পলিটেকনিকে ২য় পর্যায়ে আবেদন নিয়ম ২০২৩ ও করণীয়

আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ হতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে পলিটেকনিকে ২য় পর্যায়ে আবেদন ২০২৩ শুরু হয়েছে এবং তা চলবে ১৫ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ রাত ০৯ টা পর্যন্ত। নিম্নে পলিটেকনিক ভর্তির ২য় পর্যায়ে আবেদন নিয়ম ২০২৩ ও করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো :

যারা ২য় পর্যায়ে আবেদন করতে পারবে?

১) যারা ১ম পর্যায়ে নিশ্চায়ন বা মাইগ্রেশন করেনি। তবে যারা নিশ্চায়ন বা মাইগ্রেশন করে ফেলছে তারা কোনোভাবেই ২য় পর্যায়ে আবেদন করতে পারবে না।

২) যারা ১ম পর্যায়ে আবেদন করতে পারেনি।

৩) যারা ১ম পর্যায়ে চান্স পায়নি অর্থাৎ ওয়েটিং বা অপেক্ষমাণ তালিকায় রয়েছে।

উল্লেখ্য ১ ও ২ নং শিক্ষার্থীদের আবেদন ফি দিয়ে আবেদন করতে হবে। আর ৩ নং শিক্ষার্থীরা বিনা টাকায় তাদের আবেদন আপডেট করতে পারবে। নিচে বিস্তারিত দেখুন

২য় পর্যায়ে আবেদন করার আগে যা জানতে হবে

১) যারা ১ম পর্যায়ে চান্স পেয়েও নিশ্চায়ন বা মাইগ্রেশন করোনি, তাদের বলছি। তোমরা কখনো ১ম পর্যায়ে যেভাবে চয়েজ লিস্ট দিছ, সেভাবে ২য় পর্যায়ে চয়েজ লিস্ট দিবে না। নতুবা ২য় পর্যায়ে আবেদন করার কোনো মানেই থাকল না। আর যদি কর, তাহলে সেটা মাইগ্রেশন এর মত হয়ে যাবে। যদি এই ব্যাপারটি না বুঝো নিম্নের পোস্টটি একবার পড়ে দেখ।

সুতরাং তোমার উচিত ভিন্ন কলেজ চয়েজ দেওয়া, যাতে তোমার চান্স হয়। এতে সরকারি হোক বা বেসরকারি হোক ভিন্ন চয়েজ দিতেই হবে। নতুবা মাইগ্রেশনের মত হয়ে যাবে।

২) যারা ওয়েটিং বা অপেক্ষমাণ তালিকায় আছেন। আপনি আবেদন আপডেট করার অবশ্যই আগে খালি সিট দেখে নিবেন। এরপর যেগুলোতে খালি আছে এবং আপনার পছন্দ হয় সেগুলো চয়েজ দিবেন।

তবে হ্যা, যদি দেখ ১ম পর্যায়ে আবেদন করা কলেজ গুলোর সিট সংখ্যা খালি আছে, তাহলে সেটা ১ম দিকে দিতে পার এবং শেষদিকে নতুন কলেজ এড করে দিবে। নিম্নে খালি আসন সংখ্যা দেখুন।

পলিটেকনিকে ২য় পর্যায়ে খালি আসন দেখুন

৩) আর যদি চাও ভালো যায়গার কোনো কলেজে ভর্তি তাহলে কলেজের সংখ্যা ৫ টা দিবে। কেননা যত বেশি কলেজ চয়েজ দিবে তত নিম্ন মানের এবং অপছন্দের কলেজ আসার সম্ভাবনা থাকে। আরেকটি কথা, যে কলেজে ভর্তি হতে চাও সে কলেজ প্রথমে দিবে।

আবেদন করার সাধারণ শর্তাবলি

১) একই মোবাইল নাম্বার দিয়ে একাধিক শিক্ষার্থীর আবেদন করা যাবে না।

২) আর প্রত্যেক শিক্ষার্থীর মোবাইল নাম্বার থাকতে হবে এবং ভর্তি কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সচল থাকতে হবে।

৩) একজন শিক্ষার্থী একই প্রতিষ্ঠান বা কলেজ বা মাদ্রাসার একাধিক গ্রুপ/শিফট/ভার্সনে আবেদন করতে পারবে এবং তা একটি কলেজ হিসেবে গণ্য হবে।

২য় পর্যায়ে আবেদন করতে কি কি লাগে

  • এসএসসি বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর
  • এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর
  • একটি সচল মোবাইল নম্বর
  • এবং আবেদন ফি ১৫০ টাকা

২য় পর্যায়ে পলিটেকনিক ভর্তির আবেদন নিয়ম ২০২৩

পলিটেকনিকে ২য় পর্যায়ে অনলাইনে কলেজে ভর্তির আবেদন ২০২৩ করার প্রথমে আবেদন ফি জমা দিতে হবে। এরপর অনলাইনে আবেদন করতে হবে। গতবারের মত এবারও অনলাইনে সর্বোচ্চ ১০ টি কলেজে এবং সর্বনিম্ন ৫টি কলেজে আবেদন করা যাবে।

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড আওতাধীন কোনো কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে আবেদন করার ১ ঘন্টা পূর্বে টেলিটক/বিকাশ/রকেট/শিওরক্যাশ -এর মাধ্যমে ১ম শিফট বা ২য় শিফট অথবা উভয় শিফটে ভর্তির জন্য আবেদন ফি বাবত ১৫০ অথবা ৩০০ টাকা প্রদান/জমা দিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

