গত রাত (১১ জুন) ১০ টার দিকে আলিম পরীক্ষার রুটিন ২০২৩ প্রকাশিত হয়েছে। প্রকাশিত রুটিন অনুযায়ী এবারের আলিম পরীক্ষা শুরু হবে ১৭ আগস্ট হতে এবং চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
এবার সংক্ষিপ্ত সিলেবাসে সব বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে এবং MCQ ও CQ পরীক্ষার মাঝে কোনো বিরতি থাকবে না।
৩০ নম্বরের MCQ পরীক্ষা ৩০ মিনিটে এবং ২৫ নম্বরের MCQ পরীক্ষা ২৫ মিনিটে অনুষ্ঠিত হবে। তবে ৭০ নম্বরের CQ (তত্ব্বীয়) পরীক্ষা ২ ঘন্টা ৩০ মিনিটে এবং ৫০ নম্বরের CQ (তত্ব্বীয়) পরীক্ষা ২ ঘন্টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
জানা যায়, বরাবরের মত এবারের পরীক্ষাও এক শিফটে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০ টা হতে পরিক্ষা শুরু হবে এবং চলবে দুপুর ০১ টা পর্যন্ত।
২০২৩ সালের আলিম পরীক্ষার রুটিন দেখতে ও ডাউনলোড করতে নিচের দিকে স্ক্রল করে যান।
আলিম পরীক্ষার রুটিন ২০২৩
আলিম পরীক্ষার রুটিন ২০২৩ pdf
আলিম পরীক্ষার রুটিন সম্বন্ধে বিস্তারিত জানুন নিম্নের লিংক থেকে
Alim exam routine 2023 pdf
আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও Join Here