একাদশ শ্রেণির ২য় পর্যায়ে আবেদন নিয়ম ২০২৩ ও করণীয়

১২ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ রাত ১২ টা ০১ হতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ২য় পর্যায়ে আবেদন ২০২৩ শুরু হচ্ছে এবং তা চলবে ১৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ রাত ০৮ টা পর্যন্ত। নিম্নে একাদশ শ্রেণির ২য় পর্যায়ে আবেদন নিয়ম ২০২৩ ও করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো :

যারা ২য় পর্যায়ে আবেদন করতে পারবে?

১) যারা ১ম পর্যায়ে নিশ্চায়ন বা মাইগ্রেশন করেনি। তবে যারা নিশ্চায়ন বা মাইগ্রেশন করে ফেলছে তারা কোনোভাবেই ২য় পর্যায়ে আবেদন করতে পারবে না।

২) যারা ১ম পর্যায়ে আবেদন করতে পারেনি।

৩) যারা ১ম পর্যায়ে চান্স পায়নি।

উল্লেখ্য ১ ও ২ নং শিক্ষার্থীদের আবেদন ফি ১৫০/- টাকা আবেদন করতে পারবে। আর ৩ নং শিক্ষার্থীরা বিনা টাকায় আবেদন আপডেট করতে পারবে।

২য় পর্যায়ে আবেদন করার আগে যা জানতে হবে

যারা ১ম পর্যায়ে চান্স পেয়েও নিশ্চায়ন বা মাইগ্রেশন করোনি, তাদেরকে বলছি। তোমরা কখনো ১ম পর্যায়ের মত আবেদন করবে না অর্থাৎ ১ম পর্যায়ে যেভাবে চয়েজ লিস্ট দিছ, সেভাবে ২য় পর্যায়ে দিবে না। নতুবা ২য় পর্যায়ে আবেদন করার কোনো মানেই থাকল না। আর যদি কর, তাহলে সেটা মাইগ্রেশন এর মত হয়ে যাবে। যদি এই ব্যাপারটি না বুঝো নিম্নের পোস্টটি একবার পড়ে দেখ।

তাই তোমার উচিত ভিন্ন কলেজ চয়েজ দেওয়া, যাতে তোমার চান্স হয়। এতে সরকারি হোক বা বেসরকারি হোক ভিন্ন চয়েজ দিতেই হবে। নতুবা মাইগ্রেশনের মত হয়ে যাবে। আর হ্যা, অবশ্য সরকারি কলেজ প্রথম দিকে চয়েজ দিবে এবং কমপক্ষে ১০ টি কলেজ চয়েজ দিবে।

যদি চাও ভালো যায়গার কোনো কলেজে ভর্তি তাহলে কলেজের সংখ্যা ৫ টা দিবে। কেননা যত বেশি কলেজ চয়েজ দিবে তত নিম্ন মানের এবং অপছন্দের কলেজ আসার সম্ভাবনা থাকে।

তবে হ্যা, যদি দেখ ১ম পর্যায়ে আবেদন করা কলেজ গুলোর সিট সংখ্যা খালি আছে, তাহলে সেটা ১ম দিকে দিতে পার এবং শেষদিকে নতুন কলেজ এড করে দিবে। নিম্নে খালি আসন সংখ্যা দেখুন।

একাদশ শ্রেণির ২য় পর্যায়ে খালি আসন দেখুন

আরেকটি কথা, যে কলেজে ভর্তি হতে চাও সে কলেজ প্রথমে দিবে।

আবেদন করার সাধারণ শর্তাবলি

১) একই মোবাইল নাম্বার দিয়ে একাধিক শিক্ষার্থীর আবেদন করা যাবে না।

২) আর প্রত্যেক শিক্ষার্থীর মোবাইল নাম্বার থাকতে হবে এবং ভর্তি কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সচল থাকতে হবে।

৩) একজন শিক্ষার্থী একই প্রতিষ্ঠান বা কলেজ বা মাদ্রাসার একাধিক গ্রুপ/শিফট/ভার্সনে আবেদন করতে পারবে এবং তা একটি কলেজ হিসেবে গণ্য হবে।

২য় পর্যায়ে আবেদন করতে কি কি লাগে

  • এসএসসি বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর
  • এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর
  • একটি সচল মোবাইল নম্বর
  • এবং আবেদন ফি ১৫০ টাকা

