একাদশে ৪র্থ পর্যায়ের আবেদন ২০২৪ ও তৎ পরবর্তী করণীয়

একাদশে ৪র্থ পর্যায়ের আবেদন ২০২৪ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা এখনও ভর্তি হননি তারা ৪র্থ পর্যায়ে আবেদন করতে পারবেন। আজ আমরা জানব ৪র্থ পর্যায়ের আবেদন ২০২৪ ও তৎ পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য :

Update

একাদশ শ্রেণির ৪র্থ পর্যায়ে আবেদনের বিজ্ঞপ্তি আজ প্রকাশিত হয়েছে। (পোস্টটি সর্বশেষ আপডেট করা হয়েছে ০৮ আগস্ট, ২০২৪ দুপুর ১ টায়।)

৪র্থ পর্যায়ে আবেদনে সর্বনিম্ন ০৫ টি ও সর্বোচ্চ ১০ টি কলেজে আবেদন করা যাবে। উল্লেখ্য যে এটাই হয়ত এবারের শেষ পর্যায়ের আবেদন। তাই সবাই সতর্কতার সাথে কলেজ চয়েস দিবেন। সে জন্য আগেবাগে আপনার যোগ্যতা ও পছন্দানুযায়ী একটা লিস্ট করে নিবে।

৪র্থ ধাপে খালি আসন যেভাবে দেখবেন

আপনি আবেদন ফি দেওয়ার পর আবেদন করতে গিয়েও প্রতিটা কলেজের নাম, জেলা, বোর্ড দিয়ে আসন ও পয়েন্ট দেখতে পারবেন। অথবা এই লিংকে ক্লিক করে “কলেজ অভারভিউ” থেকে একই পদ্ধতিতে দেখতে পারবেন।

৪র্থ ও সর্বশেষ ধাপে আবেদন সময় ২০২৪

  • ৪র্থ ধাপে আবেদন শুরু ১১ আগস্ট ২০২৪ হতে
  • চলবে ১৪ আগস্ট রাত ১০ টা পর্যন্ত।
  • ফল প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪ রাত ০৮ টা
  • নিশ্চায়ন সময় : ১৮ হতে ১৯ আগস্ট, রাত ০৮ টা পর্যন্ত।
  • ভর্তির সময়ঃ ২০ আগস্ট ২০২৪ বিকাল ০৫ টা

আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হও : HSC Admission Helpline

যারা ৪র্থ পর্যায়ে আবেদন করতে পারবেন

  • যারা পূর্বে আবেদন করেনি।
  • যারা কোন কলেজে চান্স পায়নি
  • যারা ভর্তি নিশ্চায়ন করেনি।
  • যারা কলেজে ভর্তি হয় নি।

উল্লেখ্য, যারা ভর্তি নিশ্চায়ন করেছেন অথচ ভর্তি হন নি তাদের নিশ্চায়ন বাতিল করতে হবে না। কেননা কলেজে ভর্তি না হওয়াতে তাদের নিশ্চায়ন অটোমেটিক বাতিল হয়ে যাবে।

একাদশ শ্রেণির ৪র্থ পর্যায়ের আবেদন বিজ্ঞপ্তি ২০২৪

৪র্থ পর্যায়ের আবেদন করার আগে যা জানতে হবে

এখানে গত বছরের একটা তথ্য দিয়েছি, যাতে আপনারা একটা আইডিয়া পেতে পারেন। আমি আজ (২৭ জানুয়ারি, ২০২৩) সকালে ঢাকা বোর্ডের ১০০ টি সরকারি কলেজের আসন সংখ্যা দেখলাম। তন্মধ্যে মানবিকের আসন সংখ্যা গড়ে খুভই কম।

আমি যদি অংকে বলি, এই ১০০ টি কলেজের মধ্যে আমি মাত্র ৮ টি কলেজ পাইছি যেগুলোতে ১০ বা ১০ এর উপর খালি সিট আছে। সর্বোচ্চ একটি কলেজের দেখছি ১৫৯ টি আসন খালি আছে। আর বাকি গুলোর বেশিরভাগ ২০ এর নিচে। তবে ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞানের আসন পর্যাপ্ত খালি আছে।

তাই যেসব কলেজে সিট একেবারে কম সেসব কলেজ চয়েজ দিবে না। দিলেও ৭,৮,৯ নম্বরে চয়েজ দিবে। তবে তুমি যদি চাও ঐসব কলেজে ভর্তি হতে তাহলে ১,২,৩ এ দিবে। এরপরে অন্যান্য কলেজ দিবে যাতে তোমার চান্স হওয়ার সম্ভাবনা ৫০ থেকে ৯৯% থাকে। যেমন :

1,2,3 এ তোমার পছন্দের কলেজ চয়েজ দিবে। ৪,৫,৬ এ ৫০ বা ৭০% সম্ভাবনা আছে এমন কলেজ চয়েজ দিবে। ৭.৮,৯ এ ৯৯% সম্ভাবনা আছে এমন এবং ১০ এ ১০০% চান্স হবে এমন কলেজ চয়েজ দিবে। এতে করে তুমি চান্স পাবে। ইয়ার ড্রপ হবে না।

সরকারি কলেজে চান্স পাওয়া যাবে?

উপরের আলোচনা থেকে আশাকরি বুঝতেই পারছ সরকারি কলেজে কত আসন খালি আছে। তাছাড়া এইবছর প্রায় ৩ হাজার জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী পছন্দের কলেজই পায়নি। তাই ৪র্থ পর্যায়ে সরকারি কলেজে চান্স পাওয়া আরও টাফ হবে। তাও আমি বলব ৪, ৫ টা সরকারি কলেজ ১ম দিকে চয়েজ দিতে পার। যদি তোমার পয়েন্ট ভালো হয় তাহলে চান্স পেয়ে যাবে।

একাদশ শ্রেণির ৪র্থ পর্যায়ের আবেদন ২০২৪ নিয়ম

একাদশ শ্রেণির ৪র্থ পর্যায়ের আবেদন ২০২৪ করার দুটি নিয়ম আছে। যারা আগে কখনও আবেদন করে নি, তাদেরকে Edu আইডি খুলে আবেদন করতে হবে। আর যারা চান্স পেয়েছেন এবং ভর্তি নিশ্চায়নও করেছে্ন কিন্তু ভর্তি হন নি, তারা শুধু ফি দিয়ে মূল আবেদন করলেই হবে।

নিচে দেওয়া লিংক থেকে আবেদন করার বিস্তারিত নিয়ম দেখে নিন।

অনলাইনে কলেজে ভর্তির আবেদন ২০২৪

উল্লেখ্য যে, ৪র্থ পর্যায়ে আবেদনের রেজাল্টে কোন মাইগ্রেশন থাকবে না এবং ফলাফল একবারই প্রকাশিত হবে।

অন্যান্য গুরুত্বপূর্ণ পোস্ট দেখুন

একাদশ শ্রেণিতে ভর্তি হতে কি কি লাগবে

একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি সহ সকল তথ্য

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!