জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ছাত্র-ছাত্রীদের বিশেষ প্রয়োজনের কথা বিবেচনা করে এক কলেজ থেকে অন্য কলেজ পরিবর্তনের সুযোগ দিয়েছে। তবে এর কিছু নিয়ম-কানুন রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ছাড়পত্র/কলেজে ট্রান্সফার এর নিয়ম প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলুন জেনে নেওয়া যাক নিয়মাবলি:
আরও দেখুন : দ্বাদশ শ্রেণীর কলেজ ট্রান্সফার / পরিবর্তন ২০২১
যারা কলেজ ট্রান্সফার করতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয় :
- সাধারণ ক্ষেত্রে : শিক্ষার্থী ১ম বর্ষ উত্তীর্ণ হওয়ার পর (ক) সরকারি কলেজ হতে সরকারী ও বেসরকারী কলেজে এবং (খ) বেসরকারী হতে বেসরকারি কলেজে ছাড়পত্র বা কলেজে ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে।
- চাকুরিতে অভিভাবক বদলী হলে: চাকুরিতে অভিভাবক তথা পিতা/মাতা/স্বামী, অন্য জেলার শহরে বদলী হলে, পিতা/মাতা জীবিত না থাকলে/অসমর্থ হলে আইনগত ভাবে কাউকে অভিভাবকত্ব প্রদান করলে সে অভিভাবক হিসেবে বিবেচিত হবে। সেক্ষেত্রে আইনানুক অভিভাবকের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। শুধুমাত্র সরকারী, স্বায়ত্বশাসিত ও আধা-সরকারী প্রতিষ্ঠানে কর্মরত অভিভাবকের বদলী জনিত কারনে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে। চাকুরীরত অভিভাবকের সম্মতিপত্র আবেদনের সাথে সংযুক্তি করতে হবে।
- মেয়ে শিক্ষার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে : (সম্মান শ্রেণিতে ভর্তির পর) সে ক্ষেত্রে বিবাহের কাবিননামা, (হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধদের ক্ষেত্রে ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র, স্বামী-স্ত্রীর যৌথ ছবি ও বিয়ের দাওয়াতপত্র, স্বামী যে প্রতিষ্ঠানে চাকুরী করেন তার প্রত্যয়নপত্র, যোগদানপত্র, জাতীয় পরিচয়পত্র/অন্য কর্মে নিয়োজিত তার প্রামান্যপত্র।
- যৌক্তিক কারণে ছাড়পত্র: শিক্ষার্থী তার স্থায়ী ঠিকানার নিকটবর্তী কলেজে যৌক্তিক কারণে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে। যদি তার নিজের জেলার কোন কলেজে তার পঠিত বিষয়টি অধিভুক্তি না থাকে তাহলে পার্শ্ববর্তী জেলার নিকটবর্তী কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে। সে ক্ষেত্রে শিক্ষার্থীর নিজের/পিতা/মাতা এর জাতীয় পরিচয়পত্র ও অভিভাবকের মতামত পত্র জমা দিতে হবে। কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনার যোগ্য মনে করলে TC দিবেন।
- অভিভাবকের মৃত্যু জনিত কারণে: ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে, যদি অভিভাবক সদ্য মৃত্যুবরন করেন সেক্ষেত্রে ডাক্তার কর্তৃক ডেথ সার্টিফিকেট এর কপি অথবা চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র জমা দিতে হবে। প্রকৃত অভিভাবকের মৃত্যু জনিত কারণে অভিভাবকত্বের দায়িত্ব যার উপর অর্পিত হয়েছে তার সম্মতিপত্র এবং তার পেশা ও কর্মস্থল সংক্রান্ত প্রামান্য কাগজপত্র এবং জাতীয় পরিচয়পত্রের কপি আবেদনের সাথে জমা দিতে হবে।
- শিক্ষার্থী প্রতিবন্ধি হলে: এক্ষেত্রে প্রতিবন্ধি বিষয়ে সমাজকল্যাণ অধিদপ্তরের সনদপত্র জমা দিতে হবে।
- মেয়ে শিক্ষার্থীর ক্ষেত্রে: একই জেলা/বিভাগীয় শহরে অবস্থিত দুটি কলেজের মধ্যে ছাড়পত্রের অনুমোদন দেয়া যাবে না। তবে বিশেষ মেয়ে শিক্ষার্থীর ক্ষেত্রে উক্ত শর্ত শিথিল যোগ্য।
- সংশ্লিষ্ট কলেজের শিক্ষাকার্যক্রম/ বিষয়ের অধিভুক্তি স্থগিত হলে: এক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন শাখা কর্তৃক প্রদত্ব অধিভুক্তি বাতিলের পত্র সংযুক্ত করতে হবে।
যারা কলেজে ট্রান্সফার করতে পারবে না জাতীয় বিশ্ববিদ্যালয়
- বেসরকারি কলেজ হতে সরকারি কলেজে ছাড়পত্র নিতে পারবে না।
- আবার শিক্ষার্থী একটি কলেজে ১ম বর্ষে ভর্তির আবেদন করেছিল কিন্তু রিলিজ স্লিপের মাধ্যমে অন্য কলেজে ভর্তি হয়েছে সে ক্ষেত্রে পূর্বে আবেদনকৃত কলেজে বা সমমান কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবেনা।
- একই জেলা/বিভাগীয় শহরে অবস্থিত দুটি কলেজের মধ্যে (ছেলেদের ক্ষেত্রে) ছাড়পত্রের অনুমোদন দেয়া যাবে না।
- আবেদনের সাথে রেজিঃ কার্ড, প্রবেশপত্র ও পরীক্ষার ফলাফল কপি জমা দিতে হবে।
- একজন শিক্ষার্থী একাধিক বার ছাড়পত্র নিতে পারবে না।
- আবেদন করার সময় Reason এর স্থানে ছাড়পত্রের কারন স্পষ্ট করে অবশ্যই উল্লেখ করতে হবে।
বিবিধ:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিবর্তনের নিয়ম
একজন শিক্ষার্থী ফলাফল প্রকাশের দিন থেকে ৪৫ দিনের মধ্যে অনলাইনে ছাড়পত্রের জন্য প্রাথমিক আবেদন করতে পারবে। আবেদনের সাথে প্রার্থীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে।
- প্রাথমিক আবেদন করতে হলে, প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (nu.edu.bd) -এর Services মেনু তে গিয়ে Student Login ( নির্দিষ্ট সময়ের মধ্যে যেতে হবে) এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন করা হয়ে গেলে, Student Login এই লিংক থেকে (ID নম্বর ও পাসওয়ার্ড দিয়ে) লগ-ইন করতে হবে।
- লগইন করার পর, বামদিকে Academic Services এ ক্লিক করলে Academic Services For Student এর তালিকা পাবেন। এই তালিকায় Transfer College(TC) -তে ক্লিক করলে ছাড়পত্রের আবেদন ফরম পাবেন।
- উক্ত ফরম টি পুরণ করে proceed অপশনে ক্লিক করবেন। তারপর এটি সোনালি ব্যাংকে নিয়ে ফিসহ জমা দিতে হবে।
বিবিধ:
- প্রার্থীর প্রাথমিক আবেদন যাচাই বাছাই করে এক সপ্তাহের মধ্যেই SMS এর মাধ্যমে তার আবেদন বিবেচনা যোগ্য কিনা তা জানিয়ে দেওয়া হবে। আবেদন গ্রহণযোগ্য হলে প্রার্থীকে ছাড়পত্রের ফিসহ নির্ধারিত ফরমে বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত আবেদনপত্র জমা দিতে হবে। চূড়ান্ত আবেদনের সাথে শুধুমাত্র ছাড়পত্র প্রদানকারী কলেজের অনাপত্তিপত্র জমা দিতে হবে।
- উল্লেখ্য যে, শিক্ষার গুনগত মানোন্নয়নের প্রতি লক্ষ রেখে ছাড়পত্র অনুমোদনের ক্ষেত্রে প্রার্থী যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সে কলেজের প্রার্থীত বিষয়ের শিক্ষার্থী – শিক্ষক সংখ্যানুপাত Optimum সংখ্যার অনেক বেশী হলে প্রার্থীর আবেদন বিবেচনা করা হবে না।
- কোর্স ফাইনাল পরীক্ষার ফরম পূরণ শুরু হলে ছাড়পত্র ইস্যু করা যাবে না। তাছাড়া স্নাতক (সম্মান ) শ্রেণীতে ৩য় ও ৪র্থ বর্ষে বিশেষ কারণ ছাড়া ছাড়পত্র প্রদান করা যাবে না।
- প্রামাণ্য তথ্যে কোন জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গন্য হবে।
কলেজ পরিবর্তন করতে হলে কি সব বিষয়ে পাশ করতে হ???
