এসএসসি পরীক্ষার ফল মনমত হয়নি? মন খারাপ? কোনো সমস্যা নেই, তোমরা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন তথা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম নিচে দেখুন :
পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ আসলে কাদের জন্য?
তোমাদের কারও যদি এসএসসি বা সমমান (দাখিল / ভোকেশনাল) পরীক্ষার কোনো বিষয়ে ২-১ মার্ক এর জন্য A+ ছুটে যায়, অথবা কোনো বিষয়ে F পাও কিন্তু তুমি কল্পনাও করনি যে ফেল আসবে অথবা খুব অল্প পয়েন্টের জন্য GPA 5 পাওনি, তাদের জন্যই হচ্ছে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ বা এসএসসি খাতা চ্যালেঞ্জ।
Update: ২০২৪ সালের এসএসসি বোর্ড চ্যালঞ্জের আবেদন ১৩ মে ১৯ মে ২০২৪, রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।
এসএসসি রেজাল্ট দেখার নিয়ম দেখুন
বোর্ড চ্যালেঞ্জ করলে কি খাতা পুণরায় মূল্যায়ণ করা হবে?
না, বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা পুণরায় মূল্যায়ণ বা কাটা হবে না। তবে খাতায় যে যে মার্ক দেওয়া হয়েছে সেসব মার্ক পূণরায় যোগ করা হবে। এছাড়া OMR শীটে কোনো ভুল হয়েছে কিনা চেক করা হবে।
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম
শুধুমাত্র টেলিটক (প্রি-পেইড) সিম থেকে এসএমএস (SMS) এর মাধ্যমে এসএসসি ফল পুনঃনিরীক্ষনের জন্য বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা যায়। নিচে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম দেখুন :
উল্লেখ্য যাদের বাড়িতে টেলিটক সিম আছে তাদেরকে কারও কাছে যেতে হবে না। শুধু টেলিটক সিমে আবেদন করার টাকা থাকলেই ঘরে বসে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে। এ জন্য যা করতে হবে নিম্নরুপঃ
আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হোন : SSC Helpline
আবেদন করার আগে যা জানা দরকার
ফলাফল পুনঃনিরীক্ষনের ক্ষেত্রে ১ টি বিষয়ের আবেদন ফি বাবত ১৫০ টাকা কেটে নেওয়া হবে। তবে যে সকল বিষয়ে দুটি পত্র রয়েছে, সেসকল বিষয়ে ৩০০ টাকা কেটে নেওয়া হবে।
যেমন আমরা জানি, বাংলা ১ম পত্র ও বাংলা ২য় পত্র রয়েছে। কিন্তু রেজাল্টের সময় উক্ত দুটি পত্র মিলিয়ে একটি বিষয় ধরে রেজাল্ট প্রকাশ করা হয়।
এভাবে কেউ যদি আলাদা দুটি বিষয়ে আবেদন করে সেক্ষেত্রেও ৩০০ টাকা কেটে নেওয়া হবে।
যেসকল বিষয়ে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে শুধুমাত্র সেসব বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে।
বোর্ড চ্যালেঞ্জের আবেদন ২ ধাপে অনুষ্ঠিত হবে।
আবেদন করতে যা যা লাগবে
- একটি টেলিটক সিম ও মোবাইল
- একটি সচল মোবাইল নম্বর
- আবেদন ফি
আবেদন করতে যেভাবে এসএমএস (SMS) করবেন
১ম ধাপ : মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RSC <স্পেস> নিজ নিজ বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং এরপর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।
এখানে স্পেস মানে ফাকা বা খালি জায়গা বোঝানো হয়েছে। মেসেজ লেখার সময় মোবাইলের ০ বাটনে ক্লিক করলে একটা স্পেস হয়ে যাবে।
উদাহরণ
যশোর বোর্ডের কোনো শিক্ষার্থীর রোল নম্বর যদি হয়, 259663 এবং তার বাংলা ১ম পত্রের জন্যে আবেদন করতে লিখতে হবে এভাবেঃ
RSC JES 259663 101
আর যদি সে বাংলা ১ম ও ২য় পত্র অথবা ভিন্ন দুটি পত্রের জন্য আবেদন করে তাহলে নিম্নোক্তভাবে লিখতে হবে
RSC JES 259663 101, 102 অথবা RSC JES 259663 101, 105
এভাবে সে যত ইচ্ছা পত্র বা বিষয় একটি কমা ও স্পেস দিয়ে যুক্ত করতে পারবে এবং সবশেষে ১৬২২২ নম্বরে মেসেজ পাঠাতে হবে।
অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা কিভাবে আবেদন করবে?
