোল ও পিন পুনরুদ্ধার করার নিয়ম
আবেদন করার পর ভর্তি রোল বা পিন হারিয়ে গেলে বা ভুলে গেলে চিন্তার কোনো কারণ নেই। আপনি খুভ সহজে ভর্তি রোল ও পিন রিকোভার (পুনরুদ্ধার) করতে পারবেন। সে জন্য আপনাকে এই লিংকে ক্লিক করে প্রবেশ করতে হবে। তারপর আবেদনকারির এইচএসসি রোল, বোর্ড ও পাসের সন, জন্মতারিখ এবং অনার্স সিলেক্ট করে Search বাটনে ক্লিক করলেই আপনার নতুন ভর্তি রোল বা পিন নম্বর এসে যাবে।
SMS এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম
এসএমএস এর মাধ্যমে দ্রুত ফলাফল জানতে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে বড় অক্ষরে টাইপ করুন NU স্পেস ATDG স্পেস Roll No এবং তা সেন্ড করুন ১৬২২২ নম্বরে। এখানে NU মানে National University আর ATHN – Admission Test Degree এবং Roll no হচ্ছে প্রাথমিক আবেদনের সময় প্রাপ্ত রোল নম্বর। বি.দ্র. প্রতিবার মেসেজে 2.50 টাকা করে কেটে নিবে। নিচে উদাহরণ দেখুন
NU স্পেস ATDG স্পেস 123456 এবং তা সেন্ড করুন 16222
এইচএসসি পরিক্ষার রুটিন ২০২২ pdf
মেধাতালিকায় উত্তীর্ণ হওয়ার পর যা করবেন
ডিগ্রি ভর্তির ১ম মেধাতালিকায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে অবশ্যই সাথে সাথে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। চূড়ান্ত ভর্তির ফরম পুরণ আপনি আপনার মোবাইলের মাধ্যমেও করতে পারবেন। তারপর ভর্তি ফরম টি ডাউনলোড করে রাখবেন। কেননা পরবর্তীতে শুধু ঐ পিডিএফ ফাইল দিয়েই আপনি আপনার ভর্তি ফরম কম্পিউটার ঘর থেকে প্রিন্ট করে বের করতে পারবেন।
অবশ্য ফরম থাকবে দুইটি : একটি কলেজ কপি ও অন্যটি স্টুডেন্ট কপি। তারপর কলেজ কর্তৃক নির্ধারিত টাকা পরিশোধের মাধ্যমে ভর্তি ফি প্রদান করে ২৭ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে কলেজে কাগজপত্র জমা দিতে হবে। ভর্তি ফি কোন মাধ্যমে প্রদান করবেন তা সংশ্লিষ্ট কলেজ থেকে নোটিশের মাধ্যমে জানতে পারবেন। এভাবে আপনার অনার্স ভর্তি সফলভাবে সম্পূর্ণ হবে।
একটি লক্ষ্যণীয় বিষয় হচ্ছে যে আপনি ডিগ্রি ভর্তির ১ম মেধাতালিকায় পছন্দের বিষয়ে চান্স পান অথবা না পান আপনাকে ভর্তি ফরম পূরণ করে ভর্তি ফি সহ কাগজপত্র দিয়ে চূড়ান্তভাবে ভর্তি হতে হবে। কেননা ভর্তি না হলে আপনি মাইগ্রেশন এর সুযোগ পাবেন না। চূড়ান্ত ভর্তি ফরম পূরণের নিয়ম, ভর্তি ফি জমা দেওয়ার নিয়ম সহ ভর্তি হতে যেসব কাগজপত্র লাগবে তা একেবারে নিম্নে দেখুন।
পছন্দের সাবজেক্ট না পেলে যা করবেন
অনেকে মেধাতালিকায় চান্স পেলেও পছন্দে্র সাবজেক্ট পায় না, ফলে হতাশ হয়ে যায়। থামুন! হতাশ হওয়ার কিছু নেই। যদি আপনি সাবজেক্ট চয়েজ লিস্টের ২-৯ পর্যন্ত কোনো বিষয়ে চান্স পান তাহলে আপনি মাইগ্রেশন করে পছন্দের সাবজেক্টে চান্স পেতে পারেন। মাইগ্রেশন করার নিয়ম এখানে দেখুন
