এসএসসি ফরম পূরণ ২০২৩ (সময় বর্ধিত) বিজ্ঞপ্তি সহ বিস্তারিত

২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে এসএসসি ফরম পূরণ ২০২৩ কত টাকা ও বিজ্ঞপ্তি সহ ssc ফরম ফিলাপ ২০২৩ এর বিস্তারিত খুঁটিনাটি তথ্য ও নিয়মাবলি আমাদের এই পোষ্ট থেকেই জানতে পারবেন।

Update : এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ৭ দিন। আগামী ১৪ মার্চ ২০২৩ পর্যন্ত ফরম ফিলাপ করা যাবে।

আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হও : SSC Helpline

এসএসসি ফরম পূরণ ২০২৩ কত টাকা

ssc ফরম ফিলাপ কত টাকা? এসসসি ফরম ফিলাপ ফি কত টাকা? যেহেতু ২০২৩ সালে সব বিষয়ে পরীক্ষা নেয়া হবে সেহেতু সব বিষয়ের ফি, কেন্দ্র ফি সহ আনুষঙ্গিক ১৭৫/- টাকা সহ গ্রুপ ভিত্তিক এসএসসি পরীক্ষার ফরম পূরণের ফি পৃথম পৃথক ছক আকারে দেয়া হলো :

বিবরণমানবিক শাখাকমার্স শাখাবিজ্ঞান শাখা
বোর্ড ফি১৫৩৫ টাকা১৫৩৫ টাকা১৬২৫ টাকা
কেন্দ্র ফি (ব্যবহারিক সহ)৪৮৫ টাকা৪৮৫ টাকা৫১৫ টাকা
বেতন
সর্বমোট২০২০ + টাকা২০২০ + টাকা২১৪০ + টাকা
এসএসসি পরীক্ষার ফরম পূরণের ফি ২০২৩

উল্লেখ্যে ফরম ফিলাপের ফি’র সাথে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ২৪ মাসের বেতন যোগ হবে। ফলে বেতন সহ ফরম ফিলাপের ফি আরও দ্বিগুণ বা তার বেশি টাকা আসতে পারে। কিন্তু পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ হিসেবে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে। কোনও ভাবেই শিক্ষার্থীর নবম ও দশম শ্রেণির সর্বমোট ২৪ মাসের বেশি বেতন নেওয়া যাবে না।

অনিয়মিত পরীক্ষার্থীদের ফরম পূরণের ফি

যারা আগে এসএসসি পরীক্ষা দিয়েছে কিন্তু পাশ করতে পারে নি, তারা যত বিষয়ে পরীক্ষা দিবে তত বিষয় প্রতি ১১০ সহ আনুষঙ্গিক ১৫৫ টাকা দিতে হবে। তবে ব্যবহারিক থাকলে বিষয় প্রতি আরও ৩০ টাকা এবং প্রতিষ্ঠানের বেতন যোগ হবে। নিম্নের ছকে দেখুন :

এক বিষয় (ব্যবহারিক ফি ব্যতীত)২৬৫ টাকা + বেতন
দুই বিষয় (ব্যবহারিক ফি ব্যতীত)৩৭৫ টাকা + বেতন

আর যারা আগে পরীক্ষা দেয় নাই, তারা নিয়মিত পরীক্ষার্থীদের চেয়ে ১০০ টাকা বেশি দিয়ে ফরম ফিলাপ করতে হবে। অর্থাৎ মানবিক ও ব্যবসায় শিক্ষা ২১২০ টাকা + বেতন এবং বিজ্ঞান ২২৪০ টাকা + বেতন।

জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের ফরম পূরণের ফি

২০২৩ সালে জিপিএ উন্নয়ন পরিক্ষার্থীদের ক্ষেত্রে বিষয় প্রতি ১১০ টাকা সহ আনুষঙ্গিক ২৫৫ টাকা মিলে মোট ১ বিষয়ের জন্য ৩৬৫ টাকা জমা দিতে হবে। তবে ব্যবহারিক থাকলে বিষয় প্রতি আরও ৩০ টাকা যোগ হবে।

রেজিস্ট্রেশন নবায়নকারীদের ফরম পূরণের ফি

যারা ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে যারা নবম শ্রেণিতে ভর্তি হয়েছে শুধু তারাই রেজিস্ট্রেশন নবায়ন করে অকৃতকার্য ১ বিষয়ে ২০২৩ সালে পরীক্ষা দিতে পারবে। এ জন্য তাদেরকে ৫৬৫ টাকা জমা দিতে হবে। তবে ব্যবহারিক থাকলে বিষয় প্রতি আরও ৩০ টাকা যোগ হবে।

২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ২০২৩
এসএসসি ফরম পূরণ ২০২৩ - ssc ফরম ফিলাপ ২০২৩ - এসএসসি ফরম ফিলাপ ২০২৩
এসএসসি ফরম পূরণ ২০২৩
এসএসসি ফরম পূরণ ২০২৩ - ssc ফরম ফিলাপ ২০২৩ - এসএসসি ফরম ফিলাপ ২০২৩
এসএসসি ফরম পূরণ ২০২৩ - ssc ফরম ফিলাপ ২০২৩ - এসএসসি ফরম ফিলাপ ২০২৩
এসএসসি ফরম পূরণ ২০২৩
এসএসসি ফরম পূরণ ২০২৩ - ssc ফরম ফিলাপ ২০২৩ - এসএসসি ফরম ফিলাপ ২০২৩

এসএসসি বোর্ড চ্যলাঞ্জের রেজাল্ট

বাকি অংশ আসছে………

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!