এসএসসি পরীক্ষা কবে হবে ২০২৩ : যা জানা গেল

এসএসসি পরীক্ষা কবে হবে ২০২৩এসএসসি পরীক্ষা ২০২৩ কবে হবে : আমরা এই পোস্টের মধ্যে ২০২৩ সালের এসএসসি পরীক্ষা কবে হবে তার সর্বশেষ খবর (সাম্প্রতিক) আপডেট তথ্য দিব। তাই এসএসসি পরীক্ষার সর্বশেষ ও নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের এই পোস্টের সাথে থাকুন। উল্লেখ্য যে, এখানে তারিখ সহ গুরুত্বপুর্ণ আপডেট দেয়া হবে :

এসএসসি পরীক্ষা কবে হবে ২০২৩

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি তপন কুমার সরকার, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, আগামী বছরের এসএসসি ও এইচএসসি স্বাভাবিক সময়ের চেয়ে বড়জোর এক মাস পেছাতে পারে। অর্থাৎ এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে শুরু না হয়ে এক মাস পেছাতে পারে। অন্যদিকে এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু না হয়ে মাসখানেক পেছাতে পারে। তিনি আরও বলেন, এর পর থেকে আগের সময়ের মতোই এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে।

গত বৃহস্পতিবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বেলা ১১টার দিকে রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল কেন্দ্র পরিদর্শনে যান তপন কুমার সরকার। কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তবে সময়টি এখনো চূড়ান্ত হয়নি। শিক্ষামন্ত্রণাল থেকে এরকম খবর আসলে নিশ্চিত হওয়া যাবে।

এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ pdf download করুন এখান থেকে

এইচএসসি পরীক্ষা ২০২২ কবে হবে

১৭ জুলাই ২০২২, রবিবার : ২০২২ সালের স্থগিত এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষা মন্ত্রী।

মন্ত্রী বলেন, আগস্টের মাঝামাঝি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর পরিকল্পনা থাকলেও এ সময়টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা যায়। তাই এ সময়ে পরীক্ষা না নিয়ে কিছু পরে সেপ্টেম্বরের মাঝামাঝি এসএসসি ও সমমান পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, স্থগিত হওয়া পরীক্ষা যেভাবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেভাবেই অনুষ্ঠিত হবে। পরীক্ষার সিলেবাস বা নম্বর বিভাজনের কোন পরিবর্তন হবে না। তবে পরীক্ষার সূচি বদলাবে এবং তা শীঘ্র প্রকাশ করা হবে।

১৫ জুলাই ২০২২, শুক্রবার : নাম প্রকাশে অনিচ্ছুক একটি শিক্ষা বোর্ডের একজন চেয়ারম্যান গতকাল বৃহস্পতিবার বলেছেন, মধ্য আগস্টে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরীক্ষা নিয়ে ১৭ জুলাই (রোববার), দুপুর ১ টায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ওই সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানা যেতে পারে।

আর আগামী এক সপ্তাহের মধ্যে ক্ষতিগ্রস্ত এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার জন্য বলা হয়েছে। বই দেওয়ার কাজটি করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

০৪ জুলাই ২০২২, সোমবার : একাধিক সূত্র থেকে জানা যায় চলতি বছরের স্থগিত এসএসসি পরীক্ষা আগামী আগস্ট মাসে শুরু হবে। আগস্ট মাসে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু করার পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ডগুলো। তবে, সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।

কেননা সিলেট বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন জুলাই মাসের মধ্যে তার আওতাধীন কেন্দ্রগুলো পরীক্ষা নেয়ার উপযোগী হবে। সে হিসেবে আগস্টে পরীক্ষা শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে মাননীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিব মহোদয়ের সঙ্গে সভা করে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে এবং পূর্ণাঙ্গ সময়সূচী প্রকাশিত হবে।

২১ জুন ২০২২, মঙ্গলবার : সিলেটে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে এসএসসি ও সমমান পরীক্ষা পিছিয়ে গেছে। তবে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে ঈদের ছুটি শেষে নতুন রুটিনে ১০-১৫ দিন পিছিয়ে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। মাধ্যমিক স্তরের এ পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী দুই মাসের মধ্যেই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর চিন্তা-ভাবনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি-সমমান পরীক্ষার জন্য নতুন রুটিন দেওয়া হবে। আগের রুটিনের আলোকে নতুন পরীক্ষার রুটিন তৈরি করা হবে, এক্ষেত্রে শুধু পরীক্ষা শুরুর সময়টা পরিবর্তন হবে। পরীক্ষার্থীদের নতুনভাবে প্রস্তুতির জন্য ৭ থেকে ১৫ দিন সময় দেওয়া হতে পারে।

বিলম্বিত পরীক্ষায় বিষয় কমানো হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে দেরি হলেও পরীক্ষা সংক্ষিপ্ত করা বা বিষয় কমানোর কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আগে রুটিন শিডিউল অনুযায়ীই নতুন রুটিন দেওয়া হবে। তবে পরীক্ষা শুরুর সময়টা পরিবর্তন করা হতে পারে।

এসএসসি পরীক্ষা ২০২২ যেভাবে হবে

২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য বাদ দেয়া হচ্ছে ইসলাম শিক্ষা বা ধর্ম বিষয়। আরও জানা যায়, এসএসসি ও সমমানে প্রতিটি বিষয়ের পরীক্ষার পূর্ণমান হবে ৫০ নম্বর। প্রতিটি বিষয়ের পরীক্ষা আলাদাভাবে গ্রহণ করতে হবে। পরীক্ষার জন্য নির্ধারিত সময় থাকবে ২ ঘণ্টা ০০ মিনিট। এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয়ের নম্বর বণ্টনের ক্ষেত্রে বাংলা প্রথম পত্রে এমসিকিউ অংশে ২০ নম্বরে এবং লিখিত অংশের ৩০ নম্বরে পরীক্ষা নেয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!