মাইগ্রেশন কি? মাইগ্রেশন হচ্ছে বিষয় পছন্দের তালিকায় (সাবজেক্ট চয়েজ লিস্ট) উপরের কোনো বিষয়ে চান্স পাওয়ার জন্য আবেদন করা। এখন মাইগ্রেশন কিভাবে করবেন? উত্তরটি “ডিগ্রি চূড়ান্ত ভর্তির নিয়ম” প্যারাতে দেখুন।
১ম মেধাতালিকায় চান্স না পেলে যা করবেন
যদি কেউ ১ম মেধাতালিকায় চান্স না পাও তখন ভয়ের কিছু নেই। কারন জাতীয় বিশ্ববিদ্যালয় আসন খালি রাখা সাপেক্ষে ২য় মেধাতালিকা এর সুযোগ দিয়েছে। সুতরাং আপনি যদি ১ম মেরিটে চান্স নাও পান তখন ২য় মেরিট রেজাল্টের জন্য অপেক্ষা করবেন। এ জন্য আপনাকে কোনোকিছু করতে হবে না।
কলেজ পরিবর্তন করতে চাইলে যা করবেন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির ১ম মেধাতালিকায় উত্তীর্ণ হওয়ার পর যদি দেখেন যে কলেজটি আপনার পছন্দমত হয়নি বা কলেজ পরিবর্তন করতে চান, তাহলে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ না করে একদম রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে অর্থাৎ ভর্তি হওয়া যাবে না। তবে এ জন্য একটি সুবিধা ও একটি অসুবিধা রয়েছে।
সুবিধা হচ্ছে নতুন ভাবে যেকোনো ৫টি কলেজে আবেদন করতে পারবেন আর অসুবিধা হচ্ছে ভালো কলেজের সিট বা আসন খালি নাও থাকতে পারে। তবে আমার ব্যক্তিগত মত হচ্ছে যে, আপনি যদি কোনো সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য কলেজ পরিবর্তন করতে চান তাহলে রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করা ভালো হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি চূড়ান্ত ভর্তির নিয়ম
২০২১-২০২২ শিক্ষাবর্ষে ডিগ্রি ১ম বর্ষের চূড়ান্ত ভর্তির জন্য প্রার্থীকে নিম্নোক্ত লিংকে প্রবেশ করে রােল নম্বর ও পিন সঠিকভাবে এন্ট্রি দিয়ে Login করতে হবে। এরপর Admission Information নামে একটি পেইজ তথা আপনি যে কলেজে নির্বাচিত হয়েছেন তা দেখতে পাবেন এবং একইসাথে Application Form নামে একটি অপশন থাকবে, চূড়ান্তভাবে ভর্তির ফরম পূরণ করার জন্য সেটাতে ক্লিক করতে হবে।
ক্লিক করার পর যে পেজ আসবে তাতে আপনার নাম, পিতার সহ আপনি যে বিষয়ে চান্স পেয়েছেন তা সম্বলিত একটি পেজ আসবে। সেখানে আপনাকে Nationality এর বক্সে Bangladeshi লিখবেন। তারপর নিজ ধর্ম select করবেন। এরপর একজন গার্জিয়ান এর নাম দিবেন। তারপর গার্জিয়ান এর ফোন নম্বর এবং তার বার্ষিক আয় দিবেন।
ডিগ্রি ভর্তিতে মাইগ্রেশনের নিয়ম
