জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি আজ (২৮-১০-২০১৯ তারিখ, বিকালে) প্রকাশিত হয়েছে। ২৪/১১/২০১৯ তারিখে প্রকাশিত সম্পূরক বিজ্ঞপ্তি অনুসারে এই ফরম পূরণ প্রক্রিয়া ০৭/১২/২০১৯ পর্যন্ত অনলাইনে চলবে। ফরম পূরণের নিয়মাবলীসহ ফরম পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্যবলী নিচে তুলে দেওয়া হলোঃ
অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ যারা করতে পারবেঃ
- নিয়মিতঃ
- ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে যারা ২০১৮ সালের ৩য় বর্ষ অনার্স পরীক্ষায় প্রমােটেড হয়েছে। কেবলমাত্র সে সকল শিক্ষার্থীরা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ করতে পারবে।
- অনিয়মিতঃ
- ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে যারা ২০১৮ সালের ৩য় বর্ষ অনার্স পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে F প্রাপ্ত হয়েছে, সে সকল শিক্ষার্থীরা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ করতে পারবে।
- আর, ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে যারা ২০১৮ সালের ৩য় বর্ষ অনার্স পরীক্ষায় promoted হয়েছে, সে সকল শিক্ষার্থীরাও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ করতে পারবে।
- গ্রেড উন্নয়নঃ
- জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস এবং রেগুলেশন অনুযায়ী, যে সকল শিক্ষার্থী ইতােপূর্বে তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষায় অংশগ্রহণ করে ৪র্থ বর্ষে উত্তীর্ণ প্রমােটেড হয়েছে কিন্তু তারা যে সকল কোর্সে F গ্রেড প্রাপ্ত হয়েছে বা কোন একটি পত্রে অনুপস্থিত রয়েছে, তাদের সে সকল কোর্সের পরীক্ষায় গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী হিসাবে অবশ্যই অংশগ্রহণ করতে হবে।
- এ ছাড়াও ২০১৮ সালের তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষায় যারা C বা D গ্রেড পেয়েছে, তারা ঐ সকল কোর্সে ২০১৯ সালের তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষায় গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী হিসাবে অংশগ্রহণ করতে পারবে।
- এক্ষেত্রে একজন পরীক্ষার্থী সর্বোচ্চ দুইটি কোর্সে গ্রেড উন্নয়ন পরীক্ষা দিতে পারবে। তবে কোন পরীক্ষার্থী একটি কোর্সে একবারের বেশি গ্রেড উন্নীতকরণের সুযােগ পাবে না।
- কোন শিক্ষার্থী যদি গ্রেড উন্নীত করতে ব্যর্থ হয় তাহলে ঐ কোর্সে তাঁর পর্বের গ্রেড বহাল থাকবে।
অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের গুরুত্বপূর্ণ তারিখসমূহঃ
- ফরম পূরণের তারিখঃ ০২/১১/২০১৯ হতে ০৭/১২/২০১৯ তারিখ পর্যন্ত পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফরম পূরণ করতে পারবে।
- ডাটা এন্ট্রি নিশ্চায়নের তারিখঃ ০৯/১২/২০১৯ তারিখ, রাত ১১;৫৯ মিনিট পর্যন্ত।।
- সোনালী সেবার মাধ্যমে টাকা দেওয়ার তারিখঃ ১১/১২/২০১৯ তারিখ, বিকাল ৪ঃ০০ পর্যন্ত।
- কাগজপত্র জমা দেওয়ার তারিখঃ ১২/১২/২০১৯ তারিখের মধ্যে Pay Slip, ফিস বিবরণী, শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখা/স্ব-স্ব আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে।
অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ যেভাবে করবেন:
- অনলাইনে ফরম পূরণ করুন এখান থেকে
- অনলাইনে ফরম করার জন্য উপরে দেওয়া “ফরম পূরণের লিংক” এ প্রবেশ করুন।
- তারপর যে পেজ আসবে, তাতে অনার্স ৩য় বর্ষের অপশন থেকে students for apply অপশনে ক্লিক করুন।
- তারপর যে পেজ আসবে, তাতে আপনার রেজিস্ট্রেশন নম্বর দিন। এবং next/submit বাটনে ক্লিক করুন।
- তারপর আবেদনকারীর নাম, পিতার নাম, কলেজের নাম এবং সাবজেক্ট এর নাম সহ অনার্স ৪র্থ বর্ষের সাবজেক্টের তালিকা আসবে।
- তো, এই পেযে শুধু আপনাকে নির্দিষ্ট স্থানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। তাছাড়া আরকিছু করা লাগবে না। মোবাইল নম্বর ও অপশনাল বিষয় সঠিক থাকলে, submit অপশনে ক্লিক করুন।
- তারপর একটি ফরম প্রদর্শিত হবে। সেটা ডাউনলোড করে প্রিন্ট করে বের করুন।
- এরপর ফরম পূরণের ফি শিওর-ক্যাশ এর মাধ্যমে জমা দিয়ে, RB নম্বর ফরমের উপর লিখে ফরমটিসহ নিম্নোক্ত কাগজপত্রসহ ছবি নিয়ে সংশ্লিষ্ট কলেজে নিয়ে যান এবং সেগুলো জমা দিন।
ফরম জমা দিতে যেসব কাগজপত্র লাগবেঃ
- অনলাইনে পুরণকৃত ফরম- ১ কপি।
- পাসপোর্ট সাইজের ছবি (অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত)- ১ কপি।
২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি ডাউনলোড করুন হতে