এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে দিবে ২০২২
#সর্বশেষ_আপডেট : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৮ নভেম্বর (সোমবার) দুপুর ১২ টায় প্রকাশিত হয়েছে।
২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার কমেছে। গতবার এই পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ। এবার পাসের হার ৯০ শতাংশের কম। পাসের হার কমলেও উল্লেখযোগ্যভাবে বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন।
সকাল ১১ টায় প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দিবেন শিক্ষামন্ত্রীসহ শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা। এসময় তিনি ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। পরে দুপুর ১২ টার দিকে বিস্তারিত ফল প্রকাশ করা হবে। যাইহোক, চলুন জেনে নেই এসএসসি ও সমমান পরিক্ষার ফল কিভাবে জানা যাবে :
এসএসসি রেজাল্ট দেখার নিয়ম এখান থেকে দেখুন
এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
এসএসসি পরীক্ষার রেজাল্ট দুইভাবে দেখা যায়। যথা- ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমে। তবে মার্কশীট সহ এসএসসি পরীক্ষার রেজাল্ট শুধুমাত্র একটি উপায়ে দেখা যায়। এছাড়াও নিজ নিজ শিক্ষা বোর্ড থেকে মার্কশিট বা গ্রেডশিট সহ রেজাল্ট দেখা যাবে। নিম্নে সকল পদ্ধতিতে রেজাল্ট দেখার নিয়মাবলি বর্ণনা করা হলো।
প্রথমে সকল বোর্ডের (এসএসসি, দাখিল, ভোকেশনাল) ফলাফল দেখার কমন ওয়েবসাইট লিংক সহ ফলাফল দেখার নিয়ম বর্ণনা করা হয়েছে। পরে মার্কশিট সহ সকল বোর্ডের রেজাল্ট দেখার নিয়ম। এরপরে সকল বোর্ডের রেজাল্ট দেখার লিংক এবং সবশেষে এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম বলা হয়েছে।
ওয়েবসাইটে ফলাফল দেখার নিয়মঃ
সকল বোর্ডের ফলাফল দেখার ওয়েবসাইট লিংক: এডুকেশন বোর্ড রেজাল্ট
- প্রথমে উপরে দেওয়া ওয়েবসাইটের লিংকে ক্লিক করার পর উপরের বক্সে/অপশনে ক্লিক করে SSC / DAKHIL সিলেক্ট করুন।
- তারপর দ্বিতীয় অপশনে ২০২২ লিখুন। তারপর নিম্নের বক্সে আপনার বোর্ডের নাম দিন।
- এরপর নিম্নের বক্সে Roll নম্বর দিন। তারপরের বক্সে Registration নম্বর দিন।
- এরপরের অপশনে যোগফল বসান (বক্সের পাশে যে যোগ অংক দেওয়া, তার সমষ্টি বসাবেন)
- সর্বশেষে নিচে দেওয়া submit ক্লিক করুন। বেস তথ্য সঠিক হলে আপনার ফলাফল দেখাবে।
মার্কশীট সহ এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
মার্কশীট সহ ssc ও সমমান পরীক্ষার ফলাফল দেখতে নিচে দেয়া লিংকে ক্লিক করুন এবং রেজাল্ট চেক করার আগে নিয়মাবলি পড়ে নেন।
- নিচে প্রদর্শিত ছবির মত একটি মেনু আসবে। তারপর,
- প্রথমে SSC/Dakhil /Equivalent সিলেক্ট করুন
- এরপর পরীক্ষার সন দিয়ে বোর্ডের নাম সিলেক্ট করুন
- তারপর result type অপশন থেকে Individual result সিলেক্ট করুন।
- এরপর Roll নম্বর দিন।
- এবার Registration নম্বর দিন।
মার্কশীট সহ ফলাফল দেখার লিংকঃ ইবোর্ড রেজাল্ট