নিচে একটি লেখা থাকবে যে, Do you want to change your assignment subject on based your preference list? অর্থাৎ আপনি যদি ১ম চয়েজ না পান এবং মাইগ্রেশন করতে চান তাহলে Yes এ ক্লিক করবেন নতুবা No তে ক্লিক করবেন। কেউ উপরের লিস্টের সাবজেক্ট না পেতে চাইলে মাইগ্রেশন না করলেও হবে।
শেষ ধাপ : এরপর নিচের দিকে (বাম পাশে) আপনার স্বায়ী এবং (ডান পাশে) বর্তমান ঠিকানা দিবেন। তারপর সবকিছু সঠিক হলে Save Information এ ক্লিক করুন। তারপর যে পেজ আসবে, সেখান থাকা Download অপশনে ক্লিক করে চূড়ান্ত ভর্তি ফরম ডাউনলোড করে প্রিন্ট করে নিবেন। এর মধ্যে একটি থাকবে কলেজ কপি এবং অন্যটি থাকবে স্টুডেন্ট কপি।
ভর্তি হতে যেসব কাগজপত্র লাগবে
ডিগ্রি চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করে বের করে ফরমটির নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। অর্থাৎ ফরমের নিচের দিকে থাকা স্টুডেন্ট সিগনেচার এর জায়গায় স্বাক্ষর দিতে হবে। এরপর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভর্তি ফি পরিশোধ করে নিম্নোক্ত কগজাদি কলেজে জমা দিতে হবে।
- অললাইন থেকে মূল আবেদন ফরম– ২ কপি (একটি কলেজ কপি আর অন্যটি স্টুডেন্ট কপি)
- পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
- SSC বা সমমান ও HSC বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র বা মার্কশিট- ১টি করে ২ টি।
- SSC বা সমমান ও HSC বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি – ১টি করে ২ কপি।
- SSC বা সমমান ও HSC বা সমমান পরীক্ষার প্রসংশাপত্র — ১টি করে ২ কপি।
- পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র। (২০২০ সালে এইচএসসি পাশ করছে শুধু তাদের জন্য প্রযোজ্য)
উল্লেখ্য যে সকল কাগজপত্র গুলোকে ২ সেট বানাতে হবে যার এক সেট বিভাগীয় সেমিনারে এবং অন্য সেট অফিসে জমা দিতে হবে। →উক্ত সেটের একটির মধ্যে ভর্তি ফরমের দুই কপি এবং এর কপিতে রঙ্গিন ছবি লাগাতে হবে। তাছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন ও মার্কশিটের ফটোকপি দিবেন। →আর অন্যটিতে আবার ভর্তি ফরমের কলেজ কপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন ও মার্কশিটের উভয়ের পত্রের মূল কপি, ৩-৪ টি ছবি দিতে হবে এবং অন্যান্য কাগজপত্র।
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি ফি কত টাকা
বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি বাবদ ৪৮৫/- টাকা সহ কলেজের বেতন ও সেশন ফি সব মিলিয়ে একটি সরকারি কলেজে আনুমানিক সাড়ে ৩ থেকে ৫ হাজার টাকার মত লাগবে আর বেসরকারি কলেজ হলে ১০ থেকে ১৫ হাজার বা তার বেশি লাগতে পারে। এসব ফি কলেজ কর্তৃক নির্ধারিত মাধ্যমে পরিশোধ করতে হবে। আর ফি প্রদান করতে দেরি করা যাবে। তবে ২৭ নভেম্বরের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
