জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ আজ রবিবার (০২ এপ্রিল, ২০২৩) প্রকাশিত হয়েছে। এবার ভর্তি যোগ্যতায় গতবারের তুলনায় অনেক পরিবর্তন করা হয়েছে। নিম্নে বিস্তারিত দেখুন
এই পোষ্টে যা যা আছে - এক পলকে দেখে নিন
hide
অনার্স ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২৩
এবার এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার ন্যূনতম যোগ্যতা ৩ পয়েন্ট রাখা হয়েছে। তাছাড়া আরও সুখবর যে! সকল শাখার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য।
তবে মোট যোগ্যতার ক্ষেত্রে তারতম্য আছে এবং বিগত বছর যেভাবে পয়েন্ট নির্ধারণ করা ছিল সেভাবেই আছে।নিম্নের টেবিলে দেখুন
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির ন্যূনতম যোগ্যতা ২০২৩ |
|||
শাখা | SSC (2019-2020) | HSC (2021-2022) | Total GPA |
মানবিক | 3.00 | 3.00 | 6.50 |
ব্যবসায় শিক্ষা | 3.00 | 3.00 | 7.00 |
বিজ্ঞান | 3.00 | 3.00 | 7.00 |
এবার অনার্স ভর্তির আবেদন শুরু হবে ০৫ এপ্রিল ২০২৩ পর্যন্ত এবং তা চলবে ০৮ মে ২০২৩ পর্যন্ত। আবেদন ফি ২৫০ টাকা। আবেদন করার নিয়ম এখান থেকে দেখুন।
আরও দেখুনঃ অনার্স ভর্তির সকল খুঁটিনাটি তথ্য ২০২৩
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩


