মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখার সহজ নিয়ম

২০২৪ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট ১২ মে সকাল ১১ টায় একযোগে সারাদেশে প্রকাশিত হবে। এবার পাশের হার — দশমিক — শতাংশ। নিম্নে দেশের ১১ টি বোর্ডের মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখার সহজ নিয়ম বলা হলো :

মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখার সহজ নিয়ম

দুইভাবে বা দুটি পদ্ধতিতে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখা যায়। একঃ ওয়েব বেইসড দুইঃ নিজ নিজ শিক্ষাবোর্ড।

১ম পদ্ধতি

এই পদ্ধতিতে সকল বোর্ডের শিক্ষার্থী মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখতে পারবে। রেজাল্ট দেখার লিংক ও নিয়ম নিচে দেখুন।

নিয়ম

প্রথমে নিচে দেয়া লিংকে ক্লিক করলে একটি মেনু আসবে।

তারপর ১ম বক্স থেকে SSC/Dakhil /Equivalent সিলেক্ট করুন।

এরপর পরীক্ষার সন দিয়ে বোর্ডের নাম সিলেক্ট করুন।

তারপর result type অপশন থেকে Individual result সিলেক্ট করুন।

এরপর Roll নম্বর দিন।

এবার Registration নম্বর দিন।

এরপর ক্যাপচা পূরন করুন। (security key অপশনের পাশে যে লেখা বা ক্যাপচা থাকবে, তা ডান পাশের ঘরে বসান। যদি ক্যাপচা না বুঝে থাকেন, তাহলে reload করে বসান)

এসএসসি রেজাল্ট দেখার লিংক

২য় পদ্ধতি

এই পদ্ধতিতে সকল বোর্ডের শিক্ষার্থী মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখতে পারবে না। তবে সেসব শিক্ষাবোর্ডের শিক্ষার্থী মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবে তারা হলো ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও বরিশাল শিক্ষা বোর্ডের শিক্ষার্থী। তোমাদের সুবিধার্থে নিম্নে আমি ডিরেক্ট রেজাল্ট দেখার লিংক দিয়ে দিলাম। রেজাল্ট দেখার লিংক ও নিয়ম নিচে দেখুন।

ময়মনসিংহ বোর্ড

ময়মনসিংহ বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ দেখতে নিম্নোক্ত লিংকে ক্লিক করুন। লিংকে ক্লিক করার পর প্রথমে পরীক্ষার নাম, পরে রোল ও রেজিস্ট্রেশন নম্বর এবং সবশেষে পাসিং ইয়ার অর্থাৎ যে সালে পরীক্ষা দিয়েছেন সে সাল। বেস নেট ভালো থাকলে সাথে সাথে মার্কশিট ও গ্রেডশিট সহ রেজাল্ট বের হবে।

ময়মনসিং শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখার লিংক

চট্টগ্রাম বোর্ড

চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৪ দেখতে নিম্নোক্ত লিংকে ক্লিক করুন। লিংকে ক্লিক করার পর যে মেনু আসবে, সেখানে শুধু রোল নম্বর দিয়ে এন্টার করলে সাথে সাথে মার্কশিট আকারে রেজাল্ট বের হবে।

চট্টগ্রাম বোর্ড থেকে রেজাল্ট দেখুন

যশোর বোর্ড

যশোর বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ দেখতে নিম্নোক্ত লিংকে ক্লিক করুন। লিংকে ক্লিক করার পর প্রথমে রেজিস্ট্রেশন নম্বর দিন এবং পরে রোল নম্বর দিয়ে Find অপশনে ক্লিক করুন।

যশোর বোর্ড থেকে এসএসসি রেজাল্ট দেখুন

কুমিল্লা বোর্ড

কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ দেখতে নিম্নোক্ত লিংকে ক্লিক করুন। লিংকে ক্লিক করার পর কুমিল্লা বোর্ডের অধীনে থাকা নিজ নিজ প্রতিষ্ঠানের EIIN নম্বর দিবেন। নেট ভালো থাকলে সাথে সাথে pdf আকারে রেজাল্ট শিট বের হবে।

কুমিল্লা বোর্ড থেকে এসএসসি রেজাল্ট দেখুন

মাদ্রাসা বোর্ড

মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৩ দেখতে নিম্নোক্ত লিংকে ক্লিক করুন। লিংকে ক্লিক করার পর আপনার মাদ্রাসার জেলা খুজে বের করুন। এবার আপনি যে সেন্টারের অধীনে পরীক্ষা দিছেন সেটা সেলেক্ট করুন। দেখবেন সাথে সাথে ঐ সেন্টারের সকল মাদ্রাসার ফলাফল pdf আকারে রেজাল্ট শিট বের হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখার লিংক

বরিশাল বোর্ড

বরিশাল বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৪ দেখতে নিম্নোক্ত লিংকে ক্লিক করুন। লিংকে ক্লিক করার পর বরিশাল বোর্ডের হোম পেইজের উপরের দিকে রেজাল্ট মেনু দেয়া থাকবে। সেখানে শুধু রোল আর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে এন্টার করলে সাথে সাথে মার্কশিট আকারে রেজাল্ট বের হবে।

বরিশাল শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখার লিংক

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম

কি ফলাফল আশানুরুপ হয়নি? কোনো চিন্তা নেই। এখনই বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম জেনে নিন এবং সময়মত সুযোগ কাজে লাগান। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম এখান থেকে পড়ুন।

আরও পড়ুন

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

একাদশ শ্রেণিতে ভর্তি তথ্য ২০২৪

2 thoughts on “মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখার সহজ নিয়ম”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!