২য় পর্যায়ে কলেজে ভর্তির আবেদন ২০২৩

একাদশ শ্রেণিতে ২য় পর্যায়ে অনলাইনে কলেজে ভর্তির আবেদন ২০২৩ করার প্রথমে আবেদন ফি জমা দিতে হবে। এরপর অনলাইনে আবেদন করতে হবে। গতবারের মত এবারও অনলাইনে সর্বোচ্চ ১০ টি কলেজে এবং সর্বনিম্ন ৫টি কলেজে আবেদন করা যাবে।

উল্লেখ্য, অনলাইনে আবেদনের ক্ষেত্রে ৫ টি কলেজে আবেদন করলেও ১৫০/- টাকা দিতে হবে, আবার ১০টি কলেজে আবেদন করলেও ১৫০/- টাকা দিতে হবে।

বিকাশের মাধ্যমে আবেদন ফি প্রদানের নিয়ম

বিকাশের মাধ্যমে একাদশ শ্রেণির আবেদন ফি প্রদান করলে কোনো সার্ভিস ফি চার্জ হবে না। যদিও ৩ টাকা কেটে নিবে কিন্তু তা আবার ফেরত দিয়ে দিবে। বিকাশের মাধ্যমে টাকা প্রেরণ ও আবেদন ফি দেওয়ার পদ্ধতি :

প্রথম ধাপ : বিকাশ এপের হোম পেইজে যান এবং সেখান থেকে ‘এডুকেশন ফি’ আইকনে ক্লিক করুন। (উক্ত আইকন খুজে না পেলে “আরও দেখুন বা see more” অপশনে ক্লিক করুন। তারপর বিলের তালিকা থেকে ‘xi class admission’ সেলেক্ট করুন।

দ্বিতীয় ধাপ : এবার বোর্ডের নাম ও পাশের সন সিলেক্ট করে এসএসসি রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিন। তারপর পেমেন্ট -এর তথ্য যাচাই করে পরবর্তী ধাপে যান।

তৃতীয় ধাপ : তারপর পিন নাম্বার ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখুন। পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে কনফার্মেশন মেসেজ ও বিল পেমেন্ট মেসেজ পাবেন।

চতুর্থ ধাপ : পরবর্তী ব্যবহারের জন্য ট্রান্সজেকশন আইডি সংরক্ষণ করুন। নিম্নোক্তভাবে মোবাইলে কনফার্মেশন মেসেজ আসবে।

বিকাশের মাধ্যমে আবেদন ফি প্রদানের নিয়ম

অন্যান্য পদ্ধতিতে আবেদন ফি জমা দেয়ার নিয়ম এখানে দেখুন

কলেজে ভর্তির আবেদনের মূল নিয়ম

একজন শিক্ষার্থী নিজে নিজে তার মোবাইল থেকে কলেজে ভর্তির আবেদন ২০২৩ করলে সে তার ইচ্ছামত পছন্দের কলেজে আবেদন করতে পারবে। ফলে পছন্দের তালিকাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আবেদন কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে। নিচে ছবিসহ বিস্তারিত দেয়া হলো :

১ম ধাপ : প্রথমে নিম্নোক্ত আবেদন লিংকটিতে ক্লিক কর। এখন সেটি তোমার মোবাইলের কোন এক ব্রাউজারে অপেন হবে। এবার Apply Now বাটনে ক্লিক কর। অথবা লিংকটি কপি করে তুমি তোমার পছন্দের ব্রাউজারে ওপেন কর। তবে Chrome ব্রাউজার হলে বেস্ট হবে।

http://xiclassadmission.gov.bd/

২য় ধাপ : এবার নিজের এসএসসি রোল দেও। পরে তোমার বোর্ড ও এসএসসি পাশের সাল সেলেক্ট করে রেজিস্ট্রেশন নম্বর দেও। নিচের দিকে থাকা ‘ভেরিগিকেশন বক্সের’ বাম পাশে একটি সংখ্যা দেখতে পারবে, হুবহু ঐটা ‘ভেরিগিকেশন বক্সে’ বসাও। এবার next বাটনে ক্লিক কর।

যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করেছ, তাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর একই বলে বিবেচিত হবে। এ জন্য রোল নম্বরে অন্তর্ভুক্ত ‘-‘ চিহ্নটি বাদ দিতে হবে।

অনলাইনে কলেজে ভর্তির আবেদন ২০২৩

৩য় ধাপ : এবার তুমি তোমার এসএসসির রেজাল্ট সহ তোমার পিতা, মাতার নাম সহ একটা সংক্ষিপ্ত তথ্য দেখতে পারবে। অবশ্যই তুমি এটা ভালো করে মিলিয়ে নিবে যে সঠিক আছে কিনা।

সঠিক হলে নিচের দিকে গিয়ে মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার দিতে হবে। পাশে আবার নাম্বারটি দিতে হবে। অবশ্যই এটা সচল নাম্বার হতে হবে। এখন তুমি চাইলে তোমার গার্জিয়ানের NID কার্ডের নাম্বার দিতে পার। না দিলেও চলবে এবং পরে গার্জিয়ানের সাথে তোমার সম্পর্ক কি সেটা সেলেক্ট করে দিবে।

একেবারে নিচের দিকে কোটা সেলেক্ট করতে হবে। যদি তোমার কোনো কোটা থাকে তাহলে যে কোটা আছে সেটা সেলেক্ট করে দিবে। এখন আবার next বাটনে ক্লিক কর।

৪র্থ ধাপ : এবার তোমাকে কলেজ সিলেক্ট করতে হবে এবং প্রতিটি কলেজ সিলেক্ট করার আগে প্রত্যেক কলেজের বোর্ড, জেলা, থানা, কলেজের নাম, শিফট, ভার্সন, গ্রুপ, কোটা থাকলে কোটা সেলেক্ট করতে হবে। সবকিছু সেলেক্ট করা হয়ে গেলে শেষে Add this college অপশনে ক্লিক করতে হবে। ফলে কলেজ সেলেক্ট হয়ে যাবে।

অনলাইনে কলেজে ভর্তির আবেদন ২০২৩

এভাবে তুমি সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে। অবশ্যই তুমি যে কলেজটিতে ভর্তি হতে চাও সেটা প্রথমে সেলেক্ট করবে।

এখন যদি তুমি ভুল করে ভিন্ন কলেজ প্রথম চয়েজ দিয়ে ফেল, তাহলে সেটা Delete করার সুযোগ পাবে। সে জন্য যেখানে কলেজের নাম আসবে, তার একদম ডান পাশে ডিলিটের একটা চিহ্ন পাবে, অটাতে ক্লিক করলে কলেজ ডিসিলেক্ট বা ডিলিট হয়ে যাবে। অথবা

Priority চেঞ্জ করলেই পারবে। তোমরা নিচে দেখ, আমি প্রথম কলজের priority ২ আর দ্বিতীয় কলেজের Priority ১ রাখছি। এটা কিভাবে করলাম? খুভ সোজা! শুধু এডিট করে বসিয়েছি। এভাবে তোমাদের কলেজ তালিকা সাজাতে পারবে। মনে রাখবে কোন কলেজ কত নম্বর Priority তে আছে সেটা হচ্ছে আসল বিষয়। কেননা Priority অনুযায়ী তোমাকে চান্স দেওয়া হবে।

অনলাইনে কলেজে ভর্তির আবেদন ২০২৩

এভাবে তুমি তোমার পছন্দের কলেজ সমূহ সাজিয়ে নিতে পার। কলেজ লিস্ট সাজানো হয়ে গেলে এবার Preview Application এ ক্লিক কর।

৫ম ধাপ : এই ধাপে তুমি তোমার কলেজ তালিকা বড় আকারে দেখতে পারবে। ভালোকরে দেখে নিবে সবকিছু ঠিকটাক মত আছে কিনা। যদি না হয়, তাহলে Continue to Edit বাটনে ক্লিক করলে পূর্বের ধাপে চলে যেতে পারবে। আর ঠিক হলে Submit Application এ ক্লিক কর।

৬ষ্ট ধাপ : এখন তোমার সামনে একটি মেসেজ আসবে যে We have successfully received your online application.

পাশাপাশি একটু আগে আবেদন করার সময় যে নাম্বার দিয়েছিলে ঐ নাম্বারে ৬ ডিজিটের একটা সিকিউরিটি কোড যাবে। ঐটা সংরক্ষণ করে রাখবে।

অনলাইনে কলেজে ভর্তির আবেদন ২০২৩

বেস! তোমার আবেদন সম্পুর্ণ হয়ে গেল। এখন তুমি চাইলে ঐ ধাপে থাকা অবস্থায় Print অপশনে ক্লিক করে তোমার আবেদন ফরম টা ডাউনলোড করে নিতে পার। এটা না করলেও সমস্যা নেই।

আরও দেখুন

একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ দেখুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!