৪র্থ পর্যায়ে ভর্তির রেজাল্ট ২০২২ প্রকাশিত । এখনই দেখে নিন

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ৪র্থ পর্যায়ে ভর্তির রেজাল্ট ২০২২ আজ ১২ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। একইসাথে দেশের সকল কলেজের ভর্তি ফলাফল প্রকাশিত হবে। তো চলুন জেনে নেই যেভাবে একাদশ শ্রেণিতে ৪র্থ ধাপে ভর্তির ফলাফল ২০২২ দেখবেন এবং রেজাল্ট পরবর্তী করণীয় :

আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হও : HSC Helpline

আরও দেখুন : একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়ন পদ্ধতি ২০২২

৪র্থ পর্যায়ে ভর্তির রেজাল্ট দেখার নিয়ম

একাদশ শ্রেণির ভর্তির রেজাল্ট দুইভাবে দেখা যায়। তথা : এসএমএস ও ওয়েবসাইট। এসএমএস এর মাধ্যমে বোর্ড সময়মত শিক্ষার্থীর মোবাইলে ফল জানিয়ে দিবে। এ জন্য শিক্ষার্থীকে কোন এসএমএস দিতে হবে না। উল্লেখ্য আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে ফল জানিয়ে দেয়া হবে।

তবে কেউ মোবাইলে মেসেজ না পেলে সরাসরি ওয়েবসাইট থেকে তার ভর্তি ফল জানতে পারবে। উল্লেখ্য যে, রেজাল্ট নির্ধারিত তারিখের রাত ৬ টায় প্রকাশিত হবে। ওয়েবসাইটে রেজাল্ট দেখার নিয়ম দেখুন :

একাদশ শ্রেণিতে ৪র্থ পর্যায়ে ভর্তির রেজাল্ট ২০২২

১ম ধাপ : প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।

Result Link 1 Result Link 2

২য় ধাপ : এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি রোল নম্বর দিন। এরপর এসএসসি পরীক্ষার বোর্ড, পাসের সাল এবং এসএসসির রেজিস্ট্রেশন নম্বর দিন।

৩য় ধাপ : এরপর Verification কোডটি সঠিকভাবে পূরণ করে “View Result” Button -এ ক্লিক করতে হবে। এখন আপনি একাদশ শ্রেণিতে কোন কলেজে চান্স পেয়েছেন তা দেখতে পারবেন।

৪র্থ পর্যায়ে ভর্তির রেজাল্ট পরবর্তী করণীয়

যারা চান্স পেয়ে যাবে তারা সাথে সাথে ভর্তি নিশ্চায়ন বা রেজিস্ট্রেশন করে নিবে। মনে রাখবে ভর্তি নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হয়ে যাবে। এমনকি পরবর্তীতে কোথাও আবেদন করতে পারবে না।ভর্তি নিশ্চায়ন ফি ৩২৮ টাকা। মোবাইল ব্যাংকিং চার্জ সহ ৩৩৫ টাকা হতে পারে।

আগামী ১৩/০২/২০২৩ হতে ১৫/০২/২০২৩ তারিখের মধ্যে ওয়েবসাইটে উল্লেখিত অপারেটরের মাধ্যমে ফি জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন করার পর ১৫/০২/২০২৩ তারিখ বিকাল ০৫ টার মধ্যে সংশ্লিষ্ট কলেজে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সহ ভর্তি ফি দিয়ে ভর্তি হয়ে যেতে হবে।

আরও দেখুন : একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়ন পদ্ধতি ২০২২

পছন্দের কলেজে চান্স না পেলে যা করবে

৪র্থ পর্যায়ে চান্স না পেলে কোনো কিছু করার নেই। তবে বোর্ড চাইলে আসন খালি থাকা সাপেক্ষে ৫ম পর্যায়ে আবার আবেদনের সুযোগ দিতে পারে। সে জন্য কলেজে জানিয়ে রাখতে পার।

কলেজ পরিবর্তন করতে চাইলে যা করবে

কলেজ পরিবর্তন করতে চাইলে কলেজ ট্রান্সফার এর জন্য অপেক্ষা করতে হবে। কেননা ৪র্থ পর্যায়ে মাইগ্রেশন নেই।

আরও দেখুন : একাদশ শ্রেণির কলেজ পরিবর্তন

গ্রুপ পরিবর্তন করতে চাইলে যা করবে

এটারও কলেজ পরিবর্তনের মত সেইম পদ্ধতি।

আরও দেখুন : একাদশ শ্রেণির গ্রুপ ও বিষয় পরিবর্তন

একাদশ শ্রেণিতে ৪র্থ পর্যায়ে ভর্তির সময়সীমা

ফল প্রকাশ১২ ফেব্রুয়ারি ২০২৩, রাত ৬ টা
নিশ্চায়ন সময়১৩ হতে ১৫ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত
ভর্তির সময়১৩ হতে ১৫ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত

আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হও : HSC Helpline

আরও দেখুন : একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়ন পদ্ধতি ২০২২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!