একাদশ শ্রেণির ৪র্থ পর্যায়ের আবেদন ২০২৩ নিয়ে অপেক্ষার প্রহর সমাপ্ত হয়েছে। আজ ০৬ ফেব্রুয়ায়রি ২০২৩ তারিখে ৪র্থ পর্যায়ে আবেদন শুরু হয়েছে। যারা ভর্তি হয়নি তারা ব্যতীত বাকি সবাই ৪র্থ পর্যায়ে আবেদন করতে পারবে। আজ আমরা জানব ৪র্থ পর্যায়ের আবেদন ২০২৩ ও করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য :
Update : একাদশ শ্রেণির ৪র্থ পর্যায়ে আবেদনের বিজ্ঞপ্তি আজ প্রকাশিত হয়েছে। (০১-০২-২০২৩)
৪র্থ পর্যায়ে আবেদনে সর্বনিম্ন ০৫ টি ও সর্বোচ্চ ১০ টি কলেজে আবেদন করা যাবে। উল্লেখ্য যে এটাই হয়ত এবারের শেষ পর্যায়ের আবেদন। তাই সবাই সতর্কতার সাথে কলেজ চলেস দিবে। সে জন্য আগেবাগে তোমার যোগ্যতা ও পছন্দ অনুযায়ী একটা লিস্ট করে নিবে। ৪র্থ ধাপে খালি আসনের তালিকা নিম্নে দেখ
একাদশ শ্রেণির ৪র্থ পর্যায়ে খালি আসন সংখ্যা ২০২৩
৪র্থ ও সর্বশেষ ধাপে আবেদন সময় ২০২৩
- ৪র্থ ধাপে আবেদন শুরু ০৬ ফেব্রুয়ারি ২০২৩ হতে
- চলবে ০৮ ফেব্রুয়ারি রাত ০৮ টা পর্যন্ত।
- ফল প্রকাশ ১২ ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮ টা
- নিশ্চায়ন ও ভর্তির সময় : ১৩ হতে ১৫ ফেব্রুয়ারি বিকাল ০৫ টা পর্যন্ত।
আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হও : HSC Admission Helpline
যারা ৪র্থ পর্যায়ে আবেদন করতে পারবে
- যারা পূর্বে আবেদন করেনি।
- যারা আবেদন করে কোন কলেজে চান্স পায়নি
- যারা ভর্তি নিশ্চায়ন করেনি।
- যারা নিশ্চায়ন করেও কলেজে ভর্তি হয় নি।
উল্লেখ্য, যারা ভর্তি নিশ্চায়ন করেছো অথচ ভর্তি হও নি তাদের নিশ্চায়ন বাতিল করতে হবে না। কেননা কলেজে ভর্তি না হওয়াতে তাদের নিশ্চায়ন অটোমেটিক বাতিল হয়ে যাবে।
একাদশ শ্রেণির ৪র্থ পর্যায়ের আবেদন বিজ্ঞপ্তি ২০২৩
৪র্থ পর্যায়ের আবেদন করার আগে যা জানতে হবে
দেখো, আমি আজ (২৭ জানুয়ারি) সকালে ঢাকা বোর্ডের ১০০ টি সরকারি কলেজের আসন সংখ্যা দেখলাম। তন্মধ্যে মানবিকের আসন সংখ্যা গড়ে খুভই কম। আমি যদি অংকে বলি, এই ১০০ টি কলেজের মধ্যে আমি মাত্র ৮ টি কলেজ পাইছি যেগুলোতে ১০ বা ১০ এর উপর খালি সিট আছে। সর্বোচ্চ একটি কলেজের দেখছি ১৫৯ টি আসন খালি আছে। আর বাকি গুলোর বেশিরভাগ ২০ এর নিচে। তবে ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞানের আসন পর্যাপ্ত খালি আছে।
তাই যেসব কলেজে সিট একেবারে কম সেসব কলেজ চয়েজ দিবে না। দিলেও ৭,৮,৯ নম্বরে চয়েজ দিবে। তবে তুমি যদি চাও ঐসব কলেজে ভর্তি হতে তাহলে ১,২,৩ এ দিবে। এরপরে অন্যান্য কলেজ দিবে যাতে তোমার চান্স হওয়ার সম্ভাবনা ৫০ থেকে ৯৯% থাকে। যেমন :
1,2,3 এ তোমার পছন্দের কলেজ চয়েজ দিবে। ৪,৫,৬ এ ৫০ বা ৭০% সম্ভাবনা আছে এমন কলেজ চয়েজ দিবে। ৭.৮,৯ এ ৯৯% সম্ভাবনা আছে এমন এবং ১০ এ ১০০% চান্স হবে এমন কলেজ চয়েজ দিবে। এতে করে তুমি চান্স পাবে। ইয়ার ড্রপ হবে না।
সরকারি কলেজে চান্স পাওয়া যাবে?
