প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ স্থগিত

১৩ বছর পর পূণরায় অনুষ্ঠিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ আজ ২৮ ফেব্রুয়ারি দুপুর ১২ টা ৪৫ মিনিটে প্রকাশিত হয়েছে। উক্ত পরিক্ষায় বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী।

এই পোষ্টে যা যা আছে - এক পলকে দেখে নিন hide

Latest Update: প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর সংশোধিত ফলাফল প্রকাশ। ফল এখান থেকে দেখুন।

Latest Update: প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ নিয়ে আজ বুধবার যা জানা গেল

Update : কারিগরি ত্রুটির কারণে ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়েছে। পূণরায় ফল প্রকাশ আগামীকাল। নিম্নে বিজ্ঞপ্তি দেখুন

ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ গ্রেডে বৃত্তি পাবে সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থী। ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা ও সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা ২২৫ টাকা করে বৃত্তি পাবে বলে জানা গেছে।

গত ৩০ ডিসেম্বর ২০২২ তারিখে দুই ঘণ্টা এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যাইহোক, এবার জেনে নেই যেভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ জানবেন :

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ দেখার নিয়ম

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ ফলাফল দেখার নিয়ম জানতে হলে আপনাকে ভালোভাবে আমাদের নিম্নোক্ত লেখাগুলো বুঝতে হবে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল 2022 দুইভাবে জানা যায়। একঃ ওয়েবসাইট দুইঃ এসএমএস। ওয়েবসাইটে আবার বিভিন্নভাবে দেখা যায়। তবে সরাসরি আমাদের ওয়েবসাইট হেকেও সহজে দেখে নিতে পারবে।

ওয়েবসাইটে যেভাবে ফল দেখবেন

আমাদের ওয়েবসাইট থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট ২০২২ দেখতে হলে নিম্নোক্ত লিংকে ক্লিক করুন।

লিংকে ক্লিক করার পর পিডিএফ আকারে রেজাল্ট ডাউনলোড হবে।

পিডিএফ থেকে রেজাল্ট বের করার নিয়ম এখান থেকে দেখুন

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল (খুলনা বিভাগ)

pdf বাগেরহাট
pdf খুলনা
pdf সাতক্ষীরা
pdf নড়াইল
pdf যশোর
pdf মাগুরা
pdf ঝিনাইদহ
pdf চূয়াডাঙ্গা
pdf মেহেরপুর
pdf কুষ্টিয়া

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল (রংপুর বিভাগ)

pdf গাইবান্ধা
pdf কুড়িগ্রাম
pdf লালমনিরহাট
pdf রংপুর
pdf নীলফামারী
pdf দিনাজপুর
pdf ঠাকুরগাঁও
pdf পঞ্চগড়

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল (রাজশাহী বিভাগ)

pdf পাবনা,

pdf সিরাজগঞ্জ,

pdf নাটোর,

pdf রাজশাহী,

pdf চাঁপাইনবাবগঞ্জ,

pdf নওগাঁ,

pdf বগুড়া,

pdf জয়পুরহাট,

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল (চট্টগ্রাম বিভাগ)

pdf বান্দরবান

pdf রাঙ্গামাটি

pdf খাগড়াছড়ি

pdf কক্সবাজার

pdf চট্টগ্রাম

pdf ফেনী

pdf নোয়াখালী

pdf লক্ষীপুর

pdf চাঁদপুর

pdf কুমিল্লা

pdf বাহ্মনবাড়িয়া

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল (ঢাকা বিভাগ)

pdf গোপালগঞ্জ
pdf শরীয়তপুর
pdf মাদারীপুর
pdf ফরিদপুর
pdf রাজবাড়ী
pdf মুন্সীগঞ্জ

pdf নারায়ণগঞ্জ
pdf ঢাকা
pdf মানিকগঞ্জ
pdf নরসিংদী
pdf গাজীপুর
pdf টাংগাইল
pdf কিশোরগঞ্জ

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল (সিলেট বিভাগ)

pdf মৌলভীবাজার

pdf হবিগঞ্জ

pdf সিলেট

pdf সুনামগঞ্জ

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল (ময়মনসিংহ বিভাগ)

pdf নেত্রকোনা

pdf ময়মনসিংহ

pdf শেরপুর

pdf জামালপুর

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল (বরিশাল বিভাগ)

pdf ভোলা

pdf পটুয়াখালী

pdf বরগুনা

pdf ঝালকাঠি

pdf পিরোজপুর

pdf বরিশাল

অন্যান্য বিভাগের রেজাল্টও দেয়া হবে। একটু অপেক্ষা করুন।

যেভাবে পিডিএফ থেকে সহজে রেজাল্ট বের করবেন

মোবাইল : প্রথমে উপরিউক্ত লিংক থেকে প্রথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ এর পিডিএফ ডাউনলোড করুন। ২য় ধাপ : এবার পিডিএফ টি মোবাইল বা পিসি তে ওপেন করুন।

৩য় ধাপ : মোবাইলে ওপেন করলে উপরে থাকা সার্চ অপশনে ক্লিক করুন। এবার তোমার রোল নম্বর দিয়ে সার্চ কর। সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবে। রোল নম্বর সঠিক দেওয়ার পরও কোন কিছু না আসলে বুঝবে তোমার রেজাল্ট আসে নি। অর্থাৎ তুমি বৃত্তি পাও নি।

আর যদি পিসি বা লেপটপ থেকে অপেন কর, তাহলে কিবোর্ড থেকে Ctrl+F (অর্থাৎ Ctrl চেপে ধরে F) প্রেস কর। তখন উইনডোতে একটি সার্চ বক্স ওপেন হবে। ঐ বক্সে তোমার রোল নম্বর দিয়ে এন্টার প্রেস কর। তাহলে সাথে সাথে তোমার ফলাফল পেয়ে যাবে। তবে যদি ফলাফল না পাও তাহলে বুঝতে হবে তোমার ফলাফল পরিবর্তিত হয় নি।

SMS -এ যেভাবে ফল দেখবে

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ যেকোন মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এসএমএস পাঠানোর নিয়ম হলো- DPE<>Thana/Upazila Code No<> Roll Number<>Year<> and Send to 16222. উল্লেখ্য প্রতি মেসেজে ২.৬৭ টাকা কেটে নিবে।

উদাহরণ: DPE 130890 102203 2022 এবার মেসেজটি 16222 নম্বরে পাঠিয়ে দিন।

যেভাবে থানার কোড বের করবেন

যেকোন থানার কোড খুভ সহজে বের করতে গুগলে গিয়ে থানার নাম লিখে নিম্নোক্তভাবে সার্চ দিন। যেমনঃ মনে করুন আপনি ঢাকার ডেমরা থানার লোক।

তাহলে ডেমরা থানার কোড বের করতে গুগলে সার্চ দিন demra thana postal code লিখে। এভাবে প্রত্যেকে নিজ নিজ থানার নাম আগে লাগিয়ে সার্চ দিলে প্রত্যেকের থানার কোড মুহুর্তেই বের হয়ে যাবে।

উল্লেখ্য, এক যুগ পর প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক শিক্ষা সমাপনীর ভিত্তিতে বৃত্তি প্রদান করা হলেও এ বছর আলাদা করে বৃত্তি পরীক্ষা নেওয়া হয়েছে এবং এভাবে প্রতি বছর নেওয়া হবে।

আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হোন: Edu Masail

আরও দেখুনঃ সেহরি ও ইফতারের সময়সূচী ২০২৩ pdf

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!