শুধুমাত্র যশোর শিক্ষা বোর্ড আজ ৫ম পর্যায়ে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে। যেকোন জেলার শিক্ষার্থী এটাতে আবেদন করতে পারবে। তবে যারা ভর্তি হয়ে গেছে তারা আবেদন করতে পারবে না। নিম্নে ভর্তি বিজ্ঞপ্তি সহ বিস্তারিত দেখুন :
৫ম পর্যায়ে আবেদনের সময়
আবেদন শুরু | ২১ মার্চ ২০২৩ হতে |
আবেদন চলবে | ০৪ এপ্রিল ২০২৩ পর্যন্ত |
ফল প্রকাশ | ১০ এপ্রিল ২০২৩ |
চূড়ান্ত ভর্তি চলবে | ২০ এপ্রিল ২০২৩ পর্যন্ত |
আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হও : HSC Admission Helpline
যারা ৫ম পর্যায়ে আবেদন করতে পারবে
- যারা পূর্বে আবেদন করেনি।
- যারা আবেদন করে কোন কলেজে চান্স পায়নি
- যারা ভর্তি নিশ্চায়ন করেনি।
- যারা নিশ্চায়ন করেও কলেজে ভর্তি হয় নি।
উল্লেখ্য, যারা ভর্তি নিশ্চায়ন করেছো অথচ ভর্তি হও নি তাদের নিশ্চায়ন বাতিল করতে হবে না। কেননা কলেজে ভর্তি না হওয়াতে তাদের নিশ্চায়ন অটোমেটিক বাতিল হয়ে যাবে।
নির্ধারিত সময়ের পর আর কোনোভাবে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীর ভর্তির সুযোগ থাকবে না। ফলে, কলেজ নির্বাচনের ক্ষেত্রে নিজ জিপিএ এবং সংশ্লিষ্ট কলেজের শূন্য আসন সংখ্যা বিবেচনায় নিয়ে সতর্কতার সাথে কলেজ পছন্দক্রম নির্বাচন করতে হবে।
আবেদনের লিংক
৫ম পর্যায়ে আবেদনে সর্বনিম্ন ০৫ টি ও সর্বোচ্চ ১০ টি কলেজে আবেদন করা যাবে। সবাই সতর্কতার সাথে কলেজ চলেস দিবে। সে জন্য আগেবাগে তোমার যোগ্যতা ও পছন্দ অনুযায়ী একটা লিস্ট করে নিবে। ৫ম ধাপে খালি আসনের তালিকা নিম্নে দেয়া আবেদন করার লিংকে পেয়ে যাবে।
যশোর বোর্ডের ওয়েবসাইটের বাম দিকে “Our Services” অংশের “XI (Eleven) Class Admission” মেনু থেকে অনলাইনে ভর্তির জন্য ০৫(পাঁচ)টি কলেজ/ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পছন্দক্রম অনুসারে নির্বাচন করে আবেদন দাখিল করতে পারবে।
অনলাইনে আবেদন দাখিলের পর ০৩ দিনের মধ্যে অটো জেনারেটেড সোনালী সেবা রসিদে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ৫৭৮/- (পাচশত আটাত্তর টাকা) (১৫০/- আবেদন ফি, ৩২৮/- রেজিস্ট্রেশন ফি, ১০০/- ডাটা এন্ট্রি ফি) জমা দিতে হবে। সোনালী সেবার মাধ্যমে টাকা ব্যাংকে জমা হওয়ার পর আবেদন দাখিলের কাজ সম্পন্ন হবে। অন্যথায় দাখিলকৃত আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
আবেদন করার পর করণীয়
একজন শিক্ষার্থী যে কলেজগুলো নির্বাচন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার মনোনয়ন নির্ধারণ করা হবে এবং এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে যে কলেজে শিক্ষার্থীকে মনোনয়ন দেয়া হবে সেই কলেজেই শিক্ষার্থীকে ২০-০৪-২০২৩ তারিখের মধ্যে ভর্তি হতে হবে।
কলেজ মাইগ্রেশনের বা আবেদন বাতিলের বা পুনরায় আবেদনের কোন সুযোগ থাকবে না। মনোনয়ন প্রাপ্ত কলেজে নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি না হলে, মনোনয়ন এবং আবেদন বাতিল হয়ে যাবে; পরবর্তীতে 2022-2023 শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করার আর কোনো সুযোগ থাকবে না।
৫ম পর্যায়ে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
উল্লেখ্য যে, ৫ম পর্যায়ে আবেদনের রেজাল্টে কোন মাইগ্রেশন থাকবে না এবং ফলাফল একবারই প্রকাশিত হবে।
আরও দেখুন : একাদশ শ্রেণিতে ভর্তি হতে কি কি লাগবে
আরও দেখুন : একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি সহ সকল তথ্য
পোস্টটি সর্বশেষ আপডেট করা হয়েছে ১৩ মার্চ ২০২৩ তারিখ রাত ৮ টায়।