ডিগ্রি ভর্তি ফি যেভাবে জমা দিবেন
যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় কমন কোনো পদ্ধতি রাখেনি সেহেতু প্রত্যেক কলেজের আবেদন ফি দেওয়ার পদ্ধতি বা মাধ্যম ভিন্ন। তাই কোনো কলেজ বিকাশে, কোনো কলেজ রকেট বা শিওর ক্যাশে টাকা জমা ডিগ্রি ভর্তি ফি দিতে হয়। তবে কোন কলেজ কিসের মাধ্যমে, কোন নাম্বারে ফি জমা নিবে তা সংশ্লিষ্ট কলেজের নোটিশ বোর্ড থেকে জানতে হবে, যার ফলে আপনি চাইলে নিজে নিজেও ভর্তি ফি পরিশোধ করতে পারবেন। নিম্নে জনপ্রিয় মাধ্যমে বিকাশে টাকা জমা দেওয়ার নিয়ম দেয়া হলো :
বিকাশের মাধ্যমে টাকা ভর্তি ফি দেয়ার নিয়ম
১ম ধাপ : বিকাশ এপ অপেন করে পে বিল অপশনে ক্লিক করুন। তারপর প্রাপক অপশন থেকে আপনার কলেজের নাম অথবা বিলার আইডি (biller id) নম্বর দিন (এখানে নাম নাকি নম্বর দিতে হবে তা সংশ্লিষ্ট কলজের ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানতে পারবেন) এবং বিলার আইডি আসলে সেলেক্ট করুন।
২য় ধাপ : এবার student id এর জায়গায় আবেদন ফরমে থাকা বা মোবাইলে আসা ভর্তি রোল (Admission Roll) টা দিন। বি.দ্র. ম্যানুয়ালি মাস যা আসবে তাই থাকবে চেঞ্জ করার দরকার নেই। এবার next ধাপে যান।
৩য় ধাপ : এবার আপনাকে কত টাকা পে করতে হবে তা সংক্রান্ত একটা মেনু আসবে। এখানে কিছুই করতে হবে না। এবার next ধাপে যান।
৪র্থ ধাপ : এবার আপনাকে আপনার বিকাশের পিন নম্বর দিতে হবে। পিন দেওয়ার পর next এ যান এবং ট্যাপ করে চেপে ধরুন। নেট সংযোগ ভালো থাকলে সাথে সাথে পেমেন্ট হয়ে যাবে।
ডিগ্রি ভর্তির ১ম মেধাতালিকার ফলাফল বিজ্ঞপ্তি ২০২২

ভাই ডিগ্রির ১ম মেধা তালিকার রেজাল্ট দেখতে পাচ্ছিনা কেন?
রেজাল্ট এখনও দেয়নি। ২৩ তারিখ বিকালে ট্রাই করবেন।
আমি প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছি কিন্তু ভর্তি হতে পারিনি সময় শেষ। এখন আমি কি ২য় মেধা তালিকা ভতি হতে পারব বা অন্য কোনো পদ্ধতি থাকলে ভতি জানাবেন
না, ২য় মেধাতালিকায় ভর্তি হতে পারবে না। তবে রিলিজ স্লিপে আবেদন করে ভর্তি হতে পারবে।
স্যার ২য় মেধা তালিকা আসল না কেন? আমার ২টা মিলিয়ে ৭.৩৮
একাদশ শ্রেণিতে কলেজ নির্বাচন করার নিয়ম
ভাই আমি প্রথম মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছি কিনা সেটা কি sms দিয়ে জানিয়ে দিবে নাকি অন্য কিছু?
মেসেজ আসতেও পারে আবার নাও আসতে পারে। তবে ১ম মেধাতালিকার রেজাল্ট বের হলে অনলাইনে চেক করে নিতে পারবে। রেজাল্ট বের হলে আমাদের ওয়েবসাইটে রেজাল্ট দেখার নিয়ম বলে দেয়া হবে।
আমি ১ম মেধা তালিকায় আসি নাই। ২য় মেধা তালিকায় কি সিউর আসবো? আর কবে ২য় মেধা তালিকার ফল প্রকাশ হবে?
