এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২ (নতুন নিয়ম দেখুন)

কী? এইচএসসি পরীক্ষার ফল মনমত হয়নি? কোনো সমস্যা নেই, তোমরা এখন পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। চলো জেনে নেই এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২ :

Update : এইচএসসি বোর্ড চ্যালেঞ্জের প্রতি বিষয় আবেদন ফি ৩০০ এবং প্রতি পত্র আবেদন ফি ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং আবেদন করার নিয়মও পরিবর্তন করা হয়েছে। বিস্তারিত নিম্নে দেখুন।

আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হোন : HSC Helpline

বোর্ড চ্যালেঞ্জ কি?

বোর্ড চ্যালেঞ্জ বা ফলাফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ হচ্ছে কোনো উত্তরপত্রের সকল প্রশ্নের মার্কস বা নম্বর পুণরায় নিরীক্ষণের জন্য আবেদন করা।

বোর্ড চ্যালেঞ্জ করলে কি হয়?

বোর্ড চ্যালেঞ্জ বা ফলাফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ এর জন্য আবেদন করলে শুধুমাত্র সকল প্রশ্নের মার্কস বা নম্বর যোগ করে চেক করা হবে। এক্ষেত্রে কোনো প্রশ্নে মার্ক দেওয়া না থাকলে তা দিয়ে টোটাল যোগ করা হবে কিন্তু কখনো সকল প্রশ্নের উত্তর পুণঃমূল্যায়ন করা হবে না অর্থাৎ খাতার নাম্বার নতুন করে দেওয়া হবে না কাটা হবে না।

বোর্ড চ্যালেঞ্জ করলে নম্বর কমার সম্ভাবনা আছে?

না, কোনো সম্ভাবনা নেই।

পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ আসলে কাদের জন্য?

যারা ২০২২ সালের এইচএসসি ও সমমান (আলিম ও ভোকেশনাল) পরীক্ষায় কোনো বিষয়ে ২-১ মার্ক এর জন্য A+ পাও নি অথবা কারো কোনো বিষয়ে F এসেছে কিন্তু সে কল্পনাও করেনি যে ফেল আসবে অথবা খুব অল্প পয়েন্টের জন্য GPA 5 পাওনি, তাদের জন্যই হচ্ছে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২২

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২

শুধুমাত্র টেলিটক (প্রি-পেইড) সিম থেকে এসএমএস (SMS) এর মাধ্যমে এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষনের জন্য আবেদন করা যায়। নিচে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২ দেখুন :

উল্লেখ্য যাদের বাড়িতে টেলিটক সিম আছে তাদেরকে কারও কাছে যেতে হবে না। শুধু টেলিটক সিমে আবেদন করার টাকা থাকলেই ঘরে বসে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে। এ জন্য যা করতে হবে নিম্নরুপঃ

কিছু কথা জানা দরকার

ফলাফল পুনঃনিরীক্ষনের ক্ষেত্রে ১ টি বিষয়ের জন্য আবেদন ফি বাবত ৩০০ টাকা কেটে নেওয়া হবে। তবে যে সকল বিষয়ে দুটি পত্র রয়েছে, সেসকল বিষয়েও ৩০০ টাকা কেটে নেওয়া হবে।

এভাবে কেউ যদি আলাদা দুটি বিষয়ে বা দ্বিপত্র বিশিষ্ট ২ টি অথবা ১ টি বিষয় ও ১ টি দ্বিপত্র বিশিষ্ট বিষয়ে আবেদন করে সেক্ষেত্রেও ৬০০ টাকা কেটে নেওয়া হবে।

তবে এবার যেহেতু ICT বিষয়ে পরীক্ষা হয়নি। ফলে এবার দ্বিপত্র ছাড়া কোনো বিষয়ে আবেদন করা যাবে না।

যেসকল বিষয়ে পরীক্ষা হয়েছে শুধুমাত্র সেসব বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে।

বোর্ড চ্যালেঞ্জের আবেদন ২ ধাপে অনুষ্ঠিত হবে।

কোন কোন বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে?

ICT ব্যতীত অন্যান্য সকল বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে।

বোর্ড চ্যালেঞ্জের আবেদন ফি

প্রতি ১ টি বিষয়ের জন্য ৩০০ টাকা এবং প্রতি ২ টি পত্রের জন্য ৩০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। তবে শুধু ১ম পত্রের আবেদন করতে হবে। ১ম পত্রের আবেদন করলে ২য় পত্রের আবেদনও বিবেচিত হবে।

আবেদন করতে যা যা লাগবে

  • একটি টেলিটক সিম ও মোবাইল
  • একটি সচল মোবাইল নম্বর
  • আবেদন ফি

আবেদন করতে যেভাবে এসএমএস (SMS) করবেন

১ম ধাপ : মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RSC <স্পেস> নিজ নিজ বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং এরপর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।

এখানে স্পেস মানে ফাকা বা খালি জায়গা বোঝানো হয়েছে। মেসেজ লেখার সময় মোবাইলের ০ বাটনে ক্লিক করে ধরলে একটা স্পেস হয়ে যাবে।

উল্লেখ্য যে, যারা দ্বিপত্র বা দুটি পত্র বিশিষ্ট বিষয়ে আবেদন করবে, তাদেরকে শুধু ১ম পত্রের কোড দিতে হবে। ২য় পত্রের কোড দিতে হবে না। এভাবে দ্বিপত্র বা দুটি পত্র বিশিষ্ট ২টি বিষয়ে আবেদন করলেও শুধু উভয় বিষয়ের ১ম পত্রের কোড দিতে হবে। যেমন :

উদাহরণ

মনে কর, কুমিল্লা বোর্ডের কোনো শিক্ষার্থীর রোল নম্বর 652089 এবং সে যদি বাংলা ও ইংরেজিতে আবেদন করতে চায়। তাহলে তাকে লিখতে হবে এভাবেঃ

 RSC Com 652089 101, 107

আর যদি সে শুধু ইংরেজিতে আবেদন করতে চায় তাহলে লিখবে

 RSC Com 652089 107

আর যদি সে শুধু বাংলা, ইংরেজি এবং পত্র ছাড়া কোনো বিষয়ে আবেদন করতে চায় তাহলে লিখবে

 RSC Com 652089 101, 107, xxx

(বুঝানোর সুবিধার্থে এখানে xxx দেওয়া হয়েছে। এবার যেহেতু আইসিটি পরীক্ষা হয়নি, ফলে এবার পত্র ছাড়া কোনো বিষয়ে আবেদন করা যাবে না)

এভাবে সে যত ইচ্ছা পত্র একটি কমা ও স্পেস দিয়ে যুক্ত করতে পারবে এবং সবশেষে ১৬২২২ নম্বরে মেসেজ পাঠাতে হবে।

অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা কিভাবে আবেদন করবে?

অন্য যেকোন বোর্ডের শিক্ষার্থী হোক, সবাই একই নিয়মে আবেদন করবে। এক্ষেত্রে যার যার বোর্ডের শর্ট কোড আলাদা থাকবে। সে জন্য আমি নিচে সকল বোর্ডের শর্ট কোড দিয়ে দিলাম।

সকল বোর্ডের শর্ট কোড

বোর্ডের নামশর্ট কোড
যশোরJES
কুমিল্লাCOM
চট্টগ্রামCHI
বরিশালBAR
রাজশাহীRAJ
মাদ্রাসাMAD
ঢাকাDHA
দিনাজপুরDIJ
ময়মনসিংহMYM
সিলেটSYL
কারিগরিTEC

২য় ধাপ : এবার ফিরতি এসএমএস (SMS) -এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর মাসেজ অপশন এ আবার গিয়ে লিখবেন RSC <স্পেস> YES <স্পেস> পিন নম্বর <স্পেস> আপনার সাথে থাকা যে কোন অপারেটরের একটি মোবাইল নম্বর।

মনে করুন ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 12345 এবং আপনার মোবাইল নম্বর 01913XXXXXX সেক্ষেত্রে যেভাবে লিখবেন :

RSC YES 12345 01913XXXXXX

ব্যাস! উপরের প্রক্রিয়া গুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন, তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃনিরীক্ষণ বা এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আবেদনের সময়সীমা

০৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ হতে ১৫ ফেব্রুয়ারি ২০২৩ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।

সামারি

আসুন এখন এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২ সংক্ষেপে উদাহরণ সহ দেখে নেই

১ম ধাপRSC Com 259663 101, 107
২য় ধাপRSC YES 12345 01913XXXXXX
পাঠাতে হবে১৬২২২ নম্বরে
চার্জ / ফি৩০০ টাকা (প্রতি ১ বিষয় / ২ পত্র)

পুনঃনিরিক্ষনের ফলাফল যেভাবে জানবেন

উত্তরপত্র পুনঃনিরীক্ষনের ফলাফল আগামী — ফেব্রুয়ারি ২০২৩ প্রকাশিত হবে। আবেদনের সময় দেওয়া নম্বরে নিজ নিজ মোবাইলে জানিয়ে দেওয়া হবে। তাছাড়া পুনঃনিরীক্ষনের ফলাফল জানতে এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হোন : HSC Helpline

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২ বিজ্ঞপ্তি
এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২ বিজ্ঞপ্তি

6 thoughts on “এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২ (নতুন নিয়ম দেখুন)”

      1. Board challenge er result kobe dibe sure kore ektu bolben please. 23 tarikh obdi medical er form puroner somoi ache…

  1. Amake plz janaben sotic information, amar GPA 5asse,ami aj ek subject a j mark asse tar theke beshi paoar kotha ejonne sei subjecter board challenge koresi. Ekhon amar medical admission er form 12trk theke suru.ami ki ekhon challenge kora obsthay form tulte parbo?amr kintu ssc hsc duitatei 5point ase.jeta medical upojogi,ami sudhu mark Baranor jnno challenge koresi.form tulte prblm hbr ki???

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!