কারিগরি ত্রুটির কারণে গতকাল স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর সংশোধিত ফলাফল গত রাত ১০ টা ৩০ মিনিটে প্রকাশ করা হয়েছে। সংশোধিত ফল অনুযায়ী এবার বৃত্তি পেয়েছে ৮৩ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী।
ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ গ্রেডে বৃত্তি পাবে ৪৯ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী। ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা ও সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা ২২৫ টাকা করে বৃত্তি পাবে বলে জানা গেছে।
গত ৩০ ডিসেম্বর ২০২২ তারিখে দুই ঘণ্টা এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যাইহোক, এবার জেনে নেই যেভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট 2023 জানবেন :
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ ফলাফল দেখার নিয়ম
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ ফলাফল দেখার নিয়ম জানতে হলে আপনাকে ভালোভাবে নিম্নোক্ত লেখাগুলো বুঝতে হবে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩ শুধুমাত্র দুইভাবে জানা যায়। একঃ পিডিএফ দুইঃ এসএমএস। পিডিএফের মাধ্যমে রেজাল্ট দেখতে ওয়েবসাইটে যেতে হবে। তবে আমরা আপনাদের সুবিধার্থে সকল জেলার পিডিএফ লিংক নিম্নে দিয়ে দিছি।
প্রথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট যেভাবে দেখবেন
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩ দেখতে হলে প্রথমে নিম্নোক্ত লিংক গুলো থেকে আপনার জেলার পিডিএফ ডাউনলোড করুন।
আপনার জেলার পিডিএফ ডাউনলোড করতে শুধুমাত্র নিম্নে দেয়া আপনার জেলার নামের উপর ক্লিক করুন।
লিংকে ক্লিক করার পর পিডিএফ আকারে বৃত্তি পরীক্ষার রেজাল্ট ডাউনলোড হবে।
যেভাবে পিডিএফ থেকে সহজে রেজাল্ট বের করবেন
মোবাইল : প্রথমে উপরিউক্ত লিংক থেকে প্রথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ এর পিডিএফ ডাউনলোড করুন। ২য় ধাপ : এবার পিডিএফ টি মোবাইল বা পিসি তে ওপেন করুন।
৩য় ধাপ : মোবাইলে ওপেন করলে উপরে থাকা সার্চ অপশনে ক্লিক করুন। এবার তোমার রোল নম্বর দিয়ে সার্চ কর। সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবে। রোল নম্বর সঠিক দেওয়ার পরও কোন কিছু না আসলে বুঝবে তোমার রেজাল্ট আসে নি। অর্থাৎ তুমি বৃত্তি পাও নি।
আর যদি পিসি বা লেপটপ থেকে অপেন কর, তাহলে কিবোর্ড থেকে Ctrl+F (অর্থাৎ Ctrl চেপে ধরে F) প্রেস কর। তখন উইনডোতে একটি সার্চ বক্স ওপেন হবে। ঐ বক্সে তোমার রোল নম্বর দিয়ে এন্টার প্রেস কর। তাহলে সাথে সাথে তোমার ফলাফল পেয়ে যাবে। তবে যদি ফলাফল না পাও তাহলে বুঝতে হবে তোমার ফলাফল পরিবর্তিত হয় নি।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল (রাজশাহী বিভাগ)
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল (খুলনা বিভাগ)
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল (ঢাকা বিভাগ)
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল (রংপুর বিভাগ)
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল (চট্টগ্রাম বিভাগ)
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল (সিলেট বিভাগ)
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল (ময়মনসিংহ বিভাগ)
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর ফলাফল (বরিশাল বিভাগ)
SMS -এ যেভাবে ফল দেখবে
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ যেকোন মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এসএমএস পাঠানোর নিয়ম হলো- DPE<>Thana/Upazila Code No<> Roll Number<>Year<> and Send to 16222. উল্লেখ্য প্রতি মেসেজে ২.৬৭ টাকা কেটে নিবে।
উদাহরণ: DPE 130890 102203 2022 এবার মেসেজটি 16222 নম্বরে পাঠিয়ে দিন।
যেভাবে থানার কোড বের করবেন
যেকোন থানার কোড খুভ সহজে বের করতে গুগলে গিয়ে থানার নাম লিখে নিম্নোক্তভাবে সার্চ দিন। যেমনঃ মনে করুন আপনি ঢাকার ডেমরা থানার লোক।
তাহলে ডেমরা থানার কোড বের করতে গুগলে সার্চ দিন “rampura thana postal code” লিখে। এভাবে প্রত্যেকে নিজ নিজ থানার নাম আগে লাগিয়ে সার্চ দিলে প্রত্যেকের থানার কোড মুহুর্তেই বের হয়ে যাবে।
উল্লেখ্য, এক যুগ পর প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক শিক্ষা সমাপনীর ভিত্তিতে বৃত্তি প্রদান করা হলেও এ বছর আলাদা করে বৃত্তি পরীক্ষা নেওয়া হয়েছে এবং এভাবে প্রতি বছর নেওয়া হবে।
আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হোন: Edu Masail
আরও দেখুনঃ সেহরি ও ইফতারের সময়সূচী ২০২৩ pdf
আস্ সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্; খুব সহজেই বৃত্তি পরীক্ষা, ২০২২ এর সংশোধিত ফলাফল পেলাম। অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