উপরের আলোচনা থেকে আশাকরি বুঝতেই পারছ সরকারি কলেজে কত আসন খালি আছে। তাছাড়া এইবছর প্রায় ৩ হাজার জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী পছন্দের কলেজই পায়নি। তাই ৪র্থ পর্যায়ে সরকারি কলেজে চান্স পাওয়া আরও টাফ হবে। তাও আমি বলব ৪, ৫ টা সরকারি কলেজ ১ম দিকে চয়েজ দিতে পার। যদি তোমার পয়েন্ট ভালো হয় তাহলে চান্স পেয়ে যাবে।
একাদশ শ্রেণির ৪র্থ পর্যায়ের আবেদন ২০২৩ নিয়ম
একাদশ শ্রেণির ৪র্থ পর্যায়ের আবেদন ২০২৩ করার নিয়ম আগের মতই। যারা আগে আবেদন করে চান্স পেয়েছে এবং ভর্তি নিশ্চায়নও করেছে কিন্তু ভর্তি হয় নাই তারাও ৪র্থ পর্যায়ে আবেদন করতে পারবে। নিম্নে আবেদন করার নিয়ম দেখুন
আরও দেখুন : অনলাইনে কলেজে ভর্তির আবেদন ২০২৩
উল্লেখ্য যে, ৪র্থ পর্যায়ে আবেদনের রেজাল্টে কোন মাইগ্রেশন থাকবে এবং ফলাফল একবারই প্রকাশিত হবে।
আরও দেখুন : একাদশ শ্রেণিতে ভর্তি হতে কি কি লাগবে
আরও দেখুন : একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি সহ সকল তথ্য
পোস্টটি সর্বশেষ আপডেট করা হয়েছে ০৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সকাল ৮ টায়।
আমি এপ্লাই করছিলাম কিন্তু কনফার্ম করতে পারি নাই এখন কি ভর্তি হতে পারবো
অবশ্যই পারবে
আমারও সেম অবস্থা এপ্লাই করেছি কলেজ চয়েস লাগছে কিন্তু কনফার্ম করতে পারিনি।এখন কিভাবে ওই কলেজে ভর্তি হওয়া যায়।
কিছু করার নেই এখন। ৬ তারিখ আবার আবেদন করতে হবে।
এখন কিভাবে হবো ভর্তি আবার নতুন করে এপ্লাই দিতে হবে এপ্লার ডেট কবে বলেন প্লিজ
হ্যা আবার নতুন করে আবেদন করতে হবে
পলিটেকনিকে কি আবার এপ্লাই করার সুযোগ দিবে?
না। তবে ফেব্রুয়ারির ০৭ তারিখের ম্যানুয়ালি ভর্তি হতে পারবে। যদি সিট ফাকা থাকে।
চতুর্থ পর্যায়ে যদি চান্স না পায় তখন কি করবো
এই বছর আর ভর্তি হতে পারবে না।
৫ম পর্বের ভর্তির কোনো চান্স আছে কি???
