উত্তরঃ যদি কোন ব্যক্তি জামাতে নামাযে এসে দেখে যে কাতার পরিপূর্ণ, তাহলে সে কাতারের কোথাও ফাঁক থাকলে সেখানে প্রবেশ করবে। নচেৎ কিছুক্ষণ অপেক্ষা করবে। তারপর, কেউ এলে তাঁর সাথে কাতার বাধা উচিৎ। আর সে আশা না থাকলে বা জামা’য়াত ছুটে যাওয়ার ভয় থাকলে, পিছনে একা দাঁড়াবে। নতুবা কাতার বাধার জন্য সামনের কাতার থেকে কাউকে টেনে নিবে।
(আবূ দাঊদ হাদিস নং ১১১৪)