খানা খাওয়ার ২০ টি সুন্নত দেখুন দলিলসহ | 20 Sunnat of eating the meal/food with references

★★★খানা খাওয়ার ২০ টি সুন্নাত সমূহ নিম্নে দেওয়া হলো | The twenty Sunnats of eating the meal are given below:

১. উভয় হাত কব্জি পর্যন্ত ধোয়া | To wash both hand upto wrists.  (Abu Daud- 3761 )

২. দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া | To eat on Dastarkhana. (Bukhari Sharif- 5386)

     (বি.দ্র. / Note)

# প্রথমে খানা তথা আল্লাহর নেয়ামতের দিকে মুখাপেক্ষী হয়ে বসা, তারপর দস্তরখানা বিছানো | At first to sit forward food, then to unfold Dastarkhana.  (Bukhari Sharif- 5385, 5399)

# দস্তরখানা খুব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত। এর উপর ঝুটা (উচ্ছিষ্ট খাবার) হাড্ডি ইত্যাদি না ফেলা বা তাতে পা না রাখা উচিত | Dastarkhana should be to much cleaned. and Not to throw Pinchbeck on it or not to keep leg. (Muslim Sharif- 2033)

৩. (উঁচু স্বরে) বিসমিল্লাহ পড়া | (loudly) To recite Bismillah  (Bukhari Sharif- 5376)

৪. ডান হাত দিয়ে খাওয়া | To eat by right hand. (Bukhari Sharif- 5376)

৫. খানার মজলিসে বয়সের দিক দিয়ে যিনি বড় এবং বুযুর্গ, তাঁর দ্বারা খানা শুরু করানো | To start eating by elder man, who will be elder in Maslis of eating. (Muslim Sharif- 2017)

৬. খাদ্য এক ধরনের হলে নিজের সম্মুখ হতে খাওয়া | If there is one kind of food, to eat from own forward.  (Bukhari Sharif- 5376)

৭.খাদ্যের কোন অংশ পড়ে গেলে উঠিয়ে (প্রয়োজনে পরিষ্কার করে) খাওয়া | If any part of food is fallen then to eat it . (Muslim Sharif- 2033)

৮. হেলান দিয়ে বসে না খাওয়া | Not to sit with leaned. (Bukhari Sharif- 5398)

৯. খাদ্যের ত্রুটি বের না করা | Not to expose any fault of food. (Bukhari Sharif- 5409)

১০. জুতা পরিহিত থাকলে জুতা খুলে খানা খাওয়া | If shoes are weared , to eat opening it. (মুস্তাদরাকে হাকেম- ৭১২৯ / Mustadrake Hakem- 7129)

১১. খানার সময় তিনভাবে বসা যায় | There are three ways to sit at the time of eating.

# উভয় হাঁটু উঠিয়ে এবং পদ যুগলে ভর করে বসা | To sit raising both knees. (মুসলিম, হাদীস নং- ২০৪৪)

# এক হাঁটু উঠিয়ে এবং অপর হাঁটু বিছিয়ে বসা | To sit raising a knee. (শরহুস্‌ সুন্নাহ, হাদীস নং- ৩৫৭৭)

# উভয় হাঁটু বিছিয়ে অর্থাৎ নামাযে বসার ন্যায় বসে সামান্য সম্মুখ পানে ঝুঁকে আহার করা | To sit like prayers’ sitting. (আবু দাউদ, হাদীস নং- ৩৭৭৩)

বি.দ্র. উযরের কারণে আসন দিয়ে বসারও অনুমতি আছে | Note: It is permitted to sit with seat due to the ozr. (সূরা নূর, আয়াত-৬১/ আল ইতহাফ, ৫ : ৪৮০)

১২. আহার গ্রহণ শেষে খানার পাত্রসমূহ আঙ্গুল দ্বারা ভালভাবে চেটে পরিস্কার করে খাওয়া। এতে খাবারের পাত্রসমূহ আহারকারীর জন্য মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দু‘আ করে। হাতের আঙ্গুলসমূহ যথাক্রমে মধ্যমা, শাহাদাত, বৃদ্ধা চেটে খাওয়া | After eating the meal, to eat  the fingers’ food by licking properly. For this, food utensils pray for him to Allah’s favor for forgiveness. To eat hand’ fingers by licking respectively shahadat finger, middle finger and old finger. (মুসলিম, হাদীস নং- ২০৩৩/ তিরমিযী, হাদীস নং- ১৮০৪)

১৩. খানা শেষে এই দু‘আ পড়া | To read following Dua after ending of eating food.

الْحَمْدُ لِلَّهِ الَّذِى أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِينَ

(Abu Daud-3850)

১৪. খানা শেষে আগে দস্তরখানা উঠিয়ে তারপর নিজে উঠা | After eating the meal, raising dastarkhana, then to raise himself.  (ইবনে মাজাহ, হাদীস নং- ৩২৯৫)

১৫. দস্তরখানা ও অবশিষ্ট খানা উঠানোর সময় এই দু‘আ পড়া | In the time of raising of residual meal and dastarkhana, to read the following dua.

الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مَكْفِىٍّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا.

(বুখারী শরীফ, হাদীস নং- ৫৪৫৮)

১৬. খানা খেয়ে উভয় হাত ধোয়া | Eating food to wash both hand. (Tirmizi- 1846)

১৭. কুলি করে মুখ পরিষ্কার করা | To clean face gurgling. (Bukhari- 5455)

১৮. খানার শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে স্মরণ হওয়ার পর নিম্নোক্ত দু‘আ পড়া | After forgetting to read Bismillah at the beginning of the meal, to read the following du’a after the remembrance.

بِسْمِ اللهِ اَوَّلَهُ وَآخِرَهْ

(আবু দাউদ, হাদীস নং- ৩৭৬৭)

১৯. কারো মেহমান হয়ে খানা খেলে প্রথমে আল্লাহর শুকর আদায়ে ১৩ নং এ বর্ণিত দু‘আ পড়ার পর, মেযবানের শুকরিয়া আদায়ে এই দু‘আ পড়া |After eating a meal as a guest, first reading Allah’s shukriya, after reading the du’a given in 13th, to read this du’a in order to thank the mezban. (মুসলিম, হাদীস নং- ২০৫৫)

اَللّهُمَّ اَطْعِمْ مَنْ اَطْعَمَنِيْ وَإسْقِ مَنْ سَقَانِيْ.      

**হাদীসে মেযবানকে শুনিয়ে এ দু‘আটি পড়তেও উৎসাহিত করা হয়েছে |In the hadeeth, it has been encouraged to read the following du’a hearing mezban.

أَكَلَ طَعَامَكُمُ الأَبْرَارُ ، وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلاَئِكَةُ ، وَأَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُوْنْ .

(আবু দাউদ, হাদীস নং- ৩৮৫৪)

২০. খানা খাওয়ার সময় একেবারে চুপ থাকা মাকরূহ। এজন্য খাওয়ার ফাঁকে ফাঁকে পরস্পরে ভাল কথা আলোচনা করা। কিন্তু যে ধরনের কথা বা সংবাদে দুশ্চিন্তা বা ঘৃণার উদ্রেক হতে পারে, তা খানার সময় বলা অনুচিত |To be absolutely silent while eating food is Makruh. For this reason, discussing one another with good intentions. But the kind of words or news that can cause anxiety or hate, it is inappropriate to say during the famine. (বুখারী শরীফ, হাদীস নং- ৫৩৭৬)

সমাপ্ত***

1 thought on “খানা খাওয়ার ২০ টি সুন্নত দেখুন দলিলসহ | 20 Sunnat of eating the meal/food with references”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!