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধীনে এক কলেজ হতে অন্য কলেজে ট্রান্সফার হওয়ার সাধারণ নিয়ম হচ্ছে অনার্স বা ডিগ্রির ১ম বর্ষে উত্তীর্ণ হতে হবে। মানে promoted হলেও হবে। এছাড়া আরও অনেক বিধি-নিয়ম রয়েছে, পোষ্টের মধ্যে দেখুন।
মোট কত টাকা খরচ হবে?
আবেদন ফি বাবত সোনালি ব্যাংকে প্রথমে ১০৪৬/- টাকা জমা দিতে হবে। আশাকরি পরবর্তিতে আর লাগবে না।
আমি এক সরকারি কলেজে bba hons ১ম বষ থেকে কি অন্য আরেকটি সরকারি কলেজের ১ম বষে যেতে পারবো৷ তাতে আমার এক বছর নষ্ট হবে না তো
অবশ্যই না। কারন আপনি যে কলেজে গিয়ে ভর্তি হবেন সেখানে তো আর আপনাকে ১ম বর্ষে ভর্তি করবে না তাই। আশাকরি বুঝেছেন।
আমি এক সরকারি কলেজে বিবিএ ১ম বর্ষের ছাত্র।আমি চাই কলেজ ট্রান্সফার করতে।কিন্তু আমি যে কলেজে ট্রান্সফার হতে চাই সেখানে যদি উক্ত সাব্জেক্টে আসন ফাকা না থাকে তাহলে কি আমি ট্রান্সফার করতে পারব?
দুঃখিত! আসন ফাকা না থাকলে ট্রান্সফার হতে পারবেন না।
কয়টি কলেজ এর জন্য আবেদন করা যাবে? শুধু একটি থেকে একটি? নাকি একাধিক!
একটি কলেজের জন্য আবেদন করতে হবে। চান্স পেলে আপনি ট্রান্সফার হতে পারবেন।
মাষ্টার্স ফাইনাক এ কি কলেজ পরিবর্তন করা যায়?
সম্ভবত যায় না।
ভাই আমি অনার্সে পড়ি আমি 2018 19 সেশনের ছাত্র আমি অনার্স ফার্স্ট ইয়ারে নট প্রমোটেড রয়েছি এখন কি আমি এই কলেজ থেকে অন্য কলেজে ট্রান্সফার হতে পারব অথবা আমি সাবজেক্ট পরিবর্তন করে অন্য কলেজে ভর্তি হতে,, পারবো একটু দয়া করে জানাবেন।
দুঃখিত! কলেজ ট্রান্সফার হওয়ার জন্য আপনাকে ১ম বর্ষে উত্তীর্ণ (প্রমোটেড) হতে হবে। আর ভর্তি কেনসেল বা সাবজেক্ট পরিবর্তন করে অন্য কলেজে যাওয়ার সুযোগ এখন নেই। কারন দুই বছর হয়ে গেছে।