জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট ২০২৪ আজ ৩০ সেপ্টেম্বর ২০২৪ প্রকাশিত হয়েছে। এখানে আপনি ফলাফল জানার বিভিন্ন পদ্ধতি এবং কোন শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে তা সহ সংশ্লিষ্ট তথ্যাদি বিশদভাবে জানতে পারবেন।
Update
অফিসিয়ালি কোনো নোটিশ এখন পর্যন্ত পাওয়া যায় নি। তবে ফেসবুকে অনেকে রেজাল্ট শিটের ছবি দিয়েছে। সে থেকে প্রায় শতভাগ নিশ্চিত ডিগ্রি ১ম রেজাল্ট ২০২৪ প্রকাশিত হয়েছে। তবে সার্ভার প্রবলেমের কারণে রেজাল্ট দেখতে সমস্যা হতে পারে।
ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট ২০২৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষায় সারা দেশে ৭০২ টি কেন্দ্রে — টি কলেজের সর্বমোট — জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তন্মধ্যে — শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। যা গতবারের তুলনায় — % বেশি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ২০২২ সালের ডিগ্রি বর্ষ পরীক্ষার ফলাফল ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ প্রকাশিত হয়েছে। ওয়েবসাইটেও ফলাফল দেখা যাবে রাত ৭:০০ টা হতে। নিম্নে ২০২২ সালের ডিগ্রি ১ম বর্ষের ফলাফল দেখার পদ্ধতি দেখুন –
ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট দেখার নিয়ম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট প্রধানত দুইভাবে দেখা যায়। এক : অনলাইন দুই : এসএমএস। তবে অনলাইন মাধ্যমে আবার দুইভাবে ফলাফল দেখা যায়। তাই ১ম লিংকে ফলাফল দেখতে সমস্যা হলে দ্বিতীয় লিংকে দ্রুত এবং খুভ সহজে দেখতে পারবেন। চলুন সকল সকল পদ্ধতি জেনে নেওয়া যাক :
অনলাইনে ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট দেখার নিয়ম
১ম পদ্ধতি : নিম্নোক্ত লিংকে ক্লিক করার পর, প্রথমে Degree তে ক্লিক করুন।
তারপর 1st year সেলেক্ট করুন।
তারপর বক্সের মধ্যে প্রথমে পরীক্ষার রোল।
তারপর রেজিস্ট্রেশন নম্বর এবং এরপরে পরীক্ষার সন দিন।
এরপর ক্যাপচা পূরণ করে search result -এ ক্লিক করুন।
২য় পদ্ধতি : শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দ্রুত ও খুভ সহজে ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার রেজাল্ট দেখতে নিম্নোক্ত লিংকে ক্লিক করে চেক করুন।
>>লিংকে ক্লিক করার পর, প্রথমে ইয়ার সেলেক্ট করুন।
>>তারপর, বক্সের মধ্যে প্রথমে রেজিস্ট্রেশন নম্বর দিন।
>>এবং এরপরে পরীক্ষার সন দিয়ে search result -এ ক্লিক করুন।
৩য় পদ্ধতি : শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দ্রুত ও খুভ সহজে ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার রেজাল্ট দেখতে নিম্নোক্ত লিংকে ক্লিক করে চেক করুন।
>>লিংকে ক্লিক করার পর, প্রথমে ইয়ার সেলেক্ট করুন।
>>তারপর, বক্সের মধ্যে প্রথমে রেজিস্ট্রেশন নম্বর দিন।
>>এবং এরপরে পরীক্ষার সন দিয়ে search result -এ ক্লিক করুন।
মোবাইলে ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট দেখার নিয়ম
যেকোন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নোক্তভাবে টাইপ করুন।
NU স্পেস DEG স্পেস Roll number
এবং তা পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
প্রতি মেসেজে ২.৬৭ টাকা কেটে নিবে।
উদাহরণ : NU DEG 123456 send to 16222
ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট ২০২৪ প্রকাশিত
আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হোন : National University Helpline
আরও দেখুন : ডিগ্রি ভর্তি