সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুক্রবার (৩ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ৬ মে, ২০১৯ তারিখে প্রকাশ করা হবে। ঐ দিন সকাল ১০ঃ৩০ টার সময় আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফলের অনুলিপি হস্তান্তর করা হবে এবং দুপুর ১২ঃ০০ টার পর হতে ফলাফল দেখা যাবে।
২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল এবং পেশাগত বোর্ডের অধীনে সমমানের পরীক্ষা সোমবার (4 ফেব্রুয়ারী) থেকে শুরু হয় এবং ফেব্রুয়ারীর 24 তারিখ শেষ হয়। ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১০লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র এবং ১০লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী । শিক্ষামন্ত্রী দিপু মনি জানান, ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় ছাত্রীর তুলানায় ৬ হাজার বেশি ছাত্র পরীক্ষায় অংশ্রহন করেছে
যেভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল দেখবেনঃ
ফলাফল দুইভাবে দেখা যায়। যথা- ওয়েবসাইট এর মাধ্যমে এবং এসএমএস এর মাধ্যমে। নিম্নে উভয় পদ্ধতিতে ফলাফল দেখার নিয়মাবলি বর্ণনা করা হলোঃ
ওয়েবসাইটে এসএসসি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম:
১) ওয়েবসাইট থেকে সকল বোর্ডের ফলাফল দেখার লিংক নিম্নরুপঃ
এডুকেশন বোর্ড রেজাল্টস
২) এছাড়া প্রত্যেক বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।
ঢাকা বোর্ডের ওয়েবসাইট লিংক
সিলেট বোর্ডের ওয়েবসাইট লিংক
মাদরাসা বোর্ডের ওয়েবসাইট লিংক
ওয়েব সাইটে ফলাফল দেখার নিয়মঃ
প্রথমে উপরে দেওয়া ওয়েবসাইটের লিংকে প্রবেশ করুন। তারপর, রেজাল্ট দেখার যে মেনু আসবে, সেটার উপরের বক্সে/অপশনে ক্লিক করে SSC/DHAKHIL সেলেক্ট করুন।
তারপর দ্বিতীয় বক্সে/অপশনে ২০১৯ লিখুন। তারপর নিম্নের বক্সে আপনার বোর্ডের নাম দিন। (
এরপর নিম্নের বক্সে রোল নাম্বার দিন ।তারপর নিম্নের বক্সে রেজিস্ট্রেশন নাম্বার দিন।
এবং সর্বশেষ অপশনে যোগফল বসান (অর্থাৎ; ঐ বক্সের বাম পাশে যে যোগ অংক দেওয়াখবে, তার উত্তর/সমষ্টি বসাবেন) । সর্বশেষে নিচে দেওয়া submit ক্লিক করুন। বেস তথ্য সঠিক হলে আপনার ফলাফল দেখাবে।
এস.এম.এস এর মাধমে ফলাফল ফলাফল জানার পদ্ধতিঃ
- প্রথমে যে কোন মোবাইল অপারেটর এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে SSC
- এরপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখতে হবে
- এরপর, একটি স্পেস দিন এবং আপনার রোল নম্বরটি লিখুন
- এবার একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার সাল অর্থাৎ 2019 লিখুন
- এবার মেসেজ টি পাঠাতে হবে 16222 নম্বরে