উত্তরঃ- সে অবস্থায় নামায থেকে বের হয়ে অযু করে নামাযে যোগ দেওয়াই নিয়ম। কিন্তু আমাদের সমাজে এটাকে মানুষ খারাপ দৃষ্টিতে দেখে। এখানে মানুষের পরোয়া না করে, শরীয়তের পরোয়া করা উচিত।
তবে, কেউ যদি লজ্জাবশত অযু ছাড়াই নামাযের অভিনয় করে থাকে এবং পরে অযু করে নামায দোহরায়, তাহলে সে কাফের হবে না। তবে, নিয়ম ভাঙ্গার জন্য গোনাহগার হবে।
সূত্রঃ- জামেউল ফাতওয়া, ইসলামী ফিকহ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন ঃ- আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী