আপনি যদি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে বিভিন্ন কলেজে ভর্তির যোগ্যতা ২০২৩ দেখতে চান তাহলে সঠিক জায়গায় এসেছেন। কেননা আপনি যদি একটি ভালো মানের ও সরকারি কলেজে চান্স পেতে চান তাহলে প্রতিটা (যে যে কলেজে আবেদন করবেন সেসব) কলেজের ন্যূনতম যোগ্যতা জানতে হবে এবং সেই যোগ্যতা অনুযায়ী কলেজ সিলেক্ট করতে হবে।
Update : ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ১ম পর্যায়ে ভর্তির খালি আসন সংখ্যা দেওয়া হয়েছে। পোস্টটি সর্বশেষ আপডেট করা হয়েছে ০২ আগস্ট ২০২৩ তারিখ রাত ৯ টা।
তাই একাদশ শ্রেণিতে আবেদন করার আগে কোন কলেজে আবেদন করবেন? কেন করবেন? এবং কোন কলেজ প্রথমে দিবেন? এভাবে একটা লিস্ট করে রাখতে হবে নতুবা পরবর্তীতে পস্তাতে হবে। আর সেই জন্য আজ আমরা দেখব দেশের সকল কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির ন্যূনতম যোগ্যতা ২০২৩। সাথে পিডিএফ ফাইল দেয়া থাকবে। তাহলে চলুন শুরু করা যাক :
আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন : HSC admission Helpline
একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্যতা ২০২৩
প্রতিটি বোর্ডের বিভিন্ন কলেজের যোগ্যতা ঘাটাঘাটি করে দেখলাম যে বেশিরভাগ সময় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম যোগ্যতার হার অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের চেয়ে বেশি। তারপর ব্যবসায় শিক্ষা ও মানবিক। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের গড়ে ৪ থেকে ৫ পয়েন্ট থাকতে হবে। আর ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীদের গড়ে ৩ থেকে ৩.৫০ পয়েন্ট থাকতে হবে। আর মানবিকের জন্য গড়ে ১.০০ থেকে ২.৫০ পর্যন্ত।
তবে মাঝে মধ্যে ব্যতিক্রম আছে। অর্থাৎ কোনো কোনো কলেজে মানবিকের শিক্ষার্থীদের ন্যূনতম যোগ্যতা ৪.৫০ বা তার বেশি নির্ধারণ করা হয়েছে। যেমন : আদমজি ক্যান্টনমেন্ট কলেজে বিজ্ঞান বিভাগের জন্য ৫.০০ পয়েন্ট আর ব্যবসায় শিক্ষা ও মানবিকের জন্য ৪.৭৫ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এভাবে মাঝে মধ্যে কিছু কিছু ভালো ও ইংরেজি মাধ্যম কলেজে যোগ্যতার মান বেশি থাকে।
তাই আপনাদের অবশ্যই কলেজের ন্যূনতম যোগ্যতা এবং আপনার এসএসসি পয়েন্ট দেখে হিসাব নিকাশ করে কলেজ চয়েজ দিবেন। বিশেষকরে যারা শহর বা উপশরের (উপজেলা) সরকারি কলেজে আবেদন করতে চাও তাদের জন্য বলছি।
নতুন পোস্ট : একাদশ শ্রেণিতে কলেজ নির্বাচন করার নিয়ম
একাদশ শ্রেণিতে বিভিন্ন কলেজে ভর্তির যোগ্যতা ২০২৩
কিছু কথা : যেহেতু দেশে কলেজের সংখ্যা অনেক তাই প্রতিটা কলেজের ন্যূনতম যোগ্যতা লিখে দেওয়া অনেক সময় ও কষ্টসাধ্য। তাই আপনারা নিম্নোক্ত লিংক থেকে পিডিএফ ডাউনলোড করে একাদশ শ্রেণিতে বিভিন্ন কলেজে ভর্তির যোগ্যতা দেখে নিন। আশাকরি ডাউনলোড করতে কোনো ঝামেলা হবে না।
যেভাবে পিডিএফ থেকে কলেজের নাম বের করবেন
নিয়ম ১) পিডিএফ ডাউনলোড করার পর যখন এটা ওপেন করবেন, তখন মোবাইলের উপরের দিকে দেখবেন সার্চ করার একটা অপশন আছে। ওটাতে ক্লিক করলে সার্চ বক্স আসবে। তখন আপনার কলেজের নাম ইংরেজি অক্ষরে লিখবেন। অথবা আপনি চাইলে জেলা বা উপজেলার নাম লিখেও সার্চ দিতে পারেন তাহলে ঐ নির্দিষ্ট অঞ্চলের সকল কলেজের তথ্য সামনে চলে আসবে। নিম্নের ছবিতে দেখুন :
→প্রথম ছবিতে সার্চ বক্স দেখানো হয়েছে। আর দ্বিতীয় ছবিতে কোথায় লিখবেন তা দেখানো হয়েছে এবং দ্বিতীয় ছবির ডান দিকে দেখানো হয়েছে কোনো স্থানের নাম লিখে সার্চ দিলে ঐ স্থানে কতটি কলেজ আছে তার সংখ্যা দেখা যাবে।
এসএসসি তে বিজ্ঞান বিভাগ থেকে ৪.৫০ পেয়েছি। এখন কি বিজ্ঞান বিভাগ থেকে ফেনী সরকারি কলেজ এ আসবে…??
আমি বিজ্ঞান বিভাগ থেকে GPA-4.56 পেয়েছি। আমি বিজ্ঞান বিভাগে কোনে সরকারি কলেজ ভতি হয়তে পারব?
যে সরকারি কলেজের মিনিমাম ভর্তি যোগ্যতা ৩ পয়েন্ট বা তিনের চেয়ে কম, সেসব কলেজে চান্স পাবে।
আসসালামু আলাইকুম। আমি একজন মানবিক বিভাগে ছাত্র। আমার Gpa 3.67 আমি কি গোদাগাড়ী স্কুল এন্ড কলেজ চান্স পাব?
ওয়ালাইকুমুস সালাম। ওটাতে চান্স পাওয়া একটু কঠিন হয়ে যাবে। কারন সিট সংখ্যা মাত্র ২০০ টি আছে। আর ঐ কলেজে আবেদনের মিনিমাম যোগ্যতা ৩.০০ পয়েন্ট।