২০১৮ সালের ফাজিল (অনার্স) ১ম, ২য় ও ৩য় বর্ষের ফলাফল আজ বিকালে প্রকাশিত হয়েছে।
অনলাইনে ফাযিল অনার্সের ফলাফল দেখার লিংক এখানে ক্লিক করুন।
অনলাইনে ফাযিল অনার্সের ফলাফল দেখার নিয়ম: এখনো অনেক আছেন, যারা নিজের ফলাফল নিজে দেখতে পারেন না। যাইহোক এখন থেকে আপনি কারোর নিকট না গিয়ে নিজের ফলাফল নিজেই বের করতে পারবেন খুভ সহজে। দেখে নিন:
- লিংকে প্রবেশ করার পর প্রথম ঘরে Fazil Honours দিন
- তারপরের ঘরে ২০১৮ দিন
- এরপরের ঘরে বর্ষ দিন অর্থাৎ যে বর্ষে ফাযিল অনার্সের পরীক্ষা দিয়েছেন, সেটা দিন।
- তারপর আপনার পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর দিন।
- এরপরের ঘরে আপনি একটি যোগ অংকের উত্তর বসিয়ে দিন, যে অংকটি উক্ত ঘর বা বক্সের ঠিক উপরেই থাকে। যেমন: 4+3 =? উত্তর ৭ দিন
- তারপর submit অপশনে ক্লিক করুন।
Stay with us to get educational information.