ফাজিল পরীক্ষার রেজাল্ট ২০২৪ এর পুনঃনিরীক্ষণের ফলাফল আজ দুপুর ১ টায় প্রকাশিত হয়েছে। এর আগে গত ১২ জুন ২০২৪ তারিখে ফাজিল পরীক্ষার রেজাল্ট ২০২৪ দুপুর আড়াই টার দিকে প্রকাশিত হয়েছিল। চলুন ফাজিল রেজাল্ট দেখার নিয়ম ২০২৪ জেনে নেই। এখানে আপনি ফাজিল ১ম বর্ষ পরীক্ষার রেজাল্ট ২০২৪, ফাজিল ২য় বর্ষ পরীক্ষার রেজাল্ট ২০২৪ এবং ফাজিল ৩য় বর্ষ পরীক্ষার রেজাল্ট ২০২৪ সহ রেজাল্ট পরবর্তী করণীয় জানতে পারবেন।
ফাজিল রেজাল্ট দেখার নিয়ম ২০২৪
বিশেষ দ্রষ্টব্য: ফাজিল পুনঃনিরীক্ষণের রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম এবং ফাজিল পরীক্ষার রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম একই। তাই আপনি নিম্নে নেওয়া নিয়মানুযায়ী ফাজিল পুনঃনিরীক্ষণের রেজাল্ট ২০২৪ বা ফাজিল বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট ২০২৪ দেখতে পারবেন।
যেকোনো বর্ষের ফাজিল (পাস ও অনার্স) পরীক্ষার ফাজিল রেজাল্ট দেখার নিয়ম একই এবং শুধুমাত্র অনলাইন বা ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে। তবে ফাজিল রিটেক বা মানউন্নয়ন রেজাল্ট, ফাজিল সমন্বিত রেজাল্ট এবং মাদ্রাসা ভিত্তিক রেজাল্ট দেখার নিয়ম ভিন্ন। যাইহোক আমি সব নিয়ম নিম্নে বর্ণনা করব।

আমি প্রথমে সাধারণ নিয়ম নিয়ে আলোচনা করছি। এই নিয়মে শিক্ষার্থীগণ তাদের প্রতি বর্ষের রেজাল্ট আলাদাভাবে দেখতে পারবেন। তবে একসাথে সকল বর্ষের রেজাল্ট দেখতে হলে ৩ নং পদ্ধতিটি দেখুন। যাইহোক, নিম্নে সাধারণ নিয়মে ফাজিল রেজাল্ট দেখার নিয়ম দেয়া হলো।
বিশেষ দ্রষ্টব্য : একসাথে সবাই রেজাল্ট চেক করার কারণে ওয়েবসাইট ডাউন হয়ে গেছে। তাই আপনারা রেজাল্ট দেখার লিংকে ক্লিক করে ৫ মিনিট অপেক্ষা করবেন। যদি reload লেখা আসে, তাহলে reload দিবেন কিন্তু বের হবেন না। এডমিন—-
ফাজিল রেজাল্ট দেখার লিংক

প্রথমে উপরোক্ত লিংকে ক্লিক করে রেজাল্ট দেখার ওয়েবসাইটে প্রবেশ করুন।
এরপর Class অপশন থেকে Fazil Pass সেলেক্ট করুন।
এরপর Examination Year অপশন থেকে 2022 সেলেক্ট করুন।
এরপর Year অপশন থেকে আপনার বর্ষ বা শ্রেণি সেলেক্ট করুন।
এরপর Registration অপশনে আপনার ফাজিল রেজিস্ট্রেশন নম্বর দিন।
এরপর বক্সের উপরে থাকা একটা যোগ অংকের যোগফল খালি বক্সে বসিয়ে দিন।
এবার নিচের থাকা নিল কালারের Result অপশনে ক্লিক করুন।
বেস! আপনার দেয়া তথ্য সঠিক হলে গ্রেডশিট আকারে রেজাল্ট দেখতে পারবেন। যাক এবার আমরা অন্যান্য নিয়মে রেজাল্ট দেখার নিয়ম দেখব।
ফাজিল রিটেক বা মানউন্নয়ন রেজাল্ট দেখার নিয়ম