বিকাশে আবেদন ফি জমা দেয়ার নিয়ম

ধাপ -১ : বিকাশ অ্যাপে প্রবেশ করে “আরও দেখুন” অপশনে টাচ করুন। এবার “এডুকেশন ফি” সেলেক্ট করুন।

ধাপ ২ : এখন BTEB লিখে সার্চ করুন। সাথে সাথে কয়েকটা প্রতিষ্ঠানের নাম আসবে সেখানে থাকা BTEB (অন্যান্য) অপশনটি দেলেক্ট করুন।

ধাপ ৩ : এবার পেমেন্ট কোড দিতে হবে। পেমেন্ট কোড টি যেভাবে দিবেন, প্রথমে প্রোগ্রাম কোড, এসএসসি পাসের সন, বোর্ড কোড, এসএসসি রোল দিন। প্রোগ্রাম ও বোর্ড কোড নিম্নের ছবিতে দেখুন। (উল্লেখ্য যে, ছবিতে দেয়া বাম দিকের কোডগুলো হচ্ছে আবেদন করার প্রোগ্রাম কোড, তাই আবেদন করার সময় অবশ্যই সেগুলো দিবেন)

মনেকরুন কেউ সিলেট বোর্ডের কোনো শিক্ষার্থী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ১ম শিফটে আবেদন করতে চায়, তখন তার পেমেন্ট কোডটি নিম্নোক্তভাবে হবে।

উদাহরণস্বরুপঃ GDE12023SYL235689 (উল্লেখ্য যে, কোনো স্পেস বা ফাকা দেয়া যাবে না)

ধাপ ৪ : সবকিছু ঠিক থাকলে আবেদন ফি এর পরিমান (১৬২ টাকা) আসবে। তবে উভয় শিফটের জন্য ৩০০ / – টাকা আসবে। এবার পরের ধাপে গিয়ে পিন নম্বর দিন।

ধাপ ৫ : এবার টিপ দিয়ে চেপে ধরুন। Payment সফল হলে Successful SMS প্রদর্শিত হবে। পরবর্তি ব্যবহারের জন্য আপনার Payment Receipt ডাউনলােড করে রাখুন।

অনলাইনে আবেদন নিয়ম ২০২৩

আবেদন করার লিংক : Apply Now

আবেদন লিংকে ক্লিক করার পর যে পেজ আসবে তাতে এসএসসি রোল, বোর্ড নাম ও পাশের সন লিখে এন্ট্রি দিতে হবে।

২য় ধাপে টেলিটক / রকেট / শিওরক্যাশ / বিকাশ এর SMS এর মাধ্যমে পাওয়া Transaction Code পূরণ করতে হবে। Transaction Code সঠিক হলে পরের ধাপে যেতে পারবে।

৩য় ধাপে আবেদনকারীর তথ্য প্রদর্শিত হবে এবং এখানে আবেদনকারীর ছবি (পরিষ্কার পাসপাের্ট সাইজের রঙিন ছবি JPEG Format -এ, এবং অনধিক ১০০ KB) আপলােড করতে হবে। এছাড়াও আবেদনকারীর কোন কোটা থাকলে হলে সেই সংক্রান্ত document আপলােড করতে হবে।

পাসপোর্ট সাইজ ছবি বানানোর নিয়ম এখানে দেখুন

৪র্থ ধাপে সকল প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের টেকনােলজি ও শিট প্রদর্শিত হবে এবং সেখান থেকে প্রতি শিফট এ অনধিক ১৫ টি করে প্রতিষ্ঠান/ টেকনােলজি পছন্দ করতে পারবে। উভয় শিটের জন্য ৩০ টি করে প্রতিষ্ঠান-টেকনােলজি পছন্দ করতে পারবে।

৫ম ধাপে প্রতিষ্ঠান বা টেকনােলজি পছন্দ শেষ হলে পছন্দকৃত সকল শিফ্ট/ প্রতিষ্ঠান / টেকনােলজি প্রদর্শিত হবে এবং এখানে আবেদনকারী তার পছন্দক্রম পরিবর্তন করতে পারবে।

৬ষ্ট ধাপে আবেদনকারীকে তার সকল তথ্য, ছবি, পছন্দকৃত প্রতিষ্ঠান – টেকনােলজি এবং পছন্দক্রম প্রদর্শন করা হবে, এবং আবেদন সম্পন্ন করার সর্বশেষ অনুমতি চাওয়া হবে।

৭ম ধাপে আবেদন সম্পন্ন হলে আবেদনকারীর মােবাইলে SMS এর মাধ্যমে আবেদনের Application ID এবং Pin Number পাঠানাে হবে। এই Application ID এবং Pin Number দিয়ে পরবর্তীতে আবেদনকারী তার আবেদনের তথ্যসমূহ সংশােধন করতে পারবে।

Application ID এবং Pin Number গােপনীয়ভাবে লিখে রাখার জন্য অনুরােধ করা হলাে। Pin Number হারিয়ে গেলে btebadmission.gov.bd লিংকে গিয়ে চাহিত তথ্য পুরনের মাধ্যমে Pin Number পুনরুদ্ধার করা যাবে।

আবেদন আপডেট করার নিয়ম

আবেদন আপডেট করার আগে অবশ্যই খালি আসন সংখ্যা দেখে নিবেন।

আবেদন আপডেট করতে এখানে ক্লিক করুন

এখন এসএসএসি রোল ও সিকিউরিটি কোড দিয়ে লগইন করুন। এরপর আপনার ইচ্ছা অনুযায়ী আবেদন এডিট করুন।

আরও দেখুন

পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ দেখুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!