অন্য যেকোন বোর্ডের শিক্ষার্থী হোক, সবাই একই নিয়মে আবেদন করবে। এক্ষেত্রে যার যার বোর্ডের শর্ট কোড আলাদা থাকবে। সে জন্য আমি নিচে সকল বোর্ডের শর্ট কোড দিয়ে দিলাম।
সকল বোর্ডের শর্ট কোড
বোর্ডের নাম | শর্ট কোড |
---|---|
যশোর | JES |
কুমিল্লা | COM |
চট্টগ্রাম | CHI |
বরিশাল | BAR |
রাজশাহী | RAJ |
মাদ্রাসা | MAD |
ঢাকা | DHA |
দিনাজপুর | DIJ |
ময়মনসিংহ | MYM |
সিলেট | SYL |
কারিগরি | TEC |
২য় ধাপ : এবার ফিরতি এসএমএস (SMS) -এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর মাসেজ অপশন এ আবার গিয়ে লিখবেন RSC <স্পেস> YES <স্পেস> পিন নম্বর <স্পেস> আপনার সাথে থাকা যে কোন অপারেটরের একটি মোবাইল নম্বর।
মনে করুন ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 12345 এবং আপনার মোবাইল নম্বর 01913XXXXXX সেক্ষেত্রে যেভাবে লিখবেন :
RSC YES 12345 01913XXXXXX
ব্যাস! উপরের প্রক্রিয়া গুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন, তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃনিরীক্ষণ বা এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
আবেদনের সময়সীমা
এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার পরদিন থেকে পরবর্তী ৬ দিন। এই ৭ দিনের মধ্যে অবশ্যই আবেদন করতে হবে।
সামারি
আসুন এখন এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম সংক্ষেপে উদাহরণ সহ দেখে নেই
১ম ধাপ | RSC JES 259663 101, 105 |
২য় ধাপ | RSC YES 12345 01913XXXXXX |
পাঠাতে হবে | ১৬২২২ নম্বরে |
চার্জ / ফি | ১৫০ টাকা (প্রতি পত্র) |
পুনঃনিরিক্ষনের ফলাফল যেভাবে জানবেন
উত্তরপত্র পুনঃনিরীক্ষনের ফলাফল সাধারণত বোর্ড চ্যালঞ্জের আবেদন শেষ হওয়ার এক মাসের মধ্যে প্রকাশিত হয়ে যায়। এছাড়া ফল প্রকাশিত হলে আবেদনের সময় দেওয়া নম্বরে নিজ নিজ মোবাইলে জানিয়ে দেওয়া হবে। পুনঃনিরীক্ষনের ফলাফল জানতে এখানে ক্লিক করুন
আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হোন : SSC Helpline
স্যার আমাকে ইংরেজি তে ফেল করাই দিয়ে ছে কিন্তু আমি ভালো করে লেখছি উক্ত প্রার্থনা করে পাস করে দেওয়ার আবেদন মঞ্জুর করি রোল 312639 রেজিস্ট্রেশন নম্বর 1914589412
হয়ত কোনো সমস্যা হয়েছে। যাক এখন যা করার তাই করো। মানে বোর্ড চ্যালেঞ্জ করার কথা বলছি। তবে বোর্ড চ্যালেঞ্জে মার্ক বাড়িয়ে দিবে না। বরং খাতার নাম্বার চেক করে আবার টোটাল হিসেব করবে অথবা OMR শীটে কোনো ভুল হয়েছে কিনা তাও চেক করে। যদি বোর্ড চ্যালেঞ্জ করানোর জন্য আমাদের হেল্প এর দরকার হয়, তাহলে আমাদের এই ফেসবুক গ্রুপে প্রশ্ন করুন।
স্যার আমার ভুগোল ও পরিবেশ বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করেছি এখন স্যার কত দিন পর রেজাল্ট আসবে যে পাস নাকি ফেল
ডিসেম্বরের ১৫ তারিখের ভিতর দিয়ে দিবে।
বোর্ড চ্যালেঞ্জ করার ব্যাপারে আপনার এ আর্টিকেলটি আমার কাছে ভালো লেগেছে
পদার্থ তে ফেল আসছে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে গেলে হচ্ছে নাYour subject code (136) is already registered for SSC-2022 rescrutiny.এমন এস এম এস দেখাচ্ছে কারন কি ময়মনসিংহ বোর্ড ।আর এর সমাধান কি
কারণ যে বিষয়ের জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছো ওটা অলরেডি হয়ে গেছে।
স্যার কয়টা বিষয়ে BOARD চ্যালেঞ্জ করা যায়?
কোনো লিমিট নেই, যত ইচ্ছা তত!!!
কোন বিষয়ে এ+ পেলেও কি বোর্ড চ্যালেঞ্জ করা যায়?
যাবে।
Subject code (127) is not allowed for SSC-2023 rescrutiny.
এই এসএমএস এর মানে টা কি?
এই বিষয়ে (কোনো সমস্যার কারণে) বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন না।
এই সমস্যার সমাধান কি হতে পারে স্যার? আমারও সেম প্রব্লেম হয়েছে। 150 কোড এর জন্য সেম রিপ্লে আসছে।
আসসালামু আলাইকুম স্যার! আমার ছোটো ভাই এস এস সি ইসলাম শিক্ষা বিষয়ে ফেল করেছে। এখন সে কনফিডেন্সে বলছে যে পাশ করার কথা এবং ভালো রেজাল্ট আসার কথা। কথা হচ্ছে ইসলাম শিক্ষা বিষয়ে কি বোর্ড চ্যালেন্জ করা যাবে?
ওয়ালাইকুমুস সালাম, অবশ্যই। কেননা যেসব বিষয়ে শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, সেসব বিষয়ের প্রতিটিতে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে।
আমি বোর্ড চ্যালেঞ্জ করবো। কিন্তু আগে একবার করছি একটা নাম্বার দিছি, পরে আবার করেছি, সেখানে অন্য সাবজেক্ট দিছি। তো সেখানে কি আগের বোর্ড চ্যালেঞ্জ বাতিল হবে নাকি কোনো সমস্যা হবে না??? উত্তর দিবে দয়া করে
একাধিক বার করলে সমস্যা নেই। তবে প্রতিবার মোবাইল নাম্বার একটা দেওয়াই ভালো!
আমি তথ্য যোগাযোগে ফেল করছি
বোর্ড চ্যালেঞ্জ করে দেখো