আজ আমরা দেখব নতুন পদ্ধতিতে অনলাইনে কলেজে ভর্তির আবেদন ২০২৪ ও তৎ পরবর্তী করণীয়।একজন শিক্ষার্থীর কাছে অথবা তার পরিবারের কারোর যদি বিকাশ থাকে, তাহলে সে ঘরে বসেই অনলাইনে কলেজে ভর্তির আবেদন ২০২৪ করতে পারবে। কেননা একাদশে আবেদন করার পর কোনো ফরম কলেজে জমা দিতে হয় না। তাহলে চলুন! ছবিসহ বিস্তারিত জেনে নেওয়া যাক :
Latest Update
একাদশ শ্রেণীতে ৪র্থ পর্যায়ে আবেদনের সুযোগ দিয়েছে। পোস্টটি সর্বশেষ আপডেট করা হয়েছে ০৭ আগস্ট ২০২৪
কলেজে ভর্তির আবেদনের সময়
একজন শিক্ষার্থী নিজে নিজে তার মোবাইল থেকে কলেজে ভর্তির আবেদন ২০২৪ করলে সে তার ইচ্ছামত পছন্দের কলেজে আবেদন করতে পারবে। ফলে পছন্দের তালিকাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আবেদন কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে। ৪র্থ পর্যায়ের আবেদন ১১/০৮/২০২৪ তারিখ রাত ১২ টা হতে ১৪/০৮/২০২৪ তারিখ রাত ১০ টা পর্যন্ত করা যাবে।
আবেদন করার আগে যা জানতে হবে
১) আবেদনের পূর্বে Edu ID বা Account খোলার সময় যে মোবাইল নম্বরটি দিবেন, তা অবশ্যই ভর্তি শেষ না হওয়া পর্যন্ত সচল রাখতে হবে।
২) এমন মোবাইল নম্বর দিতে হবে যাতে পরিবর্তন করার প্রয়োজন যেন না হয়। কেননা মোবাইল নাম্বার পরে পরিবর্তন করা যাবে না।
৩) আর প্রত্যেক শিক্ষার্থীর নিজ নিজ মোবাইল নাম্বার থাকতে হবে। একই মোবাইল নাম্বার দিয়ে একাধিক শিক্ষার্থীর আবেদন করা যাবে না।
৪) জেনারেল বা মাদ্রাসা অথবা কারিগরি শিক্ষার্থী সবাইকে একই পদ্ধতিতে আগে আবেদন ফি দিয়ে পরে অনলাইনে আবেদন করতে হবে।
৫) একজন শিক্ষার্থী একই প্রতিষ্ঠান বা কলেজ বা মাদ্রাসার একাধিক গ্রুপ/শিফট/ভার্সনে আবেদন করতে পারবে এবং তা একটি কলেজ হিসেবে গণ্য হবে।
৬) আগেবাগে তোমাকে একটা কলেজ তালিকা বানাতে হবে। যদি এখনও না বানিয়ে থাক, তাহলে এখনই বানিয়ে নাও। নিম্নে দেখানো পদ্ধতি থেকে তোমার এলাকার বিভিন্ন কলেজের পয়েন্ট ও আসন দেখে কলেজ লিস্ট বানাতে পার।
৭) ২য় বা ৩য় পর্যায়ে যারা আবেদন করবে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তাড়াহুরা না করে সময় নিয়ে কলেজের ফাকা সিট দেখে আগে একটা চয়েজ লিস্ট বানাবে। পরে আবেদন করতে যাবে।
কলেজের পয়েন্ট দেখার নিয়ম
আপনি আবেদন ফি দেওয়ার পর আবেদন করতে গিয়েও প্রতিটা কলেজের নাম দিয়ে আসন ও পয়েন্ট দেখতে পারবেন। অথবা এই লিংকে ক্লিক করে কলেজ অভারভিউ থেকে একই পদ্ধতিতে দেখতে পারবেন।
কলেজে ভর্তির আবেদন করতে কি কি লাগে
- এসএসসি বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর
- এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর
- একটি সচল মোবাইল নম্বর
- এবং আবেদন ফি ১৫০ টাকা
অনলাইনে কলেজে ভর্তির আবেদন ২০২৪
একাদশ শ্রেণিতে অনলাইনে কলেজে ভর্তির আবেদন ২০২৪ সর্বমোট ৪টি প্রক্রিয়ায় সম্পন্ন হবে। ১) Edu account বা student account খোলা। ২) পাসওয়ার্ড পরিবর্তন করা। ৩) আবেদন ফি জমা দেওয়া। ৪) আবেদন করা।
গতবারের মত এবারও অনলাইনে সর্বোচ্চ ১০ টি কলেজে এবং সর্বনিম্ন ৫টি কলেজে আবেদন করা যাবে। উল্লেখ্য, অনলাইনে আবেদনের ক্ষেত্রে ৫ টি কলেজে আবেদন করলেও ১৫০/- টাকা দিতে হবে, আবার ১০টি কলেজে আবেদন করলেও ১৫০/- টাকা দিতে হবে।
বিশেষ দ্রষ্টব্য : যারা ৪র্থ পর্যায়ে আবেদন করবে তারাও একই নিয়মে আবেদন করবে। তবে যাদের পূর্বে Edu account বা student account খোলা আছে তাদেরকে নতুন করে একাউন্ট খোলা লাগবে না।
Edu আইডি খোলার নিয়ম
১) প্রথমে এই লিংক ক্লিক কিরে প্রবেশ করুন। এরপর সাইন আপ -এ ক্লিক করুন।
২) এবার শিক্ষার্থীর ধরণ নির্বাচন করুন। সে জন্য আপনি যদি স্কুল বা মাদ্রাসা অথবা কারিগরি বোর্ডের শিক্ষার্থী হোন, তাহলে Board Student সেলেক্ট করুন। আর যদি অন্য কিছু হোন তাহলে অন্য কিছু সেলেক্ট করুন।
৩) এখন বাকি তথ্যঃ বোর্ড, পাশের সাল, রেজি ও রোল নাম্বার দিয়ে একটা অংকের যোগফল বসান। এরপর জমা দিন অপশনে ক্লিক করুন।
৪) এবার আপনার নাম, পিতা ও মাতার নাম, লিঙ্গ সহ একটি পেজ আসবে। সেখানের সব কিছু টিকঠাক থাকলে নিচের খালি বক্স গুলো পূরণ করতে হবে।
আপনার ধর্ম, জন্মতারিখ দিয়ে সচল একটি মোবাইল নম্বর দিন। মনে রাখবেন একই নাম্বার একাধিক শিক্ষার্থীর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
শেষ দিকে চাইলে জন্ম্নিবন্ধন নম্বর দিতে পারেন। সব ফিলাপ করা হয়ে গেলে জমা (সাবমিট) দিন।
পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম
সাবমিট দেওয়ার পর আপনার মোবাইল নম্বরে একটি অস্থায়ী বা ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া হবে, সেটা দিয়ে লগইন বাটনে ক্লিক করে লগইন করতে হবে।
যদি পেইজটি কেটে যায় তাহলে এই লিংকে ক্লিক করে লগইন বাটনে করতে হবে।
লগইন করলেই আপনাকে পাসওয়ার্ড পরিবর্তন হবে নতুবা আপনাকে পূণরায় Edu id তৈরি করতে হবে।
পাসওয়ার্ড দেওয়ার সময় কমপক্ষে একটি সাইন (!, @, #, %, *), একটি সংখ্যা, একটি ছোট ও একটি বড় হাতের লেটার দিতে হবে। সব মিলিয়ের যেন ৮টি ক্যারেক্টারস হয়।
পাসওয়ার্ড সেট করার পর যে পেইজ আসবে সেখানে (ফি প্রদান করার জন্য) Go to student Dashboard -এ ক্লিক করতে হবে।
আবেদন ফি জমা দেওয়ার নিয়ম
১) আবেদন ফি জমা দেওয়ার জন্য Go to student Dashboard -এ ক্লিক করতে হবে। নতুবা এই লিংকে ক্লিক করে পূণরায় লগইন বাটনে ক্লিক করে লগইন করতে হবে।
এবার যে পেইজ আসবে সেখানে “আবেদন ফি জমা দিন” বাটনে ক্লিক করতে হবে।
২) মনে রাখবেন আবেদন ফি যেকোন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে দেয়া যাবে। নিয়ম একই। আমি এখানে শুধু বিকাশের মাধ্যমে পেমেন্ট করার সিস্টেম দেখাচ্ছি। আপনি চাইলে একই নিয়মে নগদ বা রকেটেও পেমেন্ট করতে পারবেন।
উল্লেখ্য, উভয় পেমেন্ট গেটওয়েতে বিকাশ, নগদ বা রকেটে ফি দেওয়া যাবে।
যাইহোক, বিকাশে টাকা দেওয়ার জন্য প্রথমে যেকোন পেমেন্ট গেটওয়েতে করুন।
৩) এরপর মোবাইল ব্যাংকিং -এ ক্লিক করে Bkash -এ ক্লিক করুন।
৪) এরপর confirm -এ ক্লিক করে Pay with Bkash -এ ক্লিক করুন।
৫) এরপরের ধাপে আপনার বিকাশ নাম্বার দিন। এবার একটি কোড বসিয়ে দিয়ে আপনার পিন নম্বর দিলেই কাজ শেষ। সবশেষে This transaction was successful এই মেসেজটি দেখাবে।
এবার কিছুক্ষণের মধ্যে পেইজটি রিডাইরেক্ট হয়ে ভর্তির পোর্টালে চলে আসবে এবং বলা থাকবে আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। নিচের ছবিতে দেখুন।
একাদশে আবেদন করার নিয়ম ২০২৪
১) আবেদন ফি দেয়া হয়ে গেলে যে পেজ আসবে সে পেইজে “আবেদন করুন” অপশনে ক্লিক করুন। আর যদি ভর্তি পোর্টাল থেকে বের হয়ে যান, তাহলে পূণরায় লগইন করে ডিরেক্ট “আবেদন করুন” অপশনে ক্লিক করুন।
২) এবার কলেজ নির্বাচন করতে হবে। প্রথমে, আপনি যে কলেজ চয়েস দিতে চান, সে কলেজের বোর্ড, জেলা, থানা এবং কলেজের নাম সেলেক্ট করুন।
এরপর, উক্ত কলেজের সকল গ্রুপের আসন সংখ্যা, শিফট সহ বিস্তারিত দেখাবে। এখন আপনি যে শিফট, ভার্সন বা বিভাগে ভর্তি হতে চান, সেটা সেলেক্ট করার জন্য (নিচের ছবিতে দেখানো) ৩ নম্বর আইকনে ক্লিক করুন। বেস সেলেক্ট একটা কলেজ সেলেক্ট হয়ে গেল।
৩) এভাবে আপনি সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ চয়েস দিতে পারবেন এবং প্রতিবার কলেজ চয়েস দেওয়ার সময় উপরের ২ নম্বর নিয়মে করতে হবে।
আর হ্যা, অবশ্যই আপনি যে কলেজে ভর্তি হতে চান সেটা প্রথমে রাখবেন।
আর যদি ভুলে কোনো কলেজ এড করে ফেলেন তাহলে (নিচের ছবিতে দেখানো) ৩ নম্বর আইকনে ক্লিক করুন।
এভাবে চয়েস লিস্ট সাজাতে যদি ভুল হয়ে যায় তাহলে ১ অথবা ২ নম্বর আইকনে ক্লিক করে আপ ডাউন করতে পারবেন।
৪) চয়েস লিস্ট দেয়া শেষ হয়ে গেলে আবেদন সাবমিট করুন। এরপর আপডেট করার দরকার না হলে “এগিয়ে যান” এবং “ঠিক আছে” বাটনে ক্লিক করুন।
৫) ঠিক আছে বাটনে ক্লিক করলে আপনাকে নতুন পেজে নিয়ে যাবে, সেখান থেকে আপনি আবেদনের পিডিএফ ডাউনলোড করতে পারবেন।
অথবা যেকোনো সময় “আবেদন” এর “আবেদন দেখুন” অপশনে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করতে পারবেন। তবে ডাউনলোড না করলেও সমস্যা নেই।
আবেদন সংশোধন করার নিয়ম
১) আবেদন সংশোধন করতে হলে এই লিংকে ক্লিক করে লগইন বাটনে ক্লিক করে লগইন করতে হবে। এরপর “আবেদন” থেকে “আবেদন আপডেট করুন” বাটনে ক্লিক করুন। না বুঝলে উপরের ছবিটি আবার দেখুন।
২) এবার নিচের ছবির মত আসবে। সেখানে আপনি (মূল আবেদনের নিয়মে বর্ণিত নিয়মের মত) ইচ্ছামত পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবেন।
৩) কাজ শেষ হয়ে গেলে “আবেদন আপডেট করুন” ক্লিক করে “এগিয়ে যান” এবং “ঠিক আছে” বাটনে ক্লিক করুন।
৪) এখন আপনি “আবেদন” এর “আবেদন দেখুন” অপশনে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করে সংশোধিত আবেদন দেখতে পারবেন।
আবেদন করার পর করণীয়
আবেদন করার পর কিছুই করতে হবে না। শুধু রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে।