আলিম ফরম ফিলাপ ২০২২

আলিম ফরম ফিলাপ ২০২২আলিম ফরম ফিলাপ 2022 | আলিম ফরম পূরণ ২০২২ : আপনি যদি দেশের সকল সরকারি বা বেসরকারি আলিয়া মাদরাসার আলিম শ্রেণীর ফরম ফিলাপ সম্বন্ধে বিস্তারিত জানতে চান তাহলে সঠিক পেইজে অবস্থান করছেন। মাদ্রাসা শিক্ষা বোর্ড অধীনে বাংলাদেশের সকল মাদরাসায় ২০২২ সালের আলিম পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি চলতি বছরের জুনের প্রথম দিকে প্রকাশিত হবে। নিম্নে ২০২২ সালের আলিম পরীক্ষার ফরম পূরণের নিয়মাবলীসহ বিস্তারিত তথ্য দেওয়া হলো :

আলিম পরীক্ষার ফরম ফিলাপ ২০২২

আপনি এই পোষ্ট হতে যা যা জানতে পারবেন : ২০২২ সালের আলিম পরীক্ষার ফরম ফিলাপের নিয়ম, আলিম ফরম ফিলাপ ফি ২০২২, ফরম করার যোগ্যতা, আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২২, আলিম পরীক্ষার ফরম পূরণের নিয়মাবলি ও বিজ্ঞপ্তি সহ আলিম পরীক্ষার ফরম পুরনের বিস্তারিত তথ্যবলি :

আলিম ফরম ফিলাপ শুরু ০৮ জুন ২০২২ হতে
আলিম ফরম ফিলাপ শেষ২২ জুন ২০২২ পর্যন্ত
প্রতিষ্ঠান কর্তৃক ফি দেয়ার শেষ সময় ২৩ জুন ২০২২ পর্যন্ত
আলিম পরীক্ষা শুরু২২ আগস্ট ২০২২ হতে
(সম্ভাব্য)

আরও দেখুন : ২০২২ সালের দাখিল পরীক্ষার ফরম ফিলাপ

আলিম ফরম ফিলাপ নিয়ম ২০২২

বিগত বছর বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর কারণে শিক্ষার্থী কর্তৃক আলিম পরীক্ষার ফরম পূরণ ও পরীক্ষার ফি সম্পূর্ণরূপে অনলাইনে প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কিন্তু এবার (২০২২) পুরোনো নিয়মেই শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপের ফি গ্রহণ করবে শিক্ষাপ্রতিষ্ঠান। অর্থাৎ শিক্ষার্থী ফরম ফিলাপের নির্ধারীত সময়ের মধ্যে নিজ নিজ মাদরাসায় গিয়ে টাকা দিয়ে আসতে হবে। তবে কিছু কিছু মাদরাসা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফরম ফিলাপের ফি জমা নিতে পারে।

২০১৭-২০১৮ সেশনের পূর্বের রেজিস্ট্রেশনধারী কোন পরীক্ষার্থী ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তবে ২০১৬-২০১৭ সেশনের এক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী ব্রেজিস্ট্রেশন নবায়ন করে এক বিষয়ের (চতুর্থ বিষয় বাদে) পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

আরও দেখুন : দাখিল নবম শ্রেণির রেজিস্ট্রেশন ২০২১

আলিম ফরম ফিলাপ ফি জমা দেয়ার নিয়ম ২০২২

ফি পরিশােধের জন্য “OK” বাটনে ক্লিক করলে চিত্রে প্রদর্শিত Sonali Payment Gateway পেজ প্রদর্শিত হবে। উক্ত পেজ থেকে এবার আপনি আপনার পছন্দমত যে কোন একটি অপশন ব্যবহার করে ফি পরিশােধ করতে পারবেন। আপনি এবার মােবাইল ব্যাংকিং এর যেকোনো মাধ্যম (bKash, Nagad, Rocket, Upay) বা যেকোন ব্যাংকের ভিসা / মাস্টার কার্ড, এমেক্স কার্ড, ডাচ-বাংলা ব্যাংকের নেক্সাস কার্ড এবং সােনালী ব্যাংক লিমিটেডের কোন শাখায় আপনার একাউন্ট থাকলে “Account Transfer” থেকে ফি প্রদান করতে পারবেন। নিম্নে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি প্রদান করার নিয়মাবলি দেয়া হলো :

বিকাশ (bkash) এর মাধ্যমে ফি পরিশোধ পদ্ধতি

আপনি যদি মােবাইল ব্যাংকিং bKash এর মাধ্যমে ফি পরিশােধ মাধ্যমে ফি পরিশােধ করতে চান তাহলে “Mobile Banking” আইকনে ক্লিক করে bKash আইকনে ক্লিক করুন। নিম্নে প্রদর্শিত ২য় ছবির ন্যায় পেজ প্রদর্শিত হলে আপনার বিকাশ নম্বরটি প্রদানপূর্বক “Confirm” বাটনে ক্লিক করুন। এরপর আপনার বিকাশ নম্বরে SMS এর মাধ্যমে একটি Verification Code প্রেরিত হবে, যা উপরের ৩য় ছবিতে প্রদর্শিত bKash Verification Code ফিল্ডে প্রদান করে “Confirm” বাটনে ক্লিক করলে সফলভাবে ফি পরিশােধিত হবে এবং bKash থেকে একটি SMS নােটিফিকেশন মােবাইল নম্বরে প্রেরিত হবে।

নগদ (Nagad) এর মাধ্যমে ফি পরিশোধ পদ্ধতি : আপনি যদি মােবাইল ব্যাংকিং Nagad এর মাধ্যমে ফি পরিশােধ করতে চান তাহলে “Mobile Banking” আইকনে ক্লিক করে নগদ আইকনে ক্লিক করুন। উপরে প্রদর্শিত দ্বিতীয় ছবির ন্যায় পেজ প্রদর্শিত হলে আপনার নগদ একাউন্ট নম্বর প্রদানপূর্বক “Proceed” বাটনে ক্লিক করে PIN প্রদান করলে সফলভাবে ফি পরিশােধিত হবে এবং নগদ থেকে একটি SMS নােটিফিকেশন মােবাইল নম্বরে প্রেরিত হবে।

রকেট (Rocket) এর মাধ্যমে ফি পরিশোধ পদ্ধতি : আপনি যদি মােবাইল ব্যাংকিং Rocket এর মাধ্যমে ফি পরিশােধ করতে চান তাহলে “Mobile Banking” আইকনে ক্লিক করে রকেট আইকনে ক্লিক করুন। উপরে প্রদর্শিত দ্বিতীয় ছবির ন্যায় পেজ প্রদর্শিত হলে আপনার রকেট একাউন্ট নম্বর ও পিন প্রদানপূর্বক “submit” বাটনে ক্লিক করলে সফলভাবে ফি পরিশােধিত হবে এবং ডাচ – বাংলা ব্যাংক থেকে একটি SMS নােটিফিকেশন মােবাইল নম্বরে প্রেরিত হবে। সফলভাবে পেমেন্ট সম্পন্ন হলে একটি কনফার্মেশন এসএমএস (SMS) মােবাইলে প্রেরিত হবে এবং চিত্রে প্রদর্শিত পেমেন্ট স্লিপ প্রদর্শিত হবে যা সংরক্ষন করতে হবে।

ফি পরিশোধের পর পে স্লিপ সংরক্ষণ : এবার সফলভাবে পেমেন্ট সম্পন্ন হলে একটি কনফার্মেশন এসএমএস (SMS) মােবাইলে প্রেরিত হবে এবং চিত্রে প্রদর্শিত পেমেন্ট স্লিপ প্রদর্শিত হবে যা সংরক্ষন করতে হবে।

পেমেন্ট স্লিপ না পেলে নিম্ন চিত্রে প্রদর্শিত Menu Bar এ ক্লিক করে Search Bar এ ট্রানজেকশন নম্বর লিখে সার্চ বাটনে ক্লিক করলে পেমেন্ট স্লিপ পাওয়া যাবে। Help menu – তে এইচএসসি / আলিম / সমমান পরীক্ষার ফরম ফিলাপের ফি পেমেন্ট সংক্রান্ত যাবতীয় সেবা প্রাপ্তির ই-মেইল এড্রেস ও মােবাইল নম্বর পাওয়া যাবে। Complain menu থেকে Make Complain অপশন ব্যবহার করে পেমেন্ট সংক্রান্ত যে কোনাে সমস্যা সমাধানের জন্য সাহায্য পাওয়া যাবে। Complain menu এর My Complain অপশন থেকে Complain ID অথবা Student ID ব্যবহার করে আপনার সাবমিটকৃত সমস্যার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন।

এক : নিয়মিত, অনিয়মিত, আংশিক বিষয়ে অকৃতকার্য, শুধু আবশ্যিক বিষয়ে অকৃতকার্য, প্রাইভেট পরীক্ষার্থী, জিপিএ উন্নয়ন সহ সকল ধরণের পরীক্ষার্থীকে অবশ্যই ফরম পূরণ করতে হবে। কেননা ফরম পূরণ ব্যতীত পরীক্ষার্থীর ফলাফল প্রকাশের সুযোগ নেই। দুই : নির্ধারিত সময়ের মধ্যে কোন পরীক্ষার্থী ফি পরিশােধ করতে ব্যর্থ হলে তার ফরম পূরণ সম্পন্ন হয়নি বলে গণ্য হবে।

(গ) এক্ষেত্রে সােনালী ব্যাংক এবং মােবাইল ফিনান্সশিয়াল সার্ভিস (MFS) এর সার্ভিস চার্জও (বাের্ড কর্তৃক নির্ধারণকৃত) অপারেটর কেটে নিবে। যে অপারেটরের মাধ্যমে ফি পরিশােধ করা হবে সেই অপারেটরের সংশ্লিষ্ট একাউন্টে / ওয়ালেটে বোর্ড ফি , কেন্দ্র ফি ও প্রতিষ্ঠানের পাওনা এবং সার্ভিস চার্জসহ সর্বমােট টাকার ন্যূনতম ব্যাল্যান্স থাকতে হবে।

(ঘ) পেমেন্ট করার পর পরীক্ষার্থীকে তার ফরম পূরণ সম্পন্ন হয়েছে মর্মে একটি SMS এর মাধ্যমে নিশ্চিত করা হবে। কোন কারিগরি ত্রুটির কারণে পরীক্ষার্থী SMS না পেলে নিজ নিজ বাের্ডের ওয়েবসাইটে Student Panel থেকে তার ফরম পূরণের Status যে কোন সময় দেখতে পাবে। প্রতিষ্ঠানকর্তৃক নির্বাচিত পরীক্ষার্থীরাই ফরম পূরণের জন্য ফি জমা দিতে পারবে।

আলিম ফরম ফিলাপ ফি ২০২২

সাধারণ, মুজাব্বিদ ও বিজ্ঞান বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের আলিম পরীক্ষার ফরম ফিলাপ ফি ২০২২ নিম্নে একসাথে ছক আকারে দেওয়া হয়েছে। এখানে একজন শিক্ষার্থীর নিজ প্রতিষ্ঠানের বেতন ব্যতীত শুধুমাত্র বোর্ড কর্তৃক নির্ধারিত ফরম পূরণের ফি এর হার দেওয়া হয়েছে। তবে অনিয়মিত, জিপিএ উন্নয়ন এবং প্রাইভেট শিক্ষার্থীদের জন্য কমবেশ আরও লাগবে।

বিবরণ (নিয়মিত)বোর্ড ফি কেন্দ্র ফি (ব্যবহারিক সহ) সর্বমোট
সাধারণ শাখা১৫৭০/- টাকা ৪০০ টাকা১৯৭০ টাকা
মুজাব্বিদ শাখা১৫৭০/- টাকা ৪০০ টাকা১৯৭০ টাকা
বিজ্ঞান শাখা১৭৭০/- টাকা ৭৬০ টাকা২৫৩০ টাকা
আলিম ফরম ফিলাপ ফি ২০২২ part -1
অন্যান্য শিক্ষার্থীর বিবরণফি’র হার
এক বিষয় (অনিয়মিত)৭৯৫/- টাকা
দুই বিষয় (অনিয়মিত)৮৯৫/- টাকা
প্রাইভেট (মানবিক/কমার্স)১৮৭০/- টাকা
প্রাইভেট (বিজ্ঞান)২৪৩০/- টাকা
মান উন্নয়ন (১ বিষয়)৮৯৫/- টাকা
আলিম ফরম ফিলাপ ফি ২০২২ part -2

তবে নিজ নিজ প্রতিষ্ঠানের বেতন এতে সম্পৃক্ত হবে। অর্থাৎ ২০২০ সালের জুলাই হতে ২০২২ সালের জুন পর্যন্ত ২৪ মাসের বেতন মিলে আরও দ্বিগুণ বা তার বেশি টাকা আসতে পারে। তাই বেতন গুলো আলাদা বিষয়। তবে ফরম ফিলাপের টাকার সাথে বেতনও নেয়া হবে। তাই উপরে উল্লোখিত পরিমাণের চেয়ে অবশ্যই টাকা বেশি আসবে।

যারা ফরম পূরণ করতে পারবে ২০২২

২০২২ সালের আলিম পরীক্ষায় যারা যারা ফরম পূরণ করতে পারবে তা হচ্ছে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের নিয়মিত ও ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনিয়মিত এবং (রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে) জি, পি, এ উন্নয়ন বা Improvement পরীক্ষার্থী।

যে সকল পরীক্ষার্থী ২০১৯ অথবা ২০২০ অথবা ২০২১ সালের আলিম পরীক্ষায় এক বা একাধিকবার অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২২ সালে অনুষ্ঠেয় আলিম পরীক্ষায় অবশিষ্ট অকৃতকার্য বিষয়/বিষয়সমূহে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

যে সকল পরীক্ষার্থী ২০১৭ অথবা ২০১৮ অথবা ২০১৯ সালের আলিম পরীক্ষায় এক/দুই বিষয়ে অকৃতকার্য হয়ে ২০১৭ অথবা ২০১৮ অথবা ২০১৯ অথবা ২০২০ সালের আলিম পরীক্ষায় ঐ এক/দুই বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণকালে বহিষ্কৃত অথবা অভিযুক্ত হয়েছে এবং শৃংখলা কমিটির সিদ্ধান্ত মােতাবেক ২০১৮, ২০১৯, ২০২০ সালের পরীক্ষা বাতিল হয়েছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারাও ২০২২ সালে সকল বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

আংশিক বিষয়ে অংশগ্রহণকারী পরীক্ষার্থীগণ কখনই চতুর্থ বিষয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তবে পরীক্ষার্থীগণ ইচ্ছা করলে এক/দুই বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ না করে ৪র্থ বিষয়সহ সকল বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

২০১৮-২০১৯ সেশনের পূর্বের রেজিস্ট্রেশনধারী কোন পরীক্ষার্থী ২০২২ সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীদের মধ্যে যারা ইতােমধ্যে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে এক বিষয়ে (চতুর্থ বিষয় ব্যতীত) অকৃতকার্য হয়েছে তারা ফরম পূরণ (e-FF) এর পূর্বে ২৫০/- টাকা হারে রেজিস্ট্রেশন নবায়ন ফি বাের্ডে জমা দিয়ে রেজিস্ট্রেশন নবায়ন পূর্বক ২০২২ সালে ঐ এক বিষয়ের (চতুর্থ বিষয় ব্যতীত) পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

২০২১ সালের আলিম পরীক্ষায় যে সকল অনিয়মিত এবং প্রাইভেট পরীক্ষার্থীদের মধ্যে যারা দুই বা ততােধিক বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছে এবং যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গেছে তারা কোন অবস্থাতেই রেজিষ্ট্রেশন নবায়ন করে ২০২২ সালের আলিম পরীক্ষায় একাধিক বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

যে সকল পরীক্ষার্থী ২০১৯, ২০২০ ও ২০২১ সালের আলিম পরীক্ষার যে কোন এক বা একাধিক বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে এক বিষয়ে (চতুর্থ বিষয় ব্যতীত) পরীক্ষায় অকৃতকার্য হয়েছে এবং যে কোন কারনে তারা ২০১৯, ২০২০ ও ২০২১ সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, অথচ তাদের ২০২১ সালের রেজিষ্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গেছে তারাও ২৫০/- টাকা নবায়ন ফি বাের্ডে জমা দিয়ে শুধু একবারের জন্য রেজিস্ট্রেশন নবায়ন পূর্বক ২০২২ সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

বিঃ দ্রঃ- আংশিক বিষয়ের পরীক্ষার্থী হিসেবে কখনােই চতুর্থ বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না এবং দুই বা ততােধিক বিষয়ে অকৃতকার্য থাকলে কখনােই রেজিস্ট্রেশন নবায়ন করা যাবে না। পরীক্ষাথার রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় সম্পর্কে চিত হয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সকল মাদ্রাসা প্রধানকে বিশেষভাবে অনুরােধ করা হলাে।

পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালায় উল্লিখিত শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং-শিম/শা-১০/৭ পরীক্ষা ২ গ্রেডিং)/২০০২/৬১০০; তারিখঃ ০৪/০১/২০০৩ এর ১ (ঞ) এ বর্ণিত নিয়ম মােতাবেক ২০২২ সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীগণকে চতুর্থ বিষয়ের সুবিধা প্রদান করা হবে।

কেবল ২০২১ সালের আলিম পরীক্ষায় সকল বিষয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ  হয়েছে এবং GPA ৫ .০০ এর কম পেয়েছে তারা ইচ্ছা করলে রেজিষ্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে ২০২২ সালের আলিম পরীক্ষায় GPA উন্নয়নের জন্য পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে তাদেরকে সকল বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

যে সকল পরীক্ষার্থী- ২০২১ সালের আলিম পরীক্ষায় ০১ বা ০২ বিষয়ের  পরীক্ষা দিয়ে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা  কখনই ২০২২ সালের আলিম পরীক্ষায় জি, পি, এ উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

২০২২ সালের আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস

বিগত বছরের মত ২০২২ সালের আলিম পরীক্ষার সময় ও নম্বর হ্রাস করে সংক্ষিপ্ত সিলেবাসে ১৩ টি বিষয়ে পরীক্ষা গ্রহন করা হবে এবং ICT বিষয়ের কোনো পরীক্ষা নেয়া হবে না এবং তা জেডিসি ও দাখিল পরীক্ষার নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে নম্বর প্রদান করা হবে।

আলিম ফরম ফিলাপ বিজ্ঞপ্তি ২০২২

আলিম ফরম ফিলাপ ২০২২ part 1
আলিম ফরম ফিলাপ ২০২২ part 1
আলিম ফরম ফিলাপ ২০২২ part 2
আলিম ফরম ফিলাপ ২০২২ part 3
আলিম পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত অন্যান্য কিছু নিয়মাবলী
  • সকল পরীক্ষার্থীর জন্য GPA উন্নয়ন পরীক্ষার্থী ব্যতীত নিবাচনী পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। তবে যে সকল পরীক্ষার্থী ইতােমধ্যে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে, তাদের নিবচিনী পরীক্ষায় উত্তীর্ণের বিষয়টি বাধ্যতামূলক নয়।
  • নিচিনী পরীক্ষার উত্তরপত্র মাদরাসা কর্তৃপক্ষকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। প্রয়োজনবােধে নিবাচনী পরীক্ষার উত্তরপত্র বাের্ড কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে।
  • পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে উল্লিখিত বিষয়/বিষয়সমূহে-ই তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বাের্ডের অনুমতিক্রমে বিষয় পরিবর্তন না করে রেজিস্ট্রেশন কার্ড বহির্ভূত কোন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলে, অংশগ্রহণকৃত বিষয় বিষয়সমূহ বাদ দিয়েই তার মূল প্রকাশ করা হবে।
  • কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী এবং নির্বাচনী পরীক্ষায় সকল বিষয়ে উত্তীর্ণ পরীক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবে। তবে আংশিক বিষয়ের (এক/দুই বিষয়) পরীক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট বিষয়/বিষয় সমূহের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক নয়। কোন পরীক্ষার্থী তার রেজিস্ট্রেশন বহির্ভূত কোন বিষয়/বিষয় সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করলে উক্ত বিষয়/বিষয় সমূহের পরীক্ষা কোনরূপ যােগাযােগ ছাড়াই বাতিল করা হবে।
  • কোন পরীক্ষার্থী তার নিয়ন্ত্রণ বহির্ভূত কারণ কিংবা শারীরিক অসুস্থতার জন্য নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে কিংবা নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর অভিভাবকের লিখিত আবেদন ও পরীক্ষার্থীর প্রাক-নির্বাচনী পরীক্ষার সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে পরীক্ষার ফরম পূরণ করতে পারবে।
  • বিঙ্গান বিভাগ আছে এমন কােন বিষয় নিয়ে কোন পরীক্ষার্থী প্রাইভেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
  • কোন অবস্থাতেই মান উন্নয়ন পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনে উল্লেখিত বিষয় ও মাদ্রাসা পরিবর্তন করা যাবে না। তাদের Online এ ফরম পূরণসহ প্রয়ােজনীয় কাগজপত্রের যথাস্থানে পূর্বের রেজিস্ট্রেশন নম্বর , রােল নম্বর , প্রাপ্ত GPA উল্লেখ করতে হবে। Online -এ পূণকৃত ফরমের প্রিন্ট আউট – এর ক্রমিকের স্কুলে GPA উন্নয়ন শব্দটি লিখতে হবে। 
  • তাদের পরীক্ষার পূরণকৃত ফরমের সাথে ২০১৯ সালের আলিম পরীক্ষার প্রবেশপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর সত্যায়িত ফটোকপি অবশ্যই সংযােজন করে চূড়ান্ত তালিকার সাথে আলাদাভাবে জমা দিতে হবে। পরীক্ষার্থীর GPA উন্নয়ন হলে তা গ্রহণ করা হবে। অন্যথায় পূর্বের GPA বহাল থাকবে।

10 thoughts on “আলিম ফরম ফিলাপ ২০২২”

  1. Jahidul islam

    আলিম মানবিকের ফরম ফিলাপের টাকা বেশি নিচ্ছে বাট কোন কিছু করতে পারছিনা। যেখানে বোর্ড থেকে নির্ধারণ ১০৭০ টাকা, আর আমাদের নিচ্ছে ৩৭০০ টাকা ফি বেতন ছাড়াও।

    1. আমাকে এটা নিশ্চিত করে বল যে ৩৭০০ টাকা কি মেসেজ দিয়ে বলা হয়েছে নাকি তারা (মাদরাসা) থেকে সরাসরি বলেছে? আর তোমাদের কাছ থেকে ফরম ফিলাপের ফি নিবে কেন? ফরম ফিলাপের ফি তো তোমরা নিজেরাই দিবে। পারলে মোবাইলের মেসেজটার স্কিনশর্ট তুলে দিবে। এখানে না পারলে ওয়েবসাইটের উপরের দিকে থাকা contact me থেকে আমাকে ইমেইল করবে।

  2. মোঃ আতিকুর রহমান

    আমার অজান্তেই অন্য কোনো প্রতিষ্ঠানে আমার ভর্তি হয়ে গেছে কিন্তু আমি জানিনা কোন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। এখন এটা বের করার কোনো পদ্ধতি আছে? প্লিজ কারো জানা থাকলে আল্লাহর ওয়াস্তে আমাকে কেউ একটু সাহায্য করেন। আমার রোল; 203013 রেজিস্টেশন: 1518742688

    1. এটা বের করার কোনো অনলাইন পদ্ধতি আছে বলে মনে হয় না। তবে এক কাজ করতে পারেন যেসব মাদরাসায় আপনার ভর্তি করানো হতে পারে সেসব মাদরাসায় গিয়ে যাচাই করলে তারা বলতে পারবে। এ জন্য সরাসরি মাদ্রাসায় যেতে হবে। কোন কোন মাদরসায় আপনার ভর্তি হতে পারে তা অনুমান করে নিন অথবা নিকটস্থ কয়েকটি মাদরাসায় গিয়ে যোগাযোগ করুন।

  3. ভাই ভুলে যদি কেউ ২০২০ এ দাখিল পরিক্ষা দিছে কিন্তু আলিমে আর রেজিষ্ট্রেশন করাই নাই তারা কি ফরম ফিলাল করতে পারবে?

  4. Ahmad Sharif

    আমি অনিয়মিত পরীক্ষার্থী আমার কি প্রশ্ন আলাদা হবে?
    যদি আলাদা প্রশ্ন হয় বর্তমান সিলেবাসের আলোকে প্রশ্ন হবে নাকি যেই সালের প্রকৃত পরীক্ষার্থী ছিলাম সেই সিলেবাস অনুযায়ী?
    আমার ক্ষেত্রেও কি 50 নম্বরের পরীক্ষা হবে?

  5. ২০২২ এর আলিম পরীক্ষার বোর্ড ফি সর্বমোট কত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!