Ami apply korsilam sherpur gov. College
কিন্তু কনফার্ম করছিলাম না এখন কি করা যাবে
দুঃখিত! না।
দুই দুইবার হতাশ পর আমি ৩য় পর্যায়ের আবেদনে এমন একটা এমপিও ভুক্ত কলেজে চান্স পেয়েছিলাম যেখানে পড়া সম্ভব না কিন্তু সরকারের আজগুবি নিয়মের কারণে নিশ্চয়ন করতে বাধ্য হয়েছিলাম। তবে ভর্তি হতে পারিনি কারণ মনকে মানাতে পারিনি। এমন হতাশায় ভুগছি যে মনে হচ্ছে আমি ১ মাস যাবত কলেজে ভর্তির জন্য চান্স পাওয়ার চেষ্টা করছি নাকি জাহান্নামে যাওয়ার চেষ্টা করছি। আমার রেজাল্ট ছিল সাধারণ জিপিএ-৫ + মোট নম্বর ১১৮৪। আমার কি এখন নিশ্চয়ন বাতিল করতে রাজশাহী বোর্ডে যেতে হবে নাকি বাতিল করা ছাড়াই আবার ৪র্থ পর্যায়ের আবেদন করতে পারব? দয়া করে যথার্থ উত্তরটা দেবেন বলে আমি প্রত্যাশা করি, ধন্যবাদ।।
ভর্তি না হলে নিশ্চায়ন এমনি বাতিল হয়ে যাবে। কোথাও যেতে হবে না এবং ৪র্থ পর্যায়েও আবেদন করতে পারবে।
❤️ধন্যবাদ❤️🥰🥰🥰
ঠাকুরগাঁও সরকারি পলিটেকনিকে কি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা সিভিল সাবজেক্ট আছে কি
একটু বলেন
আমার রেজাল্ট ৪.৫৬ এই রেজাল্ট নিয়ে কি চতুর্থ পর্যায়ে সরকারি কলেজে চান্স পাওয়া যাবে?
চান্স পাওয়া আসন ও আসন সংখ্যার উপর নির্ভর করবে।
ভাই ফেব্রুয়ারি ৭ তারিখে যে পলিটেকনিকে ম্যানুয়ালি ভর্তি নেবে সেটা কি অনলাইনে আবেদন করতে হবে? না সরাসরি কলেজে গিয়ে ভর্তি হতে হবে।
সরাসরি কলেজে গিয়ে ভর্তি হতে হবে।
আমি ১ম পর্যায়ে আবেদনের মাধ্যমে একটি কলেজে সিলেক্টেড হয়েছি এবং ভর্তি হয়েছি। এখন আমি এই কলেজে পড়তে চাচ্ছি না, ভর্তি বাতিল করে কি চতুর্থ পর্যায়ে আবেদন করা যাবে?
ভর্তি বাতিল করতে অনেক ঝামেলা হবে। এছাড়া ৪র্থ পর্যায়ে আবেদন করে বর্তমানের চেয়ে ভালো কলেজ আসবে তার সম্ভাবনা খুভই কম। তার চেয়ে কলেজ ট্রান্সফার করে যাওয়াই ভালো। টিসি শুরু হবে ২-৩ মাসের মধ্যে।
পলিটেকনিকে কি ম্যানুয়ালি ভর্তি শুরু হয়েছে?
শুরু হয়ে শেষ হওয়ার পথে
জিপিতে পাঁচ প্রাপ্ত কতো শিক্ষার্থী ঢাকা বিভাগে এখনো কলেজ পায়নি ??????
সেটা জানা নেই।
আমি একটা বেসরকারি কলেজে ভর্তি হয়েছি এখন আমি অন্য যেকোনো কলেজে ভর্তি হতে চাইলে কি হতে পারব?
na
বর্তমানে সরকারি পলিটেকনিকে কি কোন সিট খালি রয়েছে?
হ্যা অনেক আছে।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তির জন্য চতুর্থ পর্যায়ে আবেদন কবে থেকে শুরু হবে?
৫ অক্টোবরের পর জানা যাবে। অপেক্ষা করুন।
কিভাবে আবেদন করবো আগের নিয়মে না অন্য উপায়ে?
আগের নিয়মে