এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৪ pdf | HSC exam routine 2024

এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৪এইচএসসি পরীক্ষার রুটিন 2024 pdf download : এইচএসসি পরীক্ষার রুটিন খুঁজছেন নাকি HSC পরীক্ষার রুটিনের পিডিএফ নাকি পরীক্ষা সংক্রান্ত তথ্য? যাই খুজেন এখানে সব পাবেন। তাছাড়া ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার রুটিন, সময় ও নম্বর বিভাজন সহ পরীক্ষা সংক্রান্ত খুটিনাটি সকল তথ্য দেখতে পারবেন।

সর্বশেষ খবর

স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৪ pdf প্রকাশিত হয়েছে। (১৬ আগস্ট ২০২৪ তারিখ, বিকাল ৩ টা ৫০ মিনিট)

কারিগরি পরীক্ষার পরিবর্তিত রুটিন

চট্টগ্রাম বোর্ডের পরিবর্তিত রুটিন

আলিম পরীক্ষার পরিবর্তিত রুটিন

২০২৪ সালের এইচএসসি পরীক্ষা যেভাবে হবে

এবার ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে অনুষ্ঠিত হবে। প্রতিটি ১০০ মার্কের পরীক্ষা ৩ ঘন্টা সময়ে অনুষ্ঠিত হবে।

প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল ( তত্ত্বীয় ) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। বহুনির্বাচনী (MCQ) পরীক্ষার ক্ষেত্রে ৩০ মিনিট এবং সৃজনশীল (CQ) / রচনামূলক পরীক্ষার ক্ষেত্রে ২ ঘণ্টা ৩০ মিনিট সময় দেওয়া হবে।

২০২৪ সালের এইচএসসি শর্ট সিলেবাস

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সকল বিষয়ের শর্ট সিলেবাস বা পূনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী ২০২৩ নিম্নের লিংক থেকে ডাউনলোড করে নিন।

এইচএসসি পরীক্ষা শুরু১১ সেপ্টেম্বর ২০২৪ হতে
এইচএসসি পরীক্ষা চলবে০৮ অক্টোবর ২০২৪ পর্যন্ত
পরীক্ষা হবেপূর্ণ সিলেবাসে
পরীক্ষা আরম্ভের সময়সকাল ১০ টা
মোট পরীক্ষার সময় ০৩ ঘন্টা

আলিম পরীক্ষার রুটিন

এইচএসসি ভোকেশনাল পরীক্ষার রুটিন

পরীক্ষার হলে কি কি নেওয়া যাবে?

  1. সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর।
  2. এলালগ ঘড়ি হলে নিতে পারবে।
  3. প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড নেওয়া বাধ্যতামূলক।

এইচএসসি স্থগিত পরীক্ষার রুটিন ২০২৪

এইচএসসি স্থগিত পরীক্ষার রুটিন ২০২৪

এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৪

সুপ্রিয় বন্ধুরা ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার রুটিন তোমাদের পছন্দানুযায়ী ফরম্যাটে রুটিন ডাউনলোড করার জন্য আমাদের ওয়েবসাইটের নিচের দিকে স্ক্রোল করে যাও। সেখানে গেলেই তোমরা ইমেইজ বা ছবি এবং পিডিএফ আকারে 2024 সালের এইচএসসি পরীক্ষার রুটিন ডাউনলোড করে নিতে পারবে।

এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৪ HSC Exam Routine 2024
এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৪ HSC Exam Routine 2024

আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও Join Here

এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩ pdf download

আপনি কি উপরের ছবি পিডিএফ (PDF) আকারে ডাউনলোড করতে চান? তাহলে এখান থেকে কোনো সার্ভার প্রবলেম ছাড়াই হাই কোয়ালিটির পিডিএফ ডাউনলোড করতে পারবেন। ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন পিডিএফ আকারে ডাউনলোড করতে শুধুমাত্র নিম্নোক্ত লিংকে ক্লিক করুন। যেহেতু পিডিএফ ফাইলটির সাইয প্রায় ১ mb সেহেতু এটি ডাউনলোড হতে একটু সময় নিতে পারে। তবে হ্যা নেট স্পিড ভালো থাকলে খুভ দ্রুত ডাউনলোড হয়ে যাবে।

HSC পরীক্ষার রুটিন ২০২৩ ছবি

আপনি কি উপরের ছবি ভালোভাবে দেখতে পারছেন না? তাহলে এখান থেকে একদম অরিজিনাল ইমেইজ ডাউনলোড করতে পারবেন। 2023 সালের এইচএসসি পরীক্ষার রুটিন ইমেইজ আকারে ডাউনলোড করতে নিম্নোক্ত লিংকে ক্লিক করুন। যেহেতু ছবিটির সাইয প্রায় — mb সেহেতু এটি ডাউনলোড হতে একটু সময় নিতে পারে। তবে হ্যা নেট স্পিড ভালো থাকলে খুভ দ্রুত ডাউনলোড হয়ে যাবে।

Image 1

image 2

image 3

তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিবে তারা অপেক্ষায় আছো কখন রুটিন প্রকাশিত হবে। কেননা রুটিন প্রকাশিত না হলে পড়তে মন বসে না। তবে তোমাদের উচিত রুটিন যখনই প্রকাশিত হোক এখন থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেয়া। কেননা গত বারের মত এবার কিন্তু ৩ টি বিষয়ে পরীক্ষা হবে না।

এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ ২০২৩ কবে?

২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ শুরু হতে পারে আগামী ০৮ জুন ২০২৩ হতে এবং বিগত বছরের ন্যায় এবারও ঘরে বসে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পারবে। তো ফরম ফিলাপ কিভাবে করবে? কত টাকা লাগবে? তা জানতে এখান থেকে বিস্তারিত তথ্য দেখুন।

এইচএসসি পরীক্ষার নিয়মাবলি ২০২৩

১। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। ২। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩। বহুনির্বাচনী (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট এবং MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনা বিরতি থাকবে না।

(ক) সকাল ১০.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে

  • সকাল ৯.৩০ মি, অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ।
  • সকাল ১০.০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ।
  • সকাল ১০.৪০ মি. বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।

(খ) দুপুর ০২.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে

  • দুপুর ০১.৩০ মি. অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ।
  • দুপুর ০২.০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ।
  • দুপুর ০২.৪০ মি. বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।

৪। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। ৫। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে সগ্রহ করবে।

৬। প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রােল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ও এমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোন প্রয়ােজনে উত্তরপত্র ভঁজ করা যাবে না।

৭। পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে (প্রযােজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে। ৮। প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রে উল্লিখিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না ।

৯। কোন পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। ১০। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর (Non programmable) ব্যবহার করতে পারবে। প্রােগ্রামিং ক্যালুলেটর ব্যবহার করা যাবে না। ১১। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মােবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মােবাইল ফোন আনতে পারবে না।

এইচএসসি পরীক্ষার রেজাল্ট

6 thoughts on “এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৪ pdf | HSC exam routine 2024”

  1. This is a great post. I have been following your blog for a while now and I really appreciate the work you put into it. Keep up the good work!

  2. I really appreciate the effort put in by the author to provide such a comprehensive guide for the HSC exam. It is really helpful for students who are preparing for the exam.

  3. I really appreciate the effort put in by the author to provide such a comprehensive guide for the HSC exam. It is really helpful for students who are preparing for the exam.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!