শিওর আসবে কিনা তা বলা যাবে না। কারন চান্স পাওয়ার বিষয়টা অনেক কিছুর উপর নির্ভর করে। তবে হতাশ হওয়ার কিছু নেই। আশা রাখুন চান্স হবে। তাও না হলে রিলিজ স্লিপ আছে।
2nnd merit lister result ki je clge apply korchilm etar upor depend kore dibe naki vai
হ্যা
আমি প্রথম মেধা তালিকা তে চান্স পাইনি তো দ্বিতীয় মেধা তালিকার জন্য কি আবার নতুন করে আবেদন করা লাগবে না যা আবেদন করা আছে সেটাই থাকবে ???
যেটা আছে সেটাই থাকবে। কোনোকিছু করতে হবে না।
২য় মেধা তালিকা কবে প্রকাশ করা হবে?
আনুমানিক ০৯ থেকে ১৩ জানুয়ারির মধ্যে দিবে।
ভাই আমি আবেদন ফরম ডাউনলোড দিয়েছি। এখন প্রিন্ট করব খুজে পাচ্ছিনা এখন কি করব?
প্রিন্ট করতে একটা প্রিন্টার লাগবে। যদি নিজের প্রিন্টার না থাকে তাহলে কম্পিউটার ঘরে গেলেই প্রিন্ট করতে পারবেন।
১ম মেধাতালিকায় চান্স না পেলে 2য় মেধা তালিকায় কী স্থান পাব? নাকি আবার রিলিজ স্কিপে আবেদন করব?
না, ২য় মেধাতালিকার জন্য অপেক্ষা করুন
আবেদন করতে হবে?
২য় মেধাতালিকার জন্য আবেদন করা লাগবে না এমনি রেজাল্ট দিবে। আর রিলিজ স্লিপের সময় আবার আবেদন করতে হবে।
ভাই আবার কি অনলাইনে আবেদন করতে হবে নাকি?
না, ২য় মেধাতালিকার ফল এমনি সময়মত দিবে।
ভাই যদি ২য় বার না আসে। তাহলে কি আবার আবেদন করতে হবে?
হ্যা, তবে সেটা রিলিজ স্লিপের সময়।
এটা তো নাকি রেজাল্ট এর মাধ্যমে দেয়, আমার এসএসসি তে ৪.৩৯ এবং এইচএসসি তে ৩.৫০ বিজ্ঞান বিভাগ থেকে, এখন আমি ফরম নিয়ে ছিলাম বি এস এস থেকে, তারপরেও ২য় মেধা তালিকায় আসবো না? 🥺🥺
শহরে হলে ৯০% সম্ভাবনা আছে আর উপজেলায় হলে ৯৭% সম্ভাবনা আছে।
Age jodi apply na kori tahole ki 2nd merit list er result dear age otoba release slip er jonno Notun kre apply krte parbo?
দুঃখিত! না, আগে (প্রাথমিক) আবেদন না করলে রিলিজ স্লিপ বা মেরিট লিস্টে কোথাও চান্স বা আবেদন করতে পারবে না।
Tahole ki direct college e giye borti hote parbo?
na, direct vorti hote parbe na. age apply kore then result asle vorti hote hobe.
২য় মেধাতালিকার রেজাল্ট কবে দিবে?
between 9 to 13 January 2022
ভাই আমি প্রথম মেরিট লিস্টে চান্স পাই নাই এখন ২য় মেরিট লিস্টে যদি চান্স না পাই সেই ক্ষেত্রে কি করতে হবে আমার??
রিলিজ স্লিপে আবেদন করবেন
আজকে তো রেজাল্ট দেওয়ার কথা ছিল
আজকে নয় বিস্তারিত এখানে (ডিগ্রি ২য় মেধাতালিকার ভর্তি ফলাফল ২০২১) দেখো
ভাই রিলিজ স্লিপে কখন আবেদন করতে হবে?
ডিগ্রি (পাস) ১ম রিলিজ স্লিপের আবেদন ২০২২
degree ২০২২ প্রথম মেধা তালিকা কখন প্রকাশ হয়েছে?
na