পলিটেকনিকে আগে আসলে আগে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। যারা ৩য় ও ৪র্থ পর্যায়ের আবেদন করে ভর্তির সুযোগ পেয়েও নিশ্চায়ন করেনি কিংবা যে কোন পর্যায়ের নিশ্চায়ন করেও প্রতিষ্ঠানে ভর্তি হয়নি কিংবা ভর্তির সুযোগ না পেয়ে অপেক্ষমান তালিকায় রয়েছে সে সকল শিক্ষার্থী এই পদ্ধতিতে আবেদন করতে পারবে।
শুধু মেরিন ইন্সটিটিউটে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের বয়স আবেদনের তারিখে সর্বোচ্চ ১৮ বছর হতে হবে এবং প্রয়োজনীয় মেডিকেল ফিটনেস থাকতে হবে, অন্যথায় নিশ্চায়ন করলেও তা বাতিল বলে গণ্য হবে। নিম্নে বিস্তারিত দেখুন :
আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হোন : HSC Admission Helpline
পলিটেকনিকে আগে আসলে আগে ভর্তি ২০২৩
পলিটেকনিকে আগে আসলে আগে পাবে ভিত্তিতে ভর্তির প্রক্রিয়া ৩ পর্যায়ে সম্পন্ন হবে। তবে সেসব কোর্সে ন্যূনতম যোগ্যতা জিপিএ ৫.০০ হতে ৪.৫০ পর্যন্ত সেসব কোর্সে ১ম পর্যায়ে আবেদন করতে হবে। আর সেসব কোর্সে ন্যূনতম যোগ্যতা ৪.৫০ এর চেয়ে কম সেসব কোর্সে ২য় ও ৩য় পর্যায়ে (আসন থাকা সাপেক্ষে) আবেদন করতে হবে।
শিক্ষার্থীকে যোগ্যতা অনুযায়ী নিজ নিজ প্রোগ্রামে সময় মত আবেদন করতে হবে। আবেদন করার নিয়ম এখান থেকে দেখুন। এরপর ভর্তি নিশ্চায়ন করতে হবে। ভর্তি নিশ্চায়নের নিয়ম এখান থেকে দেখুন।
উল্লেখ্য এই পদ্ধতিতে সরাসরি ভর্তি হওয়া যায় ফলে কোনো ভর্তি রেজাল্ট প্রকাশিত হবে না। নিশ্চায়নের সাথে সাথে নির্ধারিত তারিখের মধ্যে নিজ নিজ ইন্সটিটিউটে গিয়ে কাগজপত্র ও ফি জমা দিয়ে ভর্তি হতে হবে। নতুবা ভর্তি বাতিল হয়ে যাবে।
আগে আসলে আগে ভর্তির সময়
১ম পর্যায়ে আবেদনের সময় | ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ২০২৩ |
১ম পর্যায়ে নিশ্চায়নের সময় | ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ২০২৩ |
২য় পর্যায়ে আবেদনের সময় | ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ২০২৩ |
২য় পর্যায়ে নিশ্চায়নের সময় | ১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ২০২৩ |
১ম ও ২য় পর্যায়ে ভর্তির সময় | ২০, ২২ ও ২৩ ফেব্রুয়ারি ২০২৩ |
৩য় পর্যায়ে আবেদনের সময় | ২৮ ফেব্রুয়ারি ও ০১ মার্চ |
২য় পর্যায়ে নিশ্চায়নের সময় | ০২ মার্চ পর্যন্ত |
৩য় পর্যায়ে ভর্তির সময় | ০৬ মার্চ ২০২৩ পর্যন্ত |
অনলাইনে আগে আসলে আগে ভর্তির নিয়ম
প্রথম ধাপ : www.btebadmission.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে First Come First Served – FCFS বাটনে ক্লিক করে এসএসসি রোল, বোর্ড, পাশের সন ও সিকিউরিটি কোড দিয়ে ইন্টারফেসে প্রবেশ করলে শিক্ষার্থীর আবেদনকৃত কারিকুলাম প্রদর্শিত হবে।
কারিকুলাম নির্বাচন করলে প্রতিষ্ঠানভিত্তিক টেকনোলজির খালি আসন প্রদর্শিত হবে। প্রদর্শিত তালিকা হতে পছন্দ অনুযায়ী যেকোন একটি প্রতিষ্ঠান, টেকনোলজি ও শিফট নির্বাচন করতে হবে। নির্বাচনের সাথে সাথে শিক্ষার্থীর জন্য আসনটি বরাদ্দ রাখা হবে। শিক্ষার্থীর ইন্টারফেসের VIEW RESULT বাটনে ক্লিক করলে ফলাফল দেখা যাবে।
দ্বিতীয় ধাপ : বরাদ্দকৃত আসনটি নিশ্চায়ন করার জন্য শিক্ষাক্রমভিত্তিক প্রয়োজনীয় ফি (ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের জন্য ৩৮৫ টাকা এবং অন্যান্য শিক্ষাক্রমের জন্য ২৩৮ টাকা) প্রদান করতে হবে।
নিশ্চায়ন করার নিয়ম এখান থেকে দেখুন। নিশ্চায়ন করা হয়ে গেলে শিক্ষার্থীর ইন্টারফেসের VIEW RESULT বাটনে ক্লিক করলে অথবা ওয়েবসাইটের REGISTRATION STATUS ফিল্ডে প্রয়োজনীয় তথ্য দিলে নিশ্চায়নের অবস্থা দেখা যাবে।
তৃতীয় ধাপ : ভর্তি নিশ্চায়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বোর্ড নির্ধারিত বর্ণিত তারিখে ইনস্টিটিউটে হাজির হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য যে, ভর্তির সময় এসএসসি মূল নম্বরপত্র, তিন কপি ছবি, প্রশংসাপত্রের ফটোকপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দিতে হবে। অন্যথায় শিক্ষার্থীর নিশ্চায়ন বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে ভর্তি ফরম স্বহস্তে পূরণ করে প্রতিষ্ঠানে দাখিল করতে হবে।
ভর্তি ফরম
ভর্তি ফরম এখান থেকে ডাউনলোড করুন
ভর্তি হতে যা যা লাগবে
- ১) ভর্তি ফরম
- ২) এসএসসি মূল নম্বরপত্র
- ৩) তিন কপি পাসপোর্ট সাইয ছবি
- ৪) প্রশংসাপত্রের ফটোকপি