জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের অনার্স ৩য় বর্ষের ফলাফল আজ(০১-০৮-২০১৯) প্রকাশিত হয়েছে। এবার পাশের হার শতকরা —- শতাংশ।
ফলাফল দেখার পদ্ধতি: নিম্নে তিন ভাবে ফলাফল দেখার পদ্ধতি দেওয়া হলো:
- ১ম পদ্ধতি: Website এর মাধ্যমে–
- ১ম লিংক: সরাসরি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে এখানে ক্লিক করুন
- ২য় লিংক: অথবা উপরিক্ত লিংকে ফলাফল দেখতে সমস্যা হলে এখানে ক্লিক করুন
- ২য় পদ্ধতি: SMS এর মাধ্যমে-
- SMS এর মাধ্যমে ফলাফল দেখতে চাইলে, মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন- NU, তারপর H3, এরপর রোল নাম্বার।
উদাহরণঃ- NU H3 8201087
এর পর পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।
- ৩য় পদ্ধতি: কলেজ ভিত্তিক ফলাফল-
- কলেজ ভিত্তিক ফলাফল দেখতে এই লিংকে ক্লিক করুন
- তারপর নিম্নোক্ত ছবির মত একটি পেজ আসবে
- উপরে দেওয়া ছবির মত আসা পেজের এড্রেস বারে দেখুন কলেজ কোড এবং সাবজেক্ট কোড দেওয়া আছে।
- উক্ত কোড দুটি এর পরিবর্তে আপনার কলেজের কোড এবং সাবজেক্ট কোড দিয়ে বা বসিয়ে Enter প্রেস করুন।
- বেস, তারপর আপনার ফলাফল কলেজ ভিত্তিক দেখতে পারবেন।