অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২৪ প্রকাশ

২০২২ সালের অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২৪ আজ ০৯ অক্টোবর ২০২৪ তারিখ দুপুর ১২ টার দিকে প্রকাশিত হয়েছে। আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম জানতে চান তাহলে আপনি সঠিক পেজে এসেছেন। এখানে আপনি রেজাল্ট দেখার বিভিন্ন পদ্ধতি এবং কোন শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে তা সহ সংশ্লিষ্ট তথ্যাদি বিশদভাবে জানতে পারবেন।

অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ২০২২ অনার্স ৩য় বর্ষের পরীক্ষায় সারা দেশে ৩৩৯ টি কেন্দ্রে ৮৮০ টি কলেজে ৩১ টি বিষয়ে সর্বমোট ৩ লাখ ৪৪ হাজার ০৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তন্মধ্যে ৯৪.৯০ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। যা গতবারের তুলনায় — শতাংশ বেশি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার রেজাল্ট ওয়েবসাইট ও মোবাইলের মেসেজের মাধ্যমে ফলাফল দেখা যাচ্ছে। নিম্নে ২০২৪ সালের অনার্স ৩য় বর্ষের ফলাফল দেখার সকল পদ্ধতি দেখুন –

আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হোন : National University Helpline

অনার্স ৩য় বর্ষের রেজাল্ট কিভাবে দেখবো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের রেজাল্ট প্রধানত দুইভাবে দেখা যায়। এক : অনলাইন দুই : এসএমএস। তবে অনলাইন মাধ্যমে আবার দুইভাবে ফলাফল দেখা যায়। তাই ১ম লিংকে ফলাফল দেখতে সমস্যা হলে দ্বিতীয় লিংকে দ্রুত এবং খুভ সহজে দেখতে পারবেন। চলুন সকল সকল পদ্ধতি জেনে নেওয়া যাক :

অনার্স ৩য় বর্ষের রেজাল্ট দেখার নিয়ম

১ম পদ্ধতি

>> নিম্নোক্ত লিংকে ক্লিক করার পর প্রথমে Honours -এ ক্লিক করুন।

>> তারপর 3rd year সেলেক্ট করুন।

>> তারপর বক্সের মধ্যে প্রথমে পরীক্ষার রোল। তারপর রেজিস্ট্রেশন নম্বর এবং এরপরে পরীক্ষার সন দিন।

>> এরপর ক্যাপচা পূরণ করে search result -এ ক্লিক করুন।

ক্যাপচা যেভাবে পূরণ করবেন

বাম পাশে একটি ছবি আসবে। ছবি না আসলে একটু অপেক্ষা করবেন। এরপর ঐ ছবির মধ্যে থাকা সংখ্যাটি ডান পাশের খালি বক্সে বসাতে হবে। যদি সংখ্যাটি না বুঝা যায় তাহলে Reload অপশনে ক্লিক করতে হবে। এভাবে যতবার ইচ্ছা রিলোড করা যাবে।

Result Link No 1

২য় পদ্ধতি

শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর দিয়ে খুভ দ্রুত এবং সহজে অনার্স ৩য় বর্ষ পরীক্ষার রেজাল্ট দেখতে নিম্নোক্ত লিংকে ক্লিক করে চেক করুন।

>>লিংকে ক্লিক করার পর, প্রথমে ইয়ার সেলেক্ট করুন।

>>তারপর, বক্সের মধ্যে প্রথমে রেজিস্ট্রেশন নম্বর দিন।

>> এরপরে পরীক্ষার সাল 2021 দিয়ে search result -এ ক্লিক করুন।

Result Link No 2

Result Link No 3

মেসেজ দিয়ে অনার্স ৩য় বর্ষের রেজাল্ট দেখার নিয়ম

যেকোন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নোক্তভাবে টাইপ করুন। NU স্পেস H3 স্পেস Roll number এবং তা পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

প্রতি মেসেজে ২.৬৭ টাকা কেটে নিবে।

উদাহরণ : NU H3 523698 send to 16222

অনার্স ৩য় বর্ষের রেজাল্ট পয়েন্ট বের করার নিয়ম

বিস্তারিত এখানে গিয়ে একদম নিচের দিকে দেখুন

অনার্স ৩য় বর্ষের রেজাল্ট বিজ্ঞপ্তি ২০২৪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!