উল্লেখ্য যে, রেজিস্ট্রেশন নম্বর না দিলে মার্কসহ রেজাল্ট আসবে না। তবে সবাই মার্কশীট সহ রেজাল্ট নাও দেখতে পারেন। কারন, রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার সময় একটি লেখা আসবে, তাতে বলা আছে যদি মার্কশীট available থাকে, তাহলে দেখতে পারবেন। তবে মার্কশীট সহ রেজাল্ট না পাওয়াতে হতাশ হওয়ার কোনোকিছু নেই। বরং নিম্নে দেওয়া নিজ নিজ ওয়েবসাইট থেকেও মার্কশীট সহ রেজাল্ট দেখতে পারবেন।)
এরপর ক্যাপচা পূরন করুন। (security key অপশনের পাশে যে লেখা বা ক্যাপচা থাকবে, তা ডান পাশের ঘরে বসান। যদি ক্যাপচা না বুঝে থাকেন, তাহলে reload করে বসান)
বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখার নিয়ম
এছাড়া প্রত্যেক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে মার্কশীট / গ্রেডশীট / পয়েন্ট সহ ফলাফল জানা যাবে। ময়মনসিং, চট্টগ্রাম, কুমিল্লা, মাদ্রাসা, যশোর ও বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন। তবে রাজশাহী, সিলেট, ঢাকা, দিনাজপুর ও কারিগরি বোর্ডে থেকে রেজাল্ট দেখার সিস্টেম নাই। তাছাড়া যেসব বোর্ড থেকে রেজাল্ট দেখা যায়, সেসব বোর্ড থেকে মার্কশিট সহ রেজাল্ট না পেলে হতাশ হওয়ার কিছু নেই, উপোরিউক্ত লিংক থেকে মার্কশীট সহ রেজাল্ট দেখতে পারবেন।
কুমিল্লা বোর্ড থেকে এসএসসি রেজাল্ট দেখুন
যশোর বোর্ড থেকে এসএসসি রেজাল্ট দেখুন
চট্টগ্রাম বোর্ড থেকে রেজাল্ট দেখুন
এস.এম.এস এর মাধমে রেজাল্ট জানার পদ্ধতি
- প্রথমে যেকোন মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে লিখুন SSC বা Dakhil
- একটি স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখুন। নিম্নে সকল বোর্ডের ১ম ৩ অক্ষর দেখুন
- এরপর একটি স্পেস দিয়ে Roll নম্বরটি লিখুন
- আরও একটি স্পেস দিয়ে পরীক্ষার year লিখুন
- এবার মেসেজ টি পাঠাতে হবে 16222 নম্বরে
ভোকেশনাল: ssc Tec 123456 2022
সকল বোর্ডের রেজাল্ট কোড
- মাদ্রাসা বোর্ড হলে Mad,
- ঢাকা বোর্ড হলে Dha,
- চট্টগ্রাম বোর্ড হলে Cha,
- সিলেট বোর্ড হলে Syl,
- দিনাজপুর বোর্ড হলে Din,
- ময়মনসিং বোর্ড হলে Mym
- যশোর বোর্ড হলে Jes,
- কুমিল্লা বোর্ড হলে Com,
- বরিশাল বোর্ড হলে Bar,
- রাজশাহী বোর্ড হলে Raj,
- কারিগরি বা ভোকেশনাল হলে Tec
এসএসসি পরীক্ষার সকল বোর্ডের পাশের হার
২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার রাজশাহী বোর্ড-৯৯.১১%, যশোর বোর্ড-৯৮.৯৭%, ময়মনসিংহ বোর্ড-৯৮.৫০%, দিনাজপুর বোর্ড-৯৭.৩৭, বরিশাল বোর্ড-৯৮.৩৭%, কুমিল্লা বোর্ড-৯৮.১৭%, ঢাকা বোর্ড -৯৮.০৭%, চট্টগ্রাম বোর্ড-৯৮.০১%, সিলেট বোর্ড-৯৭.০৩,
উল্লেখ্য যে, ২০২০ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার শতকরা ৮২.৮৭ শতাংশ। এই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪০ হাজার ২৮ জন। এর মধ্যে পাশ করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন। (তথ্যসূত্র প্রথম আলো)