hsc কারিগরি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ | HSC BM, Vocational and Diploma Result

সুপ্রিয় বন্ধুগণ! আমি তানভীর, hsc কারিগরি রেজাল্ট দেখার নিয়ম নিয়ে হাজির হলাম। এখানে মার্কশীট, গ্রেডশীট সহ রেজাল্ট দেখার যত উপায় এবং সহজ নিয়ম আছে তার সবকিছু খুটিনাটি সহ তুলে ধরলাম।

আগামী ০৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ ২০২২ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে। ঐদিন মধ্যাহ্ন ১১ টা ৩০ মিনিটে সারাদেশে অনলাইনে একযোগে প্রকাশিত হবে।

আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হোন : HSC Helpline

hsc কারিগরি রেজাল্ট দেখার নিয়ম

hsc কারিগরি রেজাল্ট দেখার নিয়ম প্রধানত দুটি। যথা- অনলাইন এবং এসএমএস। তবে সব মিলিয়ে ৫ টি ভিন্ন উপায়ে এইচএসসি ভোকেশনাল রেজাল্ট দেখা যায়। নিম্নে সকল পদ্ধতিতে hsc কারিগরি রেজাল্ট দেখার নিয়ম বর্ণনা করা হলো।

মার্কশীট সহ কারিগরি রেজাল্ট দেখার নিয়ম

অনলাইনে রেজাল্ট দেখার ২য় সাইট হচ্ছে ওয়েব বেইজড রেজাল্ট। এই সাইট থেকে মার্কশীট সহ HSC কারিগরি পরীক্ষার ফলাফল দেখা যায়। নিচে লিংক ক্লিক করুন এবং রেজাল্ট চেক করার আগে নিয়মাবলি পড়ে নেন।

উল্লেখ্য যে, রেজিস্ট্রেশন নম্বর না দিলে মার্কসহ রেজাল্ট আসবে না। তবে সবাই মার্কশীট সহ রেজাল্ট নাও দেখতে পারেন। কারন, রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার সময় একটি লেখা আসবে যে, যদি মার্কশীট available (অর্থাৎ ওয়েবসাইটে দেয়া থাকে), তাহলে দেখতে পারবেন।

এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার লিংক

>>প্রথমে উপরের লিংকে ক্লিক করুন। তারপর উপরে প্রদর্শিত ছবির মত একটি ওয়াবসাইট ওপেন হবে।

>>তারপর প্রথমে HSC/ Alim /Equivalent সিলেক্ট করুন

>>এরপর পরীক্ষার সন 2022 দিয়ে বোর্ডের নাম Technical সিলেক্ট করুন

>>তারপর result type অপশন থেকে Individual result সিলেক্ট করুন।

>>এরপর Roll ও Registration নম্বর দিন।

>>এরপর ক্যাপচা পূরন করুন। (security key অপশনের পাশে যে লেখা বা ক্যাপচা থাকবে, তা ডান পাশের ঘরে বসান। যদি ক্যাপচা না বুঝে থাকেন, তাহলে reload করে বসান)

২য় পদ্ধতিতে রেজাল্ট দেখার নিয়ম

প্রথমে নিম্নে দেওয়া ওয়েবসাইটের লিংকে ক্লিক করার পর ১ম বক্সে ক্লিক করে HSC / Alim সিলেক্ট করুন।

তারপর দ্বিতীয় অপশনে ২০২২ লিখুন। তারপর নিম্নের বক্সে আপনার বোর্ডের নাম Technical সিলেক্ট করুন।

এরপর নিম্নের বক্সে Roll নম্বর দিন এবং পরের বক্সে Registration নম্বর দিন।

এরপরের অপশনে যোগফল বসান (বক্সের পাশে যে যোগ অংক দেওয়া থাকবে তার সমষ্টি বসাবেন)

সর্বশেষে নিচে দেওয়া submit ক্লিক করুন। বেস তথ্য সঠিক হলে ফলাফল দেখতে পারবে।

এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার লিংক

বোর্ড ভিত্তিক কারিগরি রেজাল্ট দেখার নিয়ম

বোর্ড এর মাধ্যমে শুধু গ্রেডশিট বা পয়েন্ট আকারে রেজাল্ট দেখা যাবে এবং প্রত্যেক প্রতিষ্ঠানের রেজাল্ট পিডিএফ আকারে ডাউনলোড করা যাবে। এ জন্য নিম্নোক্ত লিংকে ক্লিক করে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে পারবেন।

Link

sms এর মাধ্যমে কারিগরি রেজাল্ট দেখার নিয়ম

প্রথমে যেকোন মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে লিখুন HSC

একটি স্পেস (গ্যাপ বা ফাকা) দিয়ে Tec লিখুন।

এরপর একটি স্পেস দিয়ে Roll নম্বরটি লিখুন

আরও একটি স্পেস দিয়ে পরীক্ষার year লিখুন

এবার মেসেজ টি পাঠাতে হবে 16222 নম্বরে

উদাহরণ স্বরুপ

কারিগরিHSC Tec 123456 2022
পাঠাতে হবে১৬২২২ নম্বরে
চার্জ / ফি২.৫০ টাকা (প্রতি মেসেজ)

hsc কারিগরি রেজাল্ট দেখার নিয়ম | HSC BM, Vocational and Diploma Result

আলিম রেজাল্ট দেখার নিয়ম ২০২২ দেখুন

এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২২ দেখুন

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম

কি ফলাফল আশানুরুপ হয়নি? কোনো চিন্তা নেই। এখনই বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম জেনে নিন এবং সময়মত সুযোগ কাজে লাগান। কারিগরি এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম এখান থেকে পড়ুন।

1 thought on “hsc কারিগরি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ | HSC BM, Vocational and Diploma Result”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!