ফাজিল রিটেক মানে হলো যারা ফেল বা অকৃতকার্য বা অনুপস্থিত বিষয়ে পরীক্ষা দিয়েছেন। আর মানউন্নয়ন হলো যারা গ্রেড বা নম্বর বাড়ানোর জন্য পরীক্ষা দিয়েছেন। যাইহোক, ফাজিল (পাস বা অনার্স) সকল বর্ষের এ জাতীয় শিক্ষার্থী নিম্নোক্ত নিয়মে রেজাল্ট দেখতে পারবেন।
প্রথমে উপরোক্ত লিংকে ক্লিক করে রেজাল্ট দেখার ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর Class অপশন থেকে Fazil Pass সেলেক্ট করুন।
এরপর Examination Year অপশন থেকে 2022 সেলেক্ট করুন। এরপর Registration অপশনে আপনার ফাজিল রেজিস্ট্রেশন নম্বর দিন।
এরপর বক্সের উপরে থাকা একটা যোগ অংকের যোগফল খালি বক্সে বসিয়ে দিন। এবার নিচের থাকা নিল কালারের Result অপশনে ক্লিক করুন।
ফাজিল সমন্বিত রেজাল্ট দেখার নিয়ম
এই পদ্ধতিতে শুধু তারাই রেজাল্ট দেখতে পারবেন, যারা ফাজিল পাস ৩য় বর্ষ অথবা ফাজিল অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা দিয়েছেন। তবে ফাজিল সমন্বিত রেজাল্ট ফাজিল রেজাল্ট প্রকাশের ৪-৫ দিন পর দেখা যায়। যাইহোক নিম্নে ফাজিল সমন্বিত রেজাল্ট দেখার নিয়ম বর্নণা করা হলঃ
ফাজিল সমন্বিত রেজাল্ট দেখার লিংক
প্রথমে উপরোক্ত লিংকে ক্লিক করে রেজাল্ট দেখার ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর Class অপশন থেকে Fazil Pass সেলেক্ট করুন।
এরপর Session Year অপশন থেকে 2019-20 সেলেক্ট করুন। এরপর Registration অপশনে আপনার ফাজিল রেজিস্ট্রেশন নম্বর দিন।
এরপর বক্সের উপরে থাকা একটা যোগ অংকের যোগফল খালি বক্সে বসিয়ে দিন। এবার নিচের থাকা নিল কালারের Result অপশনে ক্লিক করুন।
মাদ্রাসা ভিত্তিক ফাজিল রেজাল্ট দেখার নিয়ম
এই নিয়মে প্রতিটি মাস্রাসার শিক্ষকগণ আলাভাবে প্রতি বর্ষের রেজাল্ট একসাথে বের করতে পারবেন। এমনকি প্রিন্ট করে তা নোটিশ বোর্ডে দিতে পারবে। নিম্নের নিয়ম দেখুনঃ
রেজাল্ট মনমত হয় নি? করণীয় দেখুন
যাদের রেজাল্ট আসবে না অর্থাৎ স্থগিত (withheld) আসবে, তারা আপাতত হতাশ না হয়ে ৪৫ দিন অপেক্ষা করবেন। কেননা, এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় তাদের রেজাল্ট প্রকাশ করবে। এ জন্য কোনো আবেদন করা লাগবে না।
আর যাদের রেজাল্ট আশানুরুপ হয়নি অর্থাৎ যেরকম চেয়েছেন তার চেয়ে অনেক কম আসছে অথবা নিশ্চিত পাশ করার বিষয়ে ফেল করেছেন তাদের জন্য বোর্ড চ্যালেঞ্জ করা উচিত। এরও সময় দিবে বিশ্ববিদ্যালয়। সে জন্য রেজাল্ট প্রকাশের পর কয়েকদিন অপেক্ষা করতে হবে।
ফাজিল রেজাল্ট দেখার নিয়ম, ফাজিল রেজাল্ট দেখার নিয়ম ২০২৪, ফাজিল পরীক্ষার রেজাল